বাংলা নিউজ > ঘরে বাইরে > Budget 2022: ব্যবসা সহজতর করতে বড় ঘোষণা নির্মলার, চালু হবে ‘এক দেশ, এক রেজিস্ট্রেশন’

Budget 2022: ব্যবসা সহজতর করতে বড় ঘোষণা নির্মলার, চালু হবে ‘এক দেশ, এক রেজিস্ট্রেশন’

ভারতে ২৫ হাজার শর্তাবলী এবং ১৪৮৬টি কেন্দ্রীয় আইন প্রত্যাহার করা হচ্ছে।(ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (Sanjeev Verma/HT PHOTO)

‘ইজ অফ ডুইং বিজনেস’ বা ব্যবসা সহজতর করার বার্তা দিয়ে নির্মলা এদিন জানান, ২৫ হাজার শর্তাবলী এবং ১৪৮৬টি কেন্দ্রীয় আইন প্রত্যাহার করা হবে দেশে।

‘ইজ অফ ডুইং বিজনেস’ বা ব্যবসা সহজতর করার বার্তা বারংবার শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে। এই আবহে ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট পেশের সময় বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন তিনি জানালেন যে দেশে ‘এক দেশ, এক রেজিস্ট্রেশন’ প্রকল্প চালু করতে চলেছে সরকার।

অর্থমন্ত্রী এদিন এই নয়া প্রকল্পের চালুর ঘোষণা করে জানান, আগামী অর্থবর্ষ থেকে দেশের যেকোনও স্থানে থেকে ব্যবসার রেজিস্ট্রেশন করানো যাবে। সাধারণ মানুষকে ব্যবসায় আগ্রহী করে তুলতে এবং ব্যবসা আরও সহজ করতেই এই পদক্ষেপ বলে জানান নির্মলা। পাশাপাশি অর্থমন্ত্রী জানিয়েছেন দেশজুড়ে ব্যবসাকে আরও সহজ করে তুলতে ২৫ হাজার শর্তাবলী এবং ১৪৮৬টি কেন্দ্রীয় আইন প্রত্যাহার করা হচ্ছে।

এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, লেনদেনের বিলম্ব কমাতে নয়া ব্যবস্থা আনতে চলেছে কেন্দ্র। তিনি বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রকে লেনদেন আরও সরল করতে ই বিল ব্যবস্থা চালু করা হবে।’ এদিকে ক্ষুদ্র ও কুটির শিল্পে আর্থিক সহায়তার মেয়াদ বাড়ানোর ঘোষণা করেন নির্মলা। তিনি জানান, মার্চ অবধি ক্ষুদ্র ও কুটির শিল্পে আর্থিক সহায়তার বহাল থাকবে। অপরদিকে স্পেশ্যাল ইকোনমিক জোন আইনের বদলে নয়া আইনের ঘোষণা করেন নির্মলা সীতারমন।

 

বন্ধ করুন