বাংলা নিউজ >
ঘরে বাইরে >
'পাক প্রক্সিকে' ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত সঠিক, UK MP প্রসঙ্গে সিঙ্ঘভি, দ্বিমত থারুরের
Updated: 18 Feb 2020, 01:12 PM IST
HT Bangla Correspondent
সোমবার দিল্লি বিমানবন্দর থেকে বৈধ ভিসা না থাকার জন... more
সোমবার দিল্লি বিমানবন্দর থেকে বৈধ ভিসা না থাকার জন্য ফেরত পাঠানো হয়েছিল ব্রিটিশ সাংসদ ডেবি আব্রাহামস। বিরোধী লেবার পার্টির সাংসদ ব্রিটিশ সংসদে কাশ্মীর সম্পর্কিত সর্বদলীয় গোষ্ঠীর প্রধান। ভারতের কাশ্মীর নীতির বিরোধী তিনি। সেই কারণে তাঁর ভারত যাত্রা বাতিল করা হয়েছে বলে ডেবি মনে করছেন। সরকারিভাবে অবশ্য সেরকম কোনও কারণ দেওয়া হয়নি। কিন্তু এই ইস্যুতে কার্যত বিভক্ত কংগ্রেস। প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী শশী থারুর মনে করেন যে কাশ্মীরে যদি সব ঠিকই থাকে, তাহলে ডেবিকে আটকানো হল কেন। এতে আরও খারাপ কভারেজ পাবে ভারত, বলে থারুর মনে করেন। অন্যদিকে আরেক কংগ্রেস সাংসদ ও মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভি মনে করেন যে সরকারের সিদ্ধান্ত সঠিক। তিনি টুইট করেন, 'The deportation of Debbie Abrahams by India was indeed necessary, as she is not just an MP, but a Pak proxy known for her clasp with e Pak govt and ISI. Every attempt that tries to attack India's sovereignty must be thwarted'. কংগ্রেসের জাতীয় মুখপাত্র বলেন,' ডেবি আব্রাহামসকে বাড়ি পাঠিয়ে দেওয়া খুব জরুরি ছিল। তিনি শুধু সাংসদ নন, পাক প্রক্সি যে পাকিস্তান সরকার ও আইএসআই-এর হাতের মুঠোয়। ভারতের সার্বভৌমত্ব ওপর কোনও আক্রমন মানা যাবে না।'