বাংলা নিউজ > ঘরে বাইরে > হাসপাতাল থেকে ছাড়া পেলেন বরিস জনসন, ইস্টারবার্তায় করোনাজয়ের অঙ্গীকার রানির

হাসপাতাল থেকে ছাড়া পেলেন বরিস জনসন, ইস্টারবার্তায় করোনাজয়ের অঙ্গীকার রানির

রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি: এএফপি। (AFP)

ব্রিটেনে Covid-19 আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯.৮৭৫। মনে করা হচ্ছে রবিবারই তা ১০,০০০ অতিক্রম করবে।

করোনাভাইরাস সংক্রমণ থেকে সেরে ওঠার পরে রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। লন্ডনের সেন্ট টমাস হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে বিশ্রাম নিতে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বাকিংহ্যামশায়ারের চেকার্স-এর গ্রামীণ বাড়িতে।

এ দিন হাসপাতালের আইসিইউ বিভাগ থেকে বেরিয়ে জনসন বলেন, ‘চিকিৎসকদের যথেষ্ট ধন্যবাদ দেওয়া আমার সামর্থ্যে নেই। ওঁরা আমার জীবনরক্ষা করেছেন।’

এ দিন ব্রিটেনে Covid-19 আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯.৮৭৫। মনে করা হচ্ছে এ দিনই তা ১০,০০০ অতিক্রম করবে।

প্রধানমন্ত্রীর সুস্থ হয়ে ওঠা সম্পর্কে এ দিন ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেন, ‘হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে প্রধানমন্ত্রীকে পুরোপুরি সুস্থ করতে চেকার্স-এ নিয়ে যাওয়া হচ্ছে। মেডিক্যাল টিমের পরামর্শ মেনে তাঁর অবিলম্বে কাজে ফেরার সম্ভাবনা নেই।’

আগামী ২১ এপ্রিল চালু হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন। শশরীরে সেখানে সদস্যরা কেউ উপস্থিত না থাকলেও ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে অধিবেশনে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে।

বিশ্রাম নিতে বাকিংহ্যামশায়ারের চেকার্সে প্রধানমন্ত্রীর এই গ্রামীণ বাসভবনে থাকবেন জনসন। ছবি: এএফপি।
বিশ্রাম নিতে বাকিংহ্যামশায়ারের চেকার্সে প্রধানমন্ত্রীর এই গ্রামীণ বাসভবনে থাকবেন জনসন। ছবি: এএফপি। (AFP)

করোনাভাইরাস সংক্রমণ থেকে সেরে ওঠার পরে রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। লন্ডনের সেন্ট টমাস হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে বিশ্রাম নিতে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বাকিংহ্যামশায়ারের চেকার্স-এর গ্রামীণ বাড়িতে।

এ দিন হাসপাতালের আইসিইউ বিভাগ থেকে বেরিয়ে জনসন বলেন, ‘চিকিৎসকদের যথেষ্ট ধন্যবাদ দেওয়া আমার সামর্থ্যে নেই। ওঁরা আমার জীবনরক্ষা করেছেন।’

এ দিন ব্রিটেনে Covid-19 আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯.৮৭৫। মনে করা হচ্ছে এ দিনই তা ১০,০০০ অতিক্রম করবে।

প্রধানমন্ত্রীর সুস্থ হয়ে ওঠা সম্পর্কে এ দিন ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেন, ‘হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে প্রধানমন্ত্রীকে পুরোপুরি সুস্থ করতে চেকার্স-এ নিয়ে যাওয়া হচ্ছে। মেডিক্যাল টিমের পরামর্শ মেনে তাঁর অবিলম্বে কাজে ফেরার সম্ভাবনা নেই।’

আগামী ২১ এপ্রিল চালু হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন। শশরীরে সেখানে সদস্যরা কেউ উপস্থিত না থাকলেও ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে অধিবেশনে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে।

এ দিন তাঁর ইস্টার বার্তায় রানি এলিজাবেথ জানিয়েছেন, ‘করোনাভাইরাস আমাদের হারাতে পারবে না। আগের মতোই এখন আমাদের কাছে ইস্টারের গুরুত্ব অসীম। মৃত্যুর অন্ধকার থেকে মুক্তির জন্য, বিশেষ করে যাঁরা যন্ত্রণা ভোগ করছেন, আলো ও জীবন জরুরি।’

এ দিন ওয়েলকাম ট্রাস্টের ডিরেক্টর তথা ব্রিটিশ সরকারের জরুরি অবস্থায় বিজ্ঞান উপদেষ্টা গ্রুপ-এর সদস্য জেরেমি ফারার জানিয়েছেন, ‘ব্রিটেনে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আশা করি আমরা বিপর্যয়ের শেষ ভাগে পৌঁছেছি, কারণ নতুন সংক্রমণের খবর কমছে। কমেছে মৃতের সংখ্যাবৃদ্ধিও। ইউরোপে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশগুলির অন্যতম ব্রিটেন।’

ফারারের মতে, সংক্রমণের দ্বিতীয় ও তৃতীয় ঢেউও অচিরেই আছড়ে পড়বে ব্রিটেনে। তার থেকে মুক্তি দিতে পারে একমাত্র নতুন আবিষ্কৃত কোনও টিকা।

অন্য দিকে, যথাযথ মেডিক্যাল নিরাপত্তা সরঞ্জামের অভাবে ব্রিটেনে স্বাস্থ্যকর্মীদের মৃত্যুর হারও বাড়ছে। তার সাম্প্রতিক সংযোজন সাসেক্স-এর ইস্টবোর্ন জেনারেল হাসপাতালের ফার্মাসিস্ট ভারতীয় বংশোদ্ভূত পূজা শর্মা।

ঘরে বাইরে খবর

Latest News

একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.