বাংলা নিউজ > ঘরে বাইরে > প্রেসিডেন্ট ভবনে হামলার জের, বলসোনারোর বিরুদ্ধে তদন্ত করবে ব্রাজিল সুপ্রিম কোর্ট

প্রেসিডেন্ট ভবনে হামলার জের, বলসোনারোর বিরুদ্ধে তদন্ত করবে ব্রাজিল সুপ্রিম কোর্ট

বলসোনারোর বিরুদ্ধে তদন্ত করতে ব্রাজিল সুপ্রিম কোর্টের নির্দেশ। ছবি চ্যানেল আই

বর্তমানে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন বলসোনারো। তার বিরুদ্ধে ইতোমধ্যেই মার্কিন ভিসা বাতিলের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহবান জানিয়েছেন ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা।

ব্রাজিলে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধেও তদন্ত করবে দেশটির সুপ্রিম কোর্ট। রাজধানী ব্রাসিলিয়ায় ৮ জানুয়ারি পার্লামেন্ট, প্রেসিডেন্ট ভবন ও সুপ্রিম কোর্টে হামলার ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে ব্রাজিলের শীর্ষ পাবলিক প্রসিকিউটরের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করেছে।

৮ জানুয়ারি ওই দাঙ্গার উস্কানিদাতা হিসেবে শুরু থেকেই বলসোনারোর বিরুদ্ধে অভিযোগ ওঠে। বছরের প্রথম দিন ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন নির্বাচনে জয়লাভ করা লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। তবে তা মেনে না নিয়ে বিরোধিতা করেন পরাজিত প্রার্থী জইর বলসোনারোর সমর্থকরা। এর পরে হামলা চালায় তারা।

বর্তমানে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন বলসোনারো। তার বিরুদ্ধে ইতোমধ্যেই মার্কিন ভিসা বাতিলের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহবান জানিয়েছেন ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা।

(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি চ্যানেল আই থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

 

বন্ধ করুন