মস্তিষ্কের অস্ত্রোপচার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা। অক্টোবরে মাথায় আঘাতের কারণে জল জমে যাওয়ায় জন্য সাও পাওলোর একটি হাসপাতালে মস্তিষ্কেরর অস্ত্রোপচার হয়েছিল সিলভার। তিনি সুস্থ হয়ে ওঠায় রবিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পরের জি২০তে পুতিন এলে গ্রেফতার করব না, ভারতে জানালেন ব্রাজিলের প্রেসিডেন্ট
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, গত অক্টোবরে ব্রাসিলিয়ায় রাষ্ট্রপতির বাসভবনে বাথরুম থেকে পড়ে যাওয়া মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন সিলভা। আঘাতের ফলে মস্তিষ্কে জল জমে যায়। তারফলে অস্ত্রোপচারের প্রয়োজন হয়ে ওঠে। তাঁর মাথার খুলি দিয়ে ড্রিল করেছিলেন চিকিৎসকরা। রক্তপাতের ঝুঁকি কমাতে বৃহস্পতিবার দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করা হয়। চিকিৎসকরা বলেছেন, সিলভা দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং কাজে ফিরতে পারবেন। তবে খুব বেশি শারীরিক পরিশ্রম আপাতত করা যাবে না। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ রবার্তো কালিল জানান, রাষ্ট্রপতিকে কিছু নির্দিষ্ট ব্যায়াম করতে হবে। অন্য এক চিকিৎসক আনা হেলেনা জার্মোগ্লিও জানান, রাষ্ট্রপতি অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। জানা যাচ্ছে, ব্রাসিলিয়ায় ফেরার আগে আগামী বৃহস্পতিবার পর্যন্ত নিয়মিত চেক আপের জন্য সাও পাওলোতে থাকবেন সিলভা।
এক সংবাদ সম্মেলনে সিলভা বলেন, ‘আমি সুস্থভাবে বাড়ি ফিরছি।’ পরে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে হাত নাড়ান। রাষ্ট্রপতি অস্ত্রোপচারের আগে উপসর্গের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘আমি অনুভব করেছি যে আমার প্রতিটি পদক্ষেপ আস্তে হয়ে যাচ্ছিল। আমার চোখ লাল ছিল এবং আমি খুব ঘুমিয়ে ছিলাম।’ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘আমার মাথায় তরল বৃদ্ধির পরিমাণ দেখে আমি ভয় পেয়েছিলাম। জরুরি ভিত্তিতে হাসপাতালে যাওয়ার কথা শুনে আমি চিন্তিত ছিলাম। তবে আমি কখনই মনে করিনি যে আমি মারা যাব। তবে আমি ভয় পাই তাই আমাকে নিয়ম মেনেই চলতে হবে। আমি এখন বাড়ি যাচ্ছি, শান্ত, নিশ্চিত যে আমি সুস্থ হয়ে গিয়েছি এবং আমাকে শুধু নিজের যত্ন নিতে হবে।’
উল্লেখ্য, অক্টোবরে বাসভবনে পড়ে মাথায় আঘাত পাওয়ার পর তিনি কিছু সফর বাতিল করেছিলেন। তাসত্ত্বেও নভেম্বরে তিনি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। উল্লেখ্য, ২০১১ সাল থেকে রাষ্ট্রপতির বেশ কয়েকটি অস্ত্রোপচার হয়েছে।