চলতি মাসে গ্রাহক টানার জন্য একাধিক আকর্ষণীয় অফার এনেছে বিএসএনএল। তারই মধ্যে অন্যতম হল ৭৫, ৯৪ এবং ৪৪৭ টাকার প্ল্যান।
অর্থাত্ দুটি ১০০ টাকার মঝ্যে, সস্তার প্ল্যান এবং একটি একটু দামি প্ল্যান রাখা হয়েছে। সব ধরনের গ্রাহকদের কথা ভেবেই এমন প্ল্যান।
BSNL-এর ৭৫ টাকার প্ল্যান
BSNL-এর ৭৫ টাকার STV প্যাকে মোট ২ GB ডেটা দেওয়া হবে। ভ্যালিডিটি ৬০ দিন। ভ্যালিডিটি থাকাকালীন প্রতিদিন ১০০ মিনিট করে ভয়েস কলিং করা যাবে।
BSNL-এর ৯৪ টাকার প্ল্যান
BSNL-এর ৯৪ টাকার STV প্যাকে মোট ৩ GB ডেটা দেওয়া হবে। ভ্যালিডিটি ৯০ দিন। ৯০ দিনের প্রতিদিন গ্রাহকরা ১০০ মিনিট করে ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। ১০০ মিনিটের উর্ধ্বসীমা পার হয়ে গেলে মিনিটে ৩০ পয়সা করে কাটা হবে।
BSNL-এর ৪৪৭ টাকার প্ল্যান
BSNL-এর ৪৪৭ টাকার STV প্ল্যানে মোট ১০০ GB ডেটা মিলবে। ভ্যালিডিটি ৬০ দিন। নেই কোনও ডেইলি ডেটা লিমিট। মিলবে আনলিমিটেড ভয়েস কলিং ও দিনে ১০০টি করে SMS । এর পাশাপাশি EROS NOW এন্টারটেইনমেন্টের সাবস্ক্রিপশন ফ্রি হিসাবে দেওয়া হবে।