বাংলা নিউজ > ঘরে বাইরে > Budget 2020: NRI চিহ্নিতকরণে আয়কর আইন সংস্কার কেন্দ্রের

Budget 2020: NRI চিহ্নিতকরণে আয়কর আইন সংস্কার কেন্দ্রের

আয়কর আইন পরিবর্তনের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। (Bloomberg)

এবার থেকে নিজেকে অনাবাসী চিহ্নিত করতে হলে ভারতীয় নাগরিকদের দেশের বাইরে ন্যূনতম ২৪০ দিন বসবাস করতে হবে।

অনাবাসী ভারতীয়দের আয়করের ভিত্তিতে চিহ্নিতকরণের উদ্দেশে কেন্দ্রীয় বাজেট ভাষণে আয়কর আইন পরিবর্তনের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

বাজেট পরবর্তী সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় রাজস্ব সচিব অজয় ভূষণ পান্ডে জানান, ‘যে সমস্ত ভারতীয় নাগরিক ১৮২ অথবা তার চেয়ে বেশি দিন দেশের বাইরে বসবাস করেছেন, তাঁদের অনাবাসী ভারতীয় (এনআরআই) হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। এই কারণে আয়কর আইন সংস্কারের মাধ্যমে আমরা স্থির করেছি, এবার থেকে নিজেকে অনাবাসী চিহ্নিত করতে হলে ভারতীয় নাগরিকদের দেশের বাইরে ন্যূনতম ২৪০ দিন বসবাস করতে হবে।'

তবে কোনও ভারতীয় নাগরিক দেশের বাইরে গিয়েও বিশ্বের অন্য কোনও দেশের নাগরিকত্ব গ্রহণ না করে থাকেন, সে ক্ষেত্রে তাঁকে ভারতের নাগরিক হিসেবেই গণ্য করা হবে এবং তিনি আয়করের আওতায় পড়বেন, জানিয়েছেন সচিব।

শনিবার তাঁর বাজেট ভাষণে আয়কর পরিকাঠামোয় উল্লেখযোগ্য বেশ কিছু পরিবর্তন ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তুলে নেওয়া হয়েছে একাধিক ছাড়। রাজস্ব সচিব অজয় ভূষণ পান্ডে জানিয়েছেন, 'কী কী ছাড় আছে, তা পুরো খতিয়ে দেখা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে খুঁটিয়ে পরীক্ষা করা হয়েছে। ৭০টির মতো করছাড় তুলে নেওয়া হয়েছে।'

বন্ধ করুন