বাংলা নিউজ > ঘরে বাইরে > Budget 2022: ৪০০ বন্দে ভারত থেকে 'কবচ': বাজেটে রেলে কী কী 'গতি' প্রদান করলেন নির্মলা?

Budget 2022: ৪০০ বন্দে ভারত থেকে 'কবচ': বাজেটে রেলে কী কী 'গতি' প্রদান করলেন নির্মলা?

ফাইল ছবি : রয়টার্স  (REUTERS/Anushree Fadnavis)

২০১৭ সালে কেন্দ্রীয় বাজেটের সঙ্গে রেল বাজেট একত্রিত হয়। সেই থেকে এটি ষষ্ঠতম সম্মিলিত বাজেট।

মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০১৭ সালে কেন্দ্রীয় বাজেটের সঙ্গে রেল বাজেট একত্রিত হয়। সেই থেকে এটি ষষ্ঠতম সম্মিলিত বাজেট।আত্মনির্ভর ভারতের অংশ হিসেবে মঙ্গলবার সীতারামন বলেন, ২,০০ কিলোমিটার রেল নেটওয়ার্ককে দেশীয় বিশ্বমানের প্রযুক্তি 'কবচে'-র আওতায় আনা হবে।

রেলওয়ে সেক্টরের জন্য বাজেটের মূল ঘোষণা:

রেলওয়ে তাদের পার্সেল চলাচল আরও সুগম করবে। ডাক ও রেলওয়ে নেটওয়ার্কগুলির একীকরণে জোর দেওয়া হবে। এর পাশাপাশি ক্ষুদ্র কৃষক এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলির জন্য নতুন প্রোডাক্ট এবং সুষ্ঠু লজিস্টিক পরিষেবা ডেভেলপ করা হবে।

স্থানীয় ব্যবসা ও সাপ্লাই চেইনগুলিকে সাহায্য করার জন্য ‘ওয়ান স্টেশন-ওয়ান প্রোডাক্ট’-এর ভাবনার প্রচার করা হবে। আত্মনির্ভর ভারতের অংশ হিসেবে ২০২২-২৩ সালে নিরাপত্তা এবং ক্ষমতা বৃদ্ধির জন্য ২,০০০ কিলোমিটার নেটওয়ার্ককে বিশ্বমানের দেশীয় প্রযুক্তি, 'কবচে'-র অধীনে আনা হবে।

৪০০ নতুন ডিজাইনের বন্দে ভারত ট্রেন ছুটবে দেশজুড়ে। আগামী তিন বছরের মধ্যেই তা বাস্তবায়িত হবে। এই নতুন ট্রেনসেটগুলিতে স্টিলের পরিবর্তে হালকা ওজনের অ্যালুমিনিয়াম ব্যবহার করা হবে। এর ফলে প্রতিটির ওজন প্রায় ৫০ টন হালকা হবে। ফলে এগুলি স্টিলের তুলনায় অনেক কম শক্তি খরচ করবে৷

আগামী তিন বছরে মাল্টিমোডাল লজিস্টিক পরিষেবার জন্য একশোটি 'পিএম গতিশক্তি কার্গো টার্মিনাল' তৈরি করা হবে। সড়ক পরিবহন এবং রেলওয়ে স্টেশনগুলির মধ্যে মাল্টিমোডাল সংযোগ সহজতর করা হবে।

ঘরে বাইরে খবর

Latest News

শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.