করোনাভাইরাস সুরক্ষা বিধি মেনে ছাপা হয়নি বাজেটের কোনও নথি। পরিবর্তে সাংসদ এবং আমজনতার কাছে বাজেট সংক্রান্ত নথি পৌঁছে দেওয়ার জন্য একটি মোবাইল অ্যাপ প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। ‘ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ’ (Union Budget Mobile App) নামক সেই অ্যাপে বাজেট সংক্রান্ত যাবতীয় নথি মিলবে।
(বাজেটের লাইভ ব্লগ পড়ুন এখানে)
একনজরে জেনে নিন ‘ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ’-এর বিষয়ে :
১) ভারতীয় বাজেটের অফিসিয়াল ওয়েবসাইট (www.indiabudget.gov.in) থেকে অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল অ্যাপটি ডাউনলোড করা যাবে।
২) সেই অ্যাপ ইংরেজি এবং হিন্দি ভাষায় হয়েছে।
৩) কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তৃতার পর অ্যাপে বাজেট সংক্রান্ত নথি আপলোড করা হবে। সেই নথি দেখতে পারবে আমজনতা।
৪) অ্যাপ থেকে সেই নথিগুলি ডাউনলোড করা যাবে। পিডিএফ ফর্ম্যাটে ডাউনলোড করা যাবে।
৫) আমজনতার সুবিধার্থে প্রিন্ট, সার্চ, জুম ইন, জুম আউট-সহ অ্যাপে যাবতীয় বৈশিষ্ট্য যোগ করা হয়েছে।
শুধু অ্যাপ নয়, নয়া দশকের প্রথম বাজেটে ‘নিউ নর্ম্যালের’ পথে হেঁটেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। করোনাভাইরাস পরিস্থিতিতে ফিতে দিয়ে বাঁধা ‘বইখাতা’ ছেড়ে ট্যাবের মাধ্যমে বাজেট পেশ করতে চলেছেন তিনি। সোমবার সকালে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে লাল কভারে মোড়া ট্যাবলেট নিয়ে আসতে দেখা যায়। তার উপর সোনালি রঙে ছিল অশোক স্তম্ভ