বাংলা নিউজ > ঘরে বাইরে > BSE Odisha 10th Result 2021: প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার বাড়ল প্রায় ২০%

BSE Odisha 10th Result 2021: প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার বাড়ল প্রায় ২০%

প্রকাশিত হল ওড়িশার মাধ্যমিক পরীক্ষার ফলাফল। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

এবার পাশের হার একধাক্কায় প্রায় ২০ শতাংশ বেড়েছে।

প্রকাশিত হল ওড়িশার মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবার পাশের হার একধাক্কায় প্রায় ২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৮৯ শতাংশ। সন্ধ্যা ছ'টা থেকে অনলাইনে bseodisha.ac.in বা www.bseodisha.nic.in সাইটে ফলাফল দেখা যাচ্ছে।

করোনাভাইরাসের কারণে এবার ওড়িশায় দশম শ্রেণির বোর্ড পরীক্ষা হয়নি। মূল্যায়নের ভিত্তিতে পড়ুয়াদের নম্বর দেওয়া হয়েছে। শুক্রবার ওড়িশার মুখ্যমন্ত্রী সমীররঞ্জন দাশ জানিয়েছেন, এবার দশম শ্রেণির বোর্ড পরীক্ষার জন্য ৫৭৪,১২৫ জন নাম নথিভুক্ত করেছিল। তাদের মধ্যে ৫৬২,০১০ জন পাশ করেছে। পাশের হার দাঁড়িয়েছে ৯৭.৮৯ শতাংশ। গত বছর তা ছিল ৭৮.৮৬ শতাংশ। অর্থাৎ এবার একধাক্কায় পাশের হার বেড়েছে প্রায় ২০ শতাংশ। পাশের নিরিখ ছেলেদের ছাপিয়ে গিয়েছে মেয়েরা। যেখানে ২৮০,৩৫১ জন ছাত্র উত্তীর্ণ হয়েছে, সেখানে ২৮১,৬৫৮ জন ছাত্রী পাশ করেছে।

ওড়িশার মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ১০০ শতাংশ সাফল্য লাভ করেছে ৫,৯৪৫ টি স্কুল। ৭,৭০৩ জন পড়ুয়া অনুত্তীর্ণ হয়েছে। ২,২৫৬ জনের ফলাফল স্থগিত রেখেছে সংশ্লিষ্ট স্কুল। পর্ষদের তরফে জানানো হয়েছে, যে পড়ুয়ারা মূল্যায়নের ভিত্তিতে প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট হয়নি, তারা অফলাইনে পরীক্ষা দিতে পারবেন। সেজন্য আগামী ৫ জুলাই থেকে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ফর্ম পূরণ করতে হবে।

অনলাইনে কীভাবে রেজাল্ট দেখা যাবে?

১) bseodisha.ac.in বা www.bseodisha.nic.in সাইটে যান।

২) হোমপেজে ‘Results’ ট্যাবে ক্লিক করুন।

৩) নয়া একটি পেজ খুলে যাবে। সেখানে ‘ANNUAL HSC EXAMINATION RESULT 2021 NOW AVAILABLE’ লিঙ্কে ক্লিক করুন। (অথবা bseodisha.ac.in সাইটে যাওয়ার হোমপেজে ANNUAL HSC EXAMINATION RESULT 2021 আছে। তাতেই সরাসরি ক্লিক করে রেজাল্ট দেখা যাবে)।

৪) নয়া একটি পেজ খুলবে। রোল নম্বর বা নাম লিখে 'Find Results'-এ ক্লিক করুন।

৫) স্ক্রিনে রেজাল্ট দেখাবে।

৬) তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে।

SMS-এর মাধ্যমে ফলাফল জানার উপায়? 

১) নিজের মোবাইলে মেসেজ অ্যাপে যান। 

২) OR01 <roll number> নম্বর টাইপ করুন। 

৩) তা 5676750 নম্বরে পাঠিয়ে দিন।

পরবর্তী খবর

Latest News

সরকারি হাসপাতালের ভিতরে ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারেন না সিভিক ভলান্টিয়াররা: CJI নতুন বছর শুরুর ১০৩ দিনেই মারা গিয়েছেন ৪৭টি বাঘ, রিপোর্টে চাঞ্চল্য ‘আমি তো ভেবেছিলাম সিওর ছয়!কপাল জোরে বেঁচেছি’…সূর্যর ক্যাচ এখনও চোখে ভাসে পন্তের… মাঠে জমে জল,নেই পর্যাপ্ত পরিকাঠামো! শুরু করা গেল না টেস্ট ম্যাচ!মুখ পুড়ল ভারতের সুপ্রিম কোর্টে সরকার 'মিথ্যে' বলছে, দাবি চিকিৎসকদের,সমর্থনে প্রমাণ পেশ সুদীপ্তার 'রেপ-টেপ সব জায়গাতেই হয়..', আরজি কর ইস্যুতে বেফাঁস ডোনা, তুলোধনা সৌরভ ঘরণীকে! আশ্বিন মাসে কালাষ্টমী কবে? জেনে নিন পুজোর দিন ক্ষণ তিথি ও পুজো পদ্ধতি অভিযোগ নেয় না পুলিশ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভ্রাতৃবধূকে মারধর হোমগার্ডের আগে অলিম্পিক্সে পৌঁছে দেখান…, ট্রোলের মুখে নেটিজেনদের এক হাত নিলেন সাইনা বউবাজারের বিপত্তিতে আরও দেরিতে চালু শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো? মুখ খুলল KMRCL

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.