বাংলা নিউজ > ঘরে বাইরে > ভারতে প্রতিদিন কোভিডের বলি হচ্ছেন ২৫০০০! দাবি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসকের

ভারতে প্রতিদিন কোভিডের বলি হচ্ছেন ২৫০০০! দাবি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসকের

করোনা ঢেউয়ে জর্জরিত ভারত (ছবি সৌজন্যে পিটিআই)

সরকারি হিসেব বলছে দিনে ৪ হাজারের কিছু বেশি জন রোজ করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। তবে আদতে এই সংখ্যাটা নাকি প্রায় ২৫ হাজার। এমনই দাবি করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক তথা ব্রাউন ইউনিভার্সিটি অফ পাবলিক হেল্থের ডিন আশিষ কুমার ঝা।

সরকারি হিসেব বলছে দিনে ৪ হাজারের কিছু বেশি জন রোজ করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। তবে আদতে এই সংখ্যাটা নাকি প্রায় ২৫ হাজার। এমনই দাবি করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক তথা ব্রাউন ইউনিভার্সিটি অফ পাবলিক হেল্থের ডিন আশিষ কুমার ঝা। এদিন টুইট করে আশিষ লেখেন, 'ভারতে রোজ চার লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। ৪ হাজারের বেশি করোনায় মারা যাচ্ছেন বলে দাবি করা হচ্ছে। তবে এই তথ্য সম্পূর্ণ ভাবে সঠিক নয়। মৃত্যুর ক্ষেত্রে সত্যিকারের সংখ্যাটা ২৫ হাজারের কাছাকাছি। এবং সংক্রমণের ক্ষেত্রে সংখ্যাটা ২ থেকে ৫ মিলিয়ন।'

নিজের এই দাবির পিছনে যুক্তিও দেন আশিষ। তিনি লেখেন, 'অনেক ভাবেই এই মৃত্যুর সংখ্যা নির্ধারণ করা যেতে পারে। তবে তাদের মধ্যে অন্যতম হল শ্মশানগুলির দিকে নজর দেওয়া। ২০১৯ সালে যখন দেশে কোনও অতিমারী ছিল না, তখন রোজ ২৭ হাজার মানুষ মারা যাচ্ছিল। এই পরিমাণের মৃত্যু এবং সৎকারের সঙ্গে অভ্যস্ত দেশের শ্মশানগুলি। সেই সংখ্যাটার সঙ্গে যদি ৪ হাজার যোগ করে দেওয়া হয় তাহলে তার জন্য এত অসুবিধা হওয়ার কথা নয়। দেশের শ্মশানগুলি আগের থেকে ২ থেকে ৪ গুণ বেশি সৎকার করছে।'

এরপর আশিষ লেখেন, 'বর্তমানে দেশে প্রায় ৫৫ থেকে ৮০ হাজার লোক প্রাণ হারাচ্ছেন। যদি এই ক্ষেত্রে বেসলাইন ২৫ থেকে ৩০ হাজার হয়ে থাকে তাহলে শুধু করোনার জেরে ২৫ থেকে ৫০ হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন। ৪০০০ নয়। সংক্রমণের কী হল? এই মুহূর্তে ভারতে সংক্রমণের জেরে প্রাণহানির অনুপাত ১ শতাংশ। আমেরিকায় সেই অনুপাত ০.৬ শতাংশ। তবে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষ এখানে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে।'

এরপর আশিষ ঝা আরও লেখেন, 'তাই আমার মতে দেশে করোনার জেরে মাত্র ৪ হাজার মানুষের মৃত্যু হতে পারে না। দেশএ ২৪ ঘণ্টা চিতা জ্বলছে। তার মানে দেশে অন্ততপক্ষে ২৫ হাজার লোক কোভিডে মরছে। বিশ্ব স্বাস্থ্যে একটি প্রবাদ রয়েছে যে তুমি সংক্রমণের সংখ্যা কম গুনতে পারো, তবে মৃত্যু সঠিক তথ্য বলতে বাধ্য।'

এদিকে সরকারি হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪.০৩ লক্ষেরও বেশি মানুষ৷ করোনায় প্রাণ গিয়েছে আরও ৪,০৯২ জনের৷ রবিবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪,০৩,৭৩৮ জন৷ এই নিয়ে সপ্তাহে পঞ্চম দিন দেশে দৈনিক সংক্রমণ ৪ লক্ষের ছাড়িয়ে গেল৷ নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২,২২,৯৬,৪১৪। সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২,৪২,৩৬২৷ দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৭,৩৬,৬৪৮।

ঘরে বাইরে খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.