কার কাকে কখন মনে ধরে যাবে তা বলে দেওয়া সত্যিই কঠিন! কথায় বলে, সত্যিকারের প্রেম হলে কখনওই তা কোনও 'কারণ' মেনে হয় না। তবে কাউকে মন থেকে দূরে সরাতে গেলে বেশ কয়েকটি 'খুঁত' বারবার 'কারণ' হিসাবে উঠে আসে। আর বিয়ের ক্ষেত্রে বহুবারই দেখা গিয়েছে প্রস্কাব গ্রহণ বা প্রত্যাখ্যানের বিষয়টি। উত্তরপ্রদেশের উন্নাওতে বিয়ের কনের আপত্তি ঘিরে তুমুল হইহট্টহোল শুরু হয়ে গেল।
২০১৯ সালে মুক্তি পেয়েছিল আয়ুষ্মান খুরানার ফিল্ম 'বালা'। যে খানে মূল চরিত্রটির মাথায় কম বয়সেই চুল ঝরে যাওয়ার সমস্যা দেখা যায়। ফিল্মে দেখা যায়, নিজের মাথার চুলের অভাব তিনি তাঁর হবু স্ত্রীর কাছে লুকিয়ে যেতে চাইছেন। এমনই এক কাণ্ড ঘটল উত্তরপ্রদেশের উন্নাওতে। সেখানে বিয়ের মাঝপথে কনে বুঝতে পারেন তাঁর হবু স্বামীর মাথায় চুল নেই। ঘটনার শুরু বিয়ের মণ্ডপে বরের আসা ঘিরে। বর সেখানে প্রবেশ করতেই আচমকা মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে খুলে যায় পাগড়ি। ধরা পড়ে যায় তাঁর মাথায় নেই চুল। এছাড়াও যেটা সবচেয়ে বড় বিষয়। বরের এই চুলহীনভাবেপ কথা তিনি কনের পরিবারের কাছ থেকে লুকিয়ে ছিলেন বলে জানা যায়। যা ঘিরে ক্ষোভ চড়তে থাকে। ফোড়া, ব্রণর জ্বালা-যন্ত্রণা মিটে যায় এই ঘরোয়া সাত উপায়ে! প্রয়োজন এই জিনিসগুলির
এদিকে কনে যখন জানতে পারেন যে বিয়ের বরের মাথায় নেই চুল, তখনই তিনি বেঁকে বসেন। মাঝ রাস্তায় কনে জানিয়ে দেন তিনি বিয়েতে সম্মত নন। তুলকালাম শুরু হয় বিয়ে বাড়িতে। আত্মীয়স্বজন, পাড়া পরশি সকলেই কনেকে বোঝাতে থাকেন। সকলেই বলতে থাকেন যে এই বিয়ে মেনে নেওয়া উচিত। তবে কনে নিজের অবস্থান থেকে সরে আসনেনি। এরপর ঘটনাটি যায় পুলিশের কাছে। এরপর ডাকা হয় পঞ্চায়েতের বৈঠক। সেখানে কনের পরিবার জানায় যে তাদের বিয়ের খরচ ও পনের টাকা বরপক্ষকে দিতে হবে। শেষে তা মেনে নেন বরের পরিবারের সদস্যরা।