কর্ণাটকে বিধানসভা ভোটের রণদামামা বেজে গিয়েছে। এদিকে কন্নড় রাজনীতিতে যখন রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে, তখনই কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা নির্বাচনী রাজনীতি থেকে অব্যহতি নিলেন। আর তিনি তাঁর অবসরকালীন ভাষণে জানিয়েছেন, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত বিজেপির সঙ্গে জড়িয়ে থাকব’। যে বক্তব্যের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী।
কন্নড় রাজনীতিতে অন্যতম বড় নাম বিএস ইয়েদুরাপ্পা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাকে ঘিরে বহু সময়ই পাকদণ্ডি পথে ঘুরেছে দক্ষিণ ভারতের এই রাজ্যের রাজনীতি। বিজেপি শাসিত এই রাজ্যের বিধায়ক ৭৯ বছর বয়সী বিএস ইয়েদুরাপ্পা এবার নির্বাচনী রাজনীতি থেকে নিলেন অবসর।তিনি জানান, নির্বাচনী রাজনীতি ছেড়ে দিলেও, তিনি একেবারে অবসরে চলে যেতে চাননা। ইয়েদুরাপ্পা জানান, তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিজেপির প্রচার করতে চান। শুধু তাই নয়, কর্ণাটকে নির্বাচন শেষ হওয়ার পরও তিনি বিজেপির প্রচার কাজে অংশ নিতে চান বলে জানিয়েছেন। ইয়েদুরাপ্পার এই ভাষণের ভূয়সী প্রশংসা করেছেন মোদী। তিনি বলেন, ইয়েদুরাপ্পার ভাষণ পার্টিলাইন অনুযায়ীই গিয়েছে। ইয়েদুরাপ্পার ভাষণ নিয়ে প্রধানমন্ত্রী টুইট করেন,'বিজেপির কর্মী হিসাবে, আমার মনে হয় এই ভাষণ খুবই উৎসাহব্যাঞ্জক। এতে আমাদের পার্টির বিধি প্রকাশিত হয়েছে। এটা বাকি পার্টিকর্মীদের আরও উদ্বুদ্ধ করবে।' এদিকে, কর্ণাটক বিধানসভায় নিজের অবসরকালীন ভাষণে ইয়েদুরাপ্পা বলেন, ‘যদি ঈশ্বর আমাকে ক্ষমতা দেন পরের নির্বাচন পর্যন্ত, যা এই নির্বাচনের ৫ বছর পরে হবে, আমি সর্বতভাবে চেষ্টা করব যাতে বিজেপি আসে ক্ষমতায়। যেমনটা আপনারা জানেন যে, আমি জানিয়েছি, আমি আর ভোটে লড়ছি না, তবে যে পদ ও সম্মান আমাকে নরেন্দ্র মোদী ও পার্টি দিয়েছে, তা আমি জীবনেও ভুলব না।’ ( 'আমাদের শুধু মোদীকে চাই', পাকিস্তানির মুখে ভারতের প্রধানমন্ত্রীর সুখ্যাতি!)
ইয়েদুরাপ্পা বলেন, ‘আমার শেষ নিঃশ্বাস চলা পর্যন্ত আমি বিজেপিকে গড়ে তুলতে সৎভাবে কাজ করব, একে ক্ষমতায় আনতে সব কাজ করব… এতে কোনও সন্দেহ নেই। আমি আমাদের বিজেপি বিধায়কদের বলতে চাই, আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করুন আর নির্বাচনের জন্য প্রস্তুত হোন। বিরোধীদের অনেকেই এই দিকে আসতে চান, আপনারা আত্মবিশ্বাসী থাকলে আমরা তাঁদের সঙ্গে নিতে পারি, আর এগোতে পারি।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup