আশায় বুক বেঁধেছিলেন করদাতারা। কিন্তু সেই আশা পূর্ণ হল না। ব্যক্তিগত কর কাঠামোয় কোনও ছাড় দেওয়া হল না। করবিহীন আয়ের সীমাও বাড়ালেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেইসঙ্গে দেশবাসীর নগদের জোগান বাড়ানোর ক্ষেত্রে প্রত্যক্ষ কোনও সুরাহা দিলেন না। তার ফলে প্রত্যক্ষভাবে এবারের বাজেটে মধ্যবিত্তদের উপর কোনও প্রভাব পড়েনি। তবে সার্বিকভাবে পাঁচ রাজ্যের ভোটের আগে খয়রাতির ঝুলি খুলে আকাশ-কুসুম প্রকল্পের ঘোষণা করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন। বরং কয়েকটি মৌলিক বিষয়ের উপরই সীমাবদ্ধ রাখলেন নিজের বাজেট।
পাঁচ টাকার সরকার, ট্রেডমিলে হেঁটে বাজেট বানান! দিলীপের নিশানায় মমতা
পাঁচ টাকার সরকার, ট্রেডমিলে হেঁটে বাজেট বানান! দিলীপের নিশানায় মমতা - বিস্তারিত পড়ুন এখানে।
'সবকা প্রয়াসে' স্বাধীনতার ১০০ তম বর্ষের রোডম্যাপ তৈরি করবে এই বাজেট: সীতারামন
'সবকা প্রয়াসে' স্বাধীনতার ১০০ তম বর্ষের রোডম্যাপ তৈরি করবে এই বাজেট। বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -
Budget 2022: ব্যবসা সহজতর করতে বড় ঘোষণা নির্মলার, চালু হবে ‘এক দেশ, এক রেজিস্ট্রেশন’
Budget 2022: ব্যবসা সহজতর করতে বড় ঘোষণা নির্মলার, চালু হবে ‘এক দেশ, এক রেজিস্ট্রেশন’ – বিস্তারিত পড়ুন এখানে
Budget 2022: গড়লেন ‘নজির’, সবথেকে কম সময়ের বাজেট ভাষণ দিলেন অর্থমন্ত্রী সীতারামন!
Budget 2022: গড়লেন ‘নজির’, সবথেকে কম সময়ের বাজেট ভাষণ দিলেন অর্থমন্ত্রী সীতারামন! — বিস্তারিত পড়ুন এখানে
Budget 2022: ‘বাজেটে যুব, গরিবদের কথা ভাবা হয়েছে’, নির্মলার প্রশংসায় মোদী
Budget 2022: ‘বাজেটে যুব, গরিবদের কথা ভাবা হয়েছে’, নির্মলার প্রশংসায় মোদী – বিস্তারিত পড়ুন এখানে
মূল্যবৃদ্ধি নিয়ে জবাব সীতারামনের
মূল্যবৃদ্ধি নিয়ে সীতারামন: দামের কারণে মানুষ যখন সমস্যায় পড়েন, সেটার সুরাহা করা আমাদের দায়িত্ব। আমরা সেইমতো ব্যবস্থা নিয়েছে। এতদিনে মূল্যবৃদ্ধির হার ছ'শতাশের উপর তেমনভাবে যায়নি।
Budget 2022: 'ঘাটতি যতই হোক, কর বাড়ানো যাবে না, নির্দেশ দেন মোদী', ‘আশাভঙ্গের’ পর নির্মলা
আয়করের কাঠামো পরিবর্তন কমানো নিয়ে প্রত্যাশা ছিল। বাজেটে তা পূরণ হয়নি। তা নিয়ে রীতিমতো মস্করা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মজা করে জানান, কর বাড়াতে দেননি তিনি। সঙ্গে জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছিলেন যে কোনওভাবেই আয়কর বাড়ানো যাবে না। বিস্তারিত পড়ুন এখানে
‘আমি কর বাড়াতে দিইনি কিন্তু', আয়কর না কমানো নিয়ে মস্করা নির্মলার
আয়করের কাঠামো পরিবর্তন কমানো নিয়ে প্রত্যাশা ছিল। বাজেটে তা পূরণ হয়নি। তা নিয়ে প্রশ্ন করা হলে মস্করা করলেন সীতারামন। বললেন, ‘আমি কর বাড়াতে দিইনি কিন্তু। আমি আবারও বলতে চাই, এক পয়সাও কর বাড়ানো হয়নি। আগেরবার প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল, ঘাটতি যতই থাক, জনগণের উপর বাড়তি কর চাপানো যাবে না। এবারও একই নির্দেশ ছিল।’
ক্রিপ্টো দুনিয়ায় মুনাফা কামাচ্ছেন, তাঁদের থেকে কর নেবই: সীতারামন
সীতারামন: ক্রিপ্টো এবং 'ডিজিটাল রুপি' পুরোপুরি আলাদা। ক্রিপ্টো দুনিয়ার যাঁরা মুনাফা লাভ করছেন, তাঁদের থেকে কর নেওয়া হবে। তাঁদের উপর কর ধার্য করার জন্য কোনও আইনের প্রয়োজন নেই।
বেকারত্ব কমানোর লক্ষ্যমাত্রা নেই, সাধারণ বাজেটকে ‘থটলেস’ বললেন অমিত মিত্র
বেকারত্ব কমানোর লক্ষ্যমাত্রা নেই, সাধারণ বাজেটকে ‘থটলেস’ বললেন অমিত মিত্র – বিস্তারিত পড়ুন এখানে
Budget 2022: মা গঙ্গাকে দুষণমুক্তের দিশা উল্লেখ বাজেটে, মোদী নিলেন বাংলার নাম
Budget 2022: মা গঙ্গাকে দুষণমুক্তের দিশা উল্লেখ বাজেটে, মোদী নিলেন বাংলার নাম – বিস্তারিত পড়ুন এখানে
পাঁচটি নদী সংযুক্তিকরণ প্রকল্পের প্রজেক্ট রিপোর্ট চূড়ান্ত : নির্মলা
পাঁচটি নদী সংযুক্তিকরণ প্রকল্পের প্রজেক্ট রিপোর্ট চূড়ান্ত হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট রাজ্যের থেকে সবুজসংকেত এলেই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। মঙ্গলবার প্রস্তাবিত বাজেট পেশ করে এই কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিস্তারিত পড়ুন এখানে।
'যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, তা ছাপিয়ে যাব আমরা', নিশ্চিত সীতারামন
সীতারামন: যে পরিসংখ্যান পেশ করা হয়েছে, তা পূরণের বিষয়ে আমরা নিশ্চিত। সেটাও ছাপিয়ে যাব আমরা।
হসপিটালি ক্ষেত্র নিয়ে বললেন সীতারামন
সীতারামন: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের পরই আমি জানিয়েছিলাম যে হসপিটালি ক্ষেত্র সমস্যার মুখে পড়েছে। সেইসময় যে নীতি প্রয়োগ করা হয়েছিল, এবারও সেই পদক্ষেপ করা হল।
বাজেট নিয়ে সাংবাদিক বৈঠক সীতারামনের
কেন্দ্রীয় বাজেট নিয়ে সাংবাদিক বৈঠক শুরু করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
'বেশি বিনিয়োগ, বেশি কর্মসংস্থান'-এর দিশা দেখাচ্ছে এই বাজেট', বললেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: এই বাজেটে অর্থ ব্যবস্থা মজবুত হবে। সাধারণ ‘বেশি পরিকাঠামো, বেশি বিনিয়োগ, বেশি আর্থিক বৃদ্ধি, বেশি কর্মসংস্থান’-এর দিশা দেখিয়েছে বাজেট। এই বাজেটের ফলে বর্তমান সময় মানুষ লাভবান হবেন। ভবিষ্যতেও লাভবান হবেন মানুষ।
Budget 2022: ‘২৫ বছরের দিশা দেখাবে...’, নির্মলার বাজেটে আম জনতার জন্য রইল কী কী?
Budget 2022: ‘২৫ বছরের দিশা দেখাবে...’, নির্মলার বাজেটে আম জনতার জন্য রইল কী কী? বিস্তারিত পড়ুন এখানে।
'লক্ষ্য ৪.৫', অর্থবর্ষে ঘাটতি কমিয়ে GDP-র ৬.৪% করার লক্ষ্যমাত্রা নির্মলার
'লক্ষ্য ৪.৫', অর্থবর্ষে ঘাটতি কমিয়ে GDP-র ৬.৪% করার লক্ষ্যমাত্রা নির্মলার। বিস্তারিত পড়ুন এখানে।
সীতারামনের বাজেট ভাষণ দেখে নিন
মঙ্গলবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর বাজেট ভাষণের পুরোটা দেখে নিন।
Budget 2022: কোন কোন জিনিসের দাম কমছে, বাড়ছে কোন দ্রব্যের দাম?
বাজেটে একাধিক ক্ষেত্রে আমদানি শুল্ক হ্রাসের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই পরিস্থিতিতে কয়েকটি সামগ্রীর দাম বাড়তে চলেছে, কয়েকটি সামগ্রীর আবার কমতে চলেছে। একনজরে দেখে নিন, কোন কোন জিনিসের দাম কমছে, কোন কোন জিনিসের দাম বাড়ছে - বিস্তারিত পড়ে নিন এখানে।
Budget 2022: অপরিবর্তিত ব্যক্তিগত আয়কর কাঠামো, তবে রিটার্ন ফাইলে আসছে বড় বদল
আশা থাকলেও পূরণ হল না। বিগত বেশ কয়েকদিন ধরেই আম জনতার আশা ছিল যে ব্যক্তিগত আয়ের উপর কর ছাড়ের ঘোষণা করা হতে পারে কেন্দ্রের তরফে। তবে এদিন বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বক্তৃতায় ব্যক্তিগত করের হার বা স্ল্যাব পরিবর্তন বা কোনও ছাড়ের সীমা বৃদ্ধির উল্লেখ ছিল না। - বিস্তারিত পড়ে নিন এখানে।
ছোটো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ দিতে প্রকল্প
ছোটো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ দিতে প্রকল্প। বরাদ্দ করা হয়েছে ২ লাখ ৭৩ হাজার কোটি টাকা।
সংসদে অর্থ বিল পেশ সীতারামনের
সংসদে অর্থ বিল ২০২২ পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তা পাশ হয়ে গিয়েছে।
‘ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে’, ঘোষণা নির্মলার
করোনাভাইরাসের জেরে স্কুল–কলেজ বন্ধ ছিল দীর্ঘদিন। তার জেরে ছাত্রছাত্রীদের অনলাইনে পঠনপাঠন চলছিল। এবার এই দিকে তাকিয়ে ডিজিটাল বিশ্ববিদ্যালয় তৈরি করার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার এই নিয়ে ২০২২–২৩ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে তিনি এই ঘোষণা করেন। – বিস্তারিত পড়ুন এখানে।
কাটা এবং পলিশড, রত্নের উপর আমদানি শুল্ক কমানো হল: সীতারামন
সীতারামন: কাটা এবং পলিশড, রত্নের উপর আমদানি শুল্ক কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে।
একাধিক ক্ষেত্রে আমদানি শুল্কে ছাড়
সীতারামন: বৈদ্যুতিক সরঞ্জাম, গয়না, রাসায়নিক ক্ষেত্রে আমদানি শুল্কে ছাড় দেওয়া হচ্ছে।
Budget 2022: চালু হবে ই-পাসপোর্ট, পাতায় থাকবে অত্যাধুনিক চিপ, ঘোষণা নির্মলার
দেশে চালু হতে চলেছে ই-পাসপোর্ট। ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট পেশের সময় এই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই ই-পাসপোর্টে চিপ এমবেড করা থাকবে বলে জানান অর্থমন্ত্রী। সীতারমন জানান, মানুষ সহজেই বিদেশে যেতে পারেন, তাই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত পড়ুন এখানে
Budget 2022: ব্যাঙ্কের বহু সুবিধা এবার পোস্ট অফিসেও, ATM বা Net Banking পরিষেবাও পাওয়া যাবে
২০২২ সালের বাজেট দেশের পোস্ট অফিস পরিষেবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল। কারণ এবারে পোস্ট অফিসকে ব্যাঙ্কিং পরিষেবার মধ্যে অন্তর্ভুক্ত করা হল। এমনটিই জানালেন অর্থমন্ত্রী। বিস্তারিত পড়ুন এখানে।
কর্পোরেট সারচার্জ কমছে ১২%
সীতারামন: কর্পোরেট সারচার্জ কমানো হচ্ছে। ১২ শতাংশ থেকে কমিয়ে সাত শতাংশ করা হচ্ছে।
ভার্চুয়াল ডিজিটাল উপহার থেকে কোনও আয়? গুনতে হবে ৩০% কর
সীতারামন: ভার্চুয়াল উপহার সম্পত্তি থেকে কোনও আয় করলে তাতে প্রাপকদের কর ধার্য করা হবে। ৩০ শতাংশ ধর দিতে হবে। অর্থাৎ ডিজিটাল সম্পত্তির লেনদেনে ৩০ শতাংশ কর গুনতে হবে।
NPS-র ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের একই আওতায় আনা হচ্ছে
সীতারামন: ন্যাশনাল পেনশন সিস্টেমের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের একই স্তরের আওতায় আনা হবে। আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৪ শতাংশ টাকা দেয় কেন্দ্র। রাজ্যের ক্ষেত্রে ১০ শতাংশ দেওয়া হয়। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের সামাজিক সুরক্ষা সুবিধা নেওয়ার ক্ষেত্রে সহায়তার জন্য ট্যাক্সস ডিডাকশন সীমা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করা হচ্ছে।
রিটার্ন ফাইলের পরও ভুল সংশোধনের জন্য ২ বছর মিলবে: সীতারামন
সীতারামন: ভুল শোধরানোর জন্য করদাতাদের বাড়তি সময় দেওয়া হচ্ছে। ২০২২-২৩ সাল থেকে করদাতারা সংশ্লিষ্ট অ্যাসেসমেন্ট ইয়ারের দু'বছরের মধ্যে (বছর শেষের ২ বছরের মধ্যে) সংশোধিত রিটার্ন ফাইল করতে পারবেন। তার ফলে করদাতাদের ঝক্কি কমবে। মামলার ঝঞ্জাট কমবে।
কো-অপারেটিভ সোসাইটির ক্ষেত্রে সারচার্জ ও কর কমানো হচ্ছে
সীতারামন: কো-অপারেটিভ সোসাইটির ক্ষেত্রে সারচার্জ ১২ শতাংশ কমিয়ে ৭ শতাংশ (এক কোটি টাকা থেকে ১০ কোটি টাকা আয়) করা হবে। কর কমিয়ে ১৮ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হচ্ছে। সীতারামন: বিশেষভাবে সমক্ষ মানুষের জন্য কর ছাড়।
যাঁরা কর দিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানাতে চাই: সীতারামন
সীতারামন: যাঁরা কর দিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানাতে চাই। কর ব্যবস্থা আরও সহজতর করা হবে।
২০২২-২৩ রাজস্ব ঘাটতি ৬.৪ শতাংশ হতে পারে
চলতি অর্থবর্ষে বাজেট ঘাটতি ৬.৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। এবার মঙ্গলবার বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, চলতি অর্থবর্ষের রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৬.৯ শতাংশ করা হয়েছে। তারইমধ্যে ২০২২-২৩ অর্থবর্ষে রাজস্ব ঘাটতি আরও কিছুটা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য নিয়েছেন সীতারামন। আগামী বছর রাজস্ব ঘাটতি ৬.৮ শতাংশে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা ঠিক করেছেন। রাজস্ব ঘাটতি কম করতে বেসরকারি বিনিয়োগে জোর।
রাজ্যগুলিকে ১ লাখ কোটি টাকা বরাদ্দ, সুদবিহীন ঋণের ঘোষণা
সীতারামন: অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানোর জন্য রাজ্যগুলিকে ১ লাখ কোটি টাকা বরাদ্দ করা হবে। সুদবিহীন ঋণ প্রদান করা হবে। ৫০ বছরের জন্য সেটা করা হবে। তা প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্প এবং অন্যান্য বিনিয়োগ পরিকল্পনার জন্য ব্যবহার করা হবে।
চালু করা হচ্ছে 'ডিজিটাল রুপি', ইস্যু করবে RBI
সীতারামন: সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি চালু করা হবে। যা 'ডিজিটাল রুপি' চালু করা হবে। যা ২০২২-২৩ সাল থেকে প্রদান করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যা অর্থনীতিকে চাঙ্গা করবে।
নয়া কর্মসংস্থানের জন্য ১০ টি ক্ষেত্রে বাড়তি জোর
সীতারামন: নয়া কর্মসংস্থানের জন্য ১০ টি ক্ষেত্রে বাড়তি জোর।
সোভেরিয়ান গ্রিন বন্ড চালু করা হবে
সীতারামন: সোভেরিয়ান গ্রিন বন্ড চালু করা হবে। কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করবে।
৩৫.৪% বাড়ানো হচ্ছে মূলধনী খাতে ব্যয়: সীতারামন
সীতারামন: কর্মসংস্থান তৈরি করতে, উত্পাদন বৃদ্ধিতে, কৃষকদের উন্নত পরিকাঠামো প্রদানে, সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলধনী বিনিয়োগ। বেসরকারি বিনিয়োগ অবশ্যই অব্যাহত রাখতে হবে। ২০২২-২৩ সালে মূলধনী খাতে ব্যয় বাড়ানো হচ্ছে ৩৫.৪ শতাংশ। ২০২২-২৩ সালে তা বেড়ে হচ্ছে ৭.৫ লাখ কোটি টাকা। ২০২১-২২ সালে তা ছিল ৫.৫৪ লাখ কোটি টাকা। ২০১৯-২৯ সালের থেকে ২ গুণ বেশি।
স্বচ্ছতা বজায় রাখতে অনলাইনে বিল প্রদানের সিস্টেম চালু
সীতারামন: বিল প্রদানের ক্ষেত্রে বিলম্ব রুখতে নয়া উদ্যোগ। একটি অনলাইন বিল সিস্টেম চালু করা হবে। স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করবে। অনলাইন বিল প্রদানের প্রক্রিয়া শুরু করা হবে।
ওমিক্রন ঢেউয়ের মধ্যে আছি: সীতারামন
সীতারামন: ওমিক্রন ঢেউয়ের মধ্যে আছি। তবে এই সময়ে আমাদের টিকাকরণের প্রচারের গতি অনেকটাই সাহায্য করেছে।
প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় উত্পাদনে বাড়তি সুবিধা
সীতারামন: প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার উপর জোর দেওয়া হচ্ছে। কমানো হচ্ছে রফতানি। ৬৮ শতাংশ অর্থ খরচ করা হবে দেশীয় শিল্প মহলের জন্য। যা ২০২১-২২ সালে ছিল ৫৩ শতাংশ।
২০২৫ সালের মধ্যে দেশের সব গ্রামে অপটিকাল ফাইবার
সীতারামন: ২০২২-২৩ সালে ৫ জি পরিষেবার স্পেকট্রাম বণ্টন করা হবে। দেশের সর্বত্র ব্রন্ডব্র্যান্ড পরিষেবায় জোর দেওয়া হবে। দেশের সব গ্রামে অপটিকাল ফাইবার বসানোর বরাত প্রদান করা হবে। পিপিই মডেলে হবে। ২০২৫ সালের মধ্যে সেই প্রকল্প শেষ হতে পারে।
অ্যানিমেশন ক্ষেত্রের জন্য টাস্ক ফোর্স
সীতারামন: AVCG ক্ষেত্রে (অ্যানিমেশন, ভিস্যুয়াল এফেক্টস, গেমিংস এবং কমিকস) বাড়তি জোর। একটি টাস্ক ফোর্স গঠন করা হবে। দেশীয় এবং আন্তর্জাতিক চাহিদা পূরণে সহায়তা করবে। কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
ডিজিটাল ব্যাঙ্কিংয়ে উত্সাহের ৭৫ জেলায় ৭৫ টি ডিজিটাল ব্যাঙ্কিং শাখা
সীতারামন: 'এক দেশ, এক রেজিস্ট্রেশন'-এ জোর দেওয়া হবে। ডিজিটাল ব্যাঙ্কিংয়ে উত্সাহ প্রদানের ক্ষেত্রে কাজ করছে সরকার। দেশের ৭৫ টি জেলায় ৭৫ টি ডিজিটাল ব্যাঙ্কিং শাখা তৈরি করা হবে।
বৈদ্যুতিক গাড়ির জন্য চার্জিং স্টেশন তৈরির জন্য প্রকল্প
সীতারামন: শহুরে এলাকায় জায়গার অভাবের বিষয়টি বিবেচনা করে ব্যাটারি সোয়াইপ পলিসি চালু করা হবে। যা বৈদ্যুতিক গাড়ির জন্য চার্জিং স্টেশনের সমস্যা সুরাহা করবে। ব্যাটারি তৈরির বিষয়ে পরিষেবা হিসেবে প্রদান করতে পারবে বিভিন্ন সংস্থা।
উৎপাদন সংক্রান্ত বিশেষ উৎসাহ প্রকল্পের মাধ্যমে ৬০ লাখ কর্মসংস্থান
সীতারামন: আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণের জন্য উৎপাদন সংক্রান্ত বিশেষ উৎসাহ বা ইনসেনটিভ প্রকল্পে দারুণ সাড়া মিলেছে। তার মাধ্যমে ৬০ লাখ কর্মসংস্থান তৈরি হবে আশা করা হচ্ছে। সঙ্গে বাড়তি ৩০ লাখ কোটি উত্পাদন হবে।
ই-পাসপোর্টের ক্ষেত্রে আরও উন্নত প্রযুক্তি
সীতারামন: ই-পাসপোর্টের ক্ষেত্রে আরও উন্নত প্রযুক্তি। ই-পাসপোর্ট চালু করা হবে। বিশেষ উপায় নেওয়া হচ্ছে। যাতে মানুষ সহজেই বিদেশে যেতে পারেন।
পাঁচটি নদী সংযোগকারী প্রকল্প চূড়ান্ত
সীতারামন: পাঁচটি নদী সংযোগকারী প্রকল্প চূড়ান্ত হয়ে গিয়েছে।
ব্যবসা থেকে লাল ফিতে কাটানোর উদ্যোগ
সীতারামন: অমৃতকাল ইজ অফ ডুয়িং বিজনেস ২.০ এবং ইজ অফ লিভিং চালু করা হবে। রাজ্য সরকারের সক্রিয় অংশগ্রহণ থাকবে।
বাজেটে কোন ৭ বিষয়ের উপর জোর?
বাজেটের সাতটি বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে - প্রধানমন্ত্রী গতিশক্তি, সার্বিক উন্নয়ন, উত্পাদন বৃদ্ধি, শক্তি, স্টার্টআপের মতো ক্ষেত্র, জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ এবং বিনিয়োগে সাহায্য।
উত্তর-পূর্বের জন্য প্রধানমন্ত্রী উন্নয়ন পরিকল্পনা
সীতারামন: উত্তর-পূর্বের জন্য প্রধানমন্ত্রী উন্নয়ন পরিকল্পনা চালু করা হচ্ছে। ১,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।
১০০ শতাংশ পোস্ট অফিসই আসবে কোর ব্যাঙ্কিংয়ের আওতায়
সীতারামন: ১০০ শতাংশ পোস্ট অফিসই কোর ব্যাঙ্কিংয়ের আওতায় আসবে। অনলাইনেই ব্যাঙ্ক থেকে পোস্ট অফিসে টাকা লেনদেন করা যাবে। সুবিধা মিলবে এটিএম, নেট ব্যাঙ্কিং।
পানীয় জল পৌঁছানোর জন্য বরাদ্দ ৬০,০০০ কোটি টাকা
সীতারামন: ২০২২-২৩ সালে ৩.৮ লাখ বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। ৬০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
মহিলাদের ক্ষেত্রে বাড়তি জোর
সীতারামন: নারীদের জন্য তিনটি প্রকল্প সম্প্রতি চালু করা হযেছে। সক্ষম অঙ্গনওয়াড়ির অধীনে ২ লাখ অঙ্গনওয়াড়ির উন্নতি করা হবে।
পরিষেবা হিসেবে ড্রোন ব্যবহার করতে পারবে স্টার্ট-আপ
সীতারামন: পরিষেবা হিসেবে ড্রোন ব্যবহার করা হবে। বিভিন্ন স্টার্ট-আপ তা করতে পারবে। বিভিন্ন রাজ্যের নির্বাচিত তথ্যপ্রযুক্তি সংস্থায় সেটা নিয়ে কাজ হবে।
মানসিক স্বাস্থ্যের জন্য টেলি মেন্টাল হেলথ সেন্টার
সীতারামন: করোনার প্রভাব পড়েছে মানুষের মানসিক স্বাস্থ্যে। সেজন্য ন্যাশনাল টেলি মেন্টাল হেলথ সেন্টার তৈরি করা হবে।
করোনার ধাক্কা কাটাতে 'এক ক্লাস, এক টিভি' চালুর প্রস্তাব সীতারামনের
সীতারামন: করোনার জন্য ধাক্কা খেয়েছে শিশুরা। মূলত সরকারি তাদের জন্য বাড়তি জোর দেওয়া হবে। 'এক ক্লাস, এক টিভি' প্রকল্প চালু করা হবে। ১২ থেকে ২০০ টিভি চ্যানেল চালু করা হবে। আঞ্চলিক ভাষায় শিক্ষা প্রদান করতে পারবে রাজ্যগুলি। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চলবে।
দক্ষতা বৃদ্ধির জন্য শিল্প মহলের সঙ্গে হাত মেলানো হবে, বাড়বে কর্মসংস্থান
সীতারামন: দক্ষতা বৃদ্ধির জন্য শিল্প মহলের সঙ্গে হাত মেলানো হবে। বাড়বে কর্মসংস্থান ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কে হাত মেলাবে শিল্প মহল।
কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার
সীতারামন: কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করা হবে। জৈবকৃষির জন্য কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। ড্রোনের মাধ্যমে সার দেওয়া হবে। কৃষির জন্য স্টার্ট-আপ গড়ে তুলতে নাবার্ড অর্থ প্রদান করবে।
তৈলবীজের আমদানি কম করতে দেশে উত্পাদনের উপর জোর
সীতারামন: তৈলবীজের আমদানি কম করতে দেশে উত্পাদনের উপর জোর দেওয়া হবে।
রোপওয়ে পরিবহনের উপর জোর
সীতারামন: ২০২২-২৩ সালে ৬০ কিলোমিটারের রোপওয়ে তৈরির বরাত দেওয়া হবে। আটটি প্রকল্প হবে। যা উঁচু পার্বত্য এলাকায় গড়ে তোলা হবে। পিপিই মোডে হবে।
কৃষক এবং ছোটো ব্যবসায়ীদের জন্য 'এক স্টেশন, এক দ্রব্য' চালু করা হবে
সীতারামন: কৃষক এবং ছোটো ব্যবসায়ীদের সাহায্যের জন্য রেল এবং ডাক বিভাগ কাজ করবে। 'এক স্টেশন, এক দ্রব্য'-এর ধারণার প্রচার করা হবে। পরবর্তী তিন বছরে ৪০০ টি বন্দে ভারত ট্রেন তৈরি করা হবে। ১,০০০ প্রধানমন্ত্রী গতিশক্তি কার্গো টার্মিনাল গড়ে তোলা হবে। উপযুক্ত পরিমাণে মেট্রো তৈরি করা হবে।
স্বাধীনতার ৭৫ বছর থেকে ১০০ বছর পর্যন্ত অর্থনীতির লক্ষ্যে এই বাজেট : সীতারামন
সীতারামন: এই বাজেটে ভারতের স্বাধীনতার ৭৫ বছর থেকে ১০০ বছর পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের বিষয়ের উপর জোর দিয়েছে। যা 'অমৃতকাল'। পরবর্তী ২৫ বছরে দুটি সমান্তরাল উপায়ের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। একটি হল - পরিকাঠামোয় বেসরকারি বিনিয়োগ এবং সার্বিক ও ভবিষ্যতের দিকে তাকিয়ে বাজেট। সেই বাজেটে লাভবান হবেন মহিলা, তফসিলি জাতি, উপজাতিভুক্ত মানুষরা। বিনিয়োগের মাধ্যমে স্বাধীনতার ১০০ বছরে দেশকে শক্তিশালী করে তোলা হবে। 'সবকা প্রয়াস'-এর মাধ্যমে আমরা আর্থিক বৃদ্ধির পথে এগিয়ে যাব।
পরবর্তী ৫ বছরে ৬০ লাখ নয়া কর্মসংস্থানের লক্ষ্য: সীতারামন
সীতারামন: পরবর্তী পাঁচ বছরে ৬০ লাখ নয়া কর্মসংস্থানের লক্ষ্য নেওয়া হয়েছে।
২০১৪ সাল থেকে আমাদের সরকারের মূল লক্ষ্য ছিল মানুষের ক্ষমতায়ন: সীতারামন
সীতারামন: ২০১৪ সাল থেকে আমাদের সরকারের মূল লক্ষ্য ছিল মানুষের ক্ষমতায়ন। বিশেষত গরিব মানুষদের উপর জোর দেওয়া হয়েছে।
প্রত্যাশার চাপ, ভোট, অর্থনীতিকে বুস্টার ডোজ - বাজেট পেশ শুরু সীতারামনের
সংসদে বাজেট পেশ করতে শুরু করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বাজেটের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে বিভিন্ন মহল। একাধিক মহলের আশা, আয়করের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হতে পারে। তবে এবার কাজটা যথেষ্ট কঠিন হতে চলেছে সীতারামনের সামনে। একদিকে যেমন বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রেখে কীভাবে কর্মসংস্থান বাড়ানো যায়, নিম্ন ও মধ্যবিত্তের সমস্যার সমাধান করা যায়, অর্থনীতির পুনরুজ্জীবন করা যায়, সেইসব প্রশ্নের উত্তর দিতে হবে। সেইসঙ্গে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের দিকে তাকিয়ে বাজেটে বিশেষ ঘোষণা হতে পারে।
মাত খাবে চিনও, বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধির দেশ হওয়ার সুযোগ আছে ভারতের সামনে!
বাজেটের আগেরদিন আশার আলো দেখিয়েছে আর্থিক সমীক্ষা। সোমবার সংসদে পেশ করা আর্থিক সমীক্ষার রিপোর্টে দাবি করা হল, চিনকে টপকে ভারতের সামনে আবারও বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধির দেশ হয়ে ওঠার সুযোগ আছে। বিস্তারিত পড়ুন এখানে।
Budget 2022: বাজেট পেশের হাইভোল্টেজ দিনে সিল্কের শাড়িতে দাপটে সংসদে প্রবেশ নির্মলার
হ্যান্ডলুমের শাড়ির প্রতি যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের আলাদা করে আকর্ষণ রয়েছে, তা সকলেরই জানা! সিল্কের শাড়ি যে অর্থমন্ত্রীর একেবারেই না পসন্দ , তা নয়! তবে তাঁর বাছাই করা সিল্কের শাড়ির মধ্যেও দেখা যায়, প্রান্তিক হস্তশিল্পের কারুকার্যের ছোঁয়া। এদিকে, ২০২২ বাজেট পেশের হাইভোল্টেজ দিনে নিজের চেনা লুক নিয়ে দাপটের সঙ্গে সংসদে পা রাখলেন নির্মলা সীতারমান। – বিস্তারিত পড়ুন এখানে।
বাজেটে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
শেষ হয়ে গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। বাজেটে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
আয়করে কি ছাড় মিলবে? কখন, কোথায় অনলাইনে সরাসরি দেখবেন সীতারামনের বাজেট?
আয়করে কি ছাড় মিলবে? কখন, কোথায় অনলাইনে সরাসরি দেখবেন সীতারামনের বাজেট? – দেখে নিন এখানে।
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের জন্য পৌঁছে গেলেন মোদী
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের জন্য পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে বৈঠকের পর বাজেট পেশ করা হবে।
২০২০ সালের বাজেটে একটি নয়া আয়কর কাঠামো চালু করা হয়েছিল
আজ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যিনি ২০২০ সালের বাজেটে একটি নয়া আয়কর কাঠামো চালু করেন। তা অবশ্য বাধ্যতামূলক করা হয়নি। একাংশের ধারণা, এবারের বাজেটে আয়করের হারের হেরফের হতে পারে। করবিহীন আয়ের সর্বোচ্চসীমা বাড়ানোর আশাও করছেন অনেক।
বাজেট পেশ করতে সংসদে পৌঁছালেন সীতারামন
সংসদ ভবনে পৌঁছে গেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকাল ১১ টা থেকে বাজেট পেশ করবেন তিনি।
বাজেটের আগে উঠছে শেয়ার বাজার
বাজেটের আগে উঠছে শেয়ার বাজার। ৭০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স। ১৭,৫০০-র গণ্ডি ছাড়াল নিফটি ৫০।
বাজেট পেশের আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সীতারামনের
বাজট পেশের আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা এবং দুই রাষ্ট্রমন্ত্রী ভগবত কিষানরাও কারাড ও পঙ্কজ চৌধুরী।
কী কী ঘোষণা হবে? ট্যাব বন্দি করে নর্থ ব্লক ছাড়লেন সীতারামন
বাজেটে কী কী ঘোষণা করা হবে? তা রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ট্যাবে।
বাজেটে কোন বিষয়গুলির উপর বিশেষ নজর থাকবে?
প্রথমত, পাঁচটি রাজ্যের বিধানসভা ভোট। দ্বিতীয়ত, করোনাভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রনকে নিয়ে উদ্বেগ। তৃতীয়ত, আর্থিক বৃদ্ধি। চতুর্থত, রাজকোষ ঘাটতি নিয়ন্ত্রণে রাখা। মূলধনী খাতে ব্যয়ের দিকে নজর দেওয়া। পঞ্চমত, আয়কর সংক্রান্ত কোনও ঘোষণা। ষষ্ঠত, কর্মসংস্থান বাড়ানো।
নর্থ ব্লক ছাড়লেন সীতারামন, চিরাচরিত ‘বই খাতা’-র পরিবর্তে ট্যাবেই বাজেট পড়বেন সীতারামন
নর্থ ব্লকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অফিস ছেড়ে বেরিয়ে গেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চিরাচরিত ‘বই খাতার’ পরিবর্তে ট্যাব থেকেই বাজেট পড়বেন তিনি। গতবারও ট্যাব থেকেই পড়েছিলেন।
বাজারে আগে ৫০০ পয়েন্ট উঠল সেনসেক্স, ১৭,৫০০-র কাছে নিফটি
বাজেটের আগে ঊর্ধ্বমুখী হল শেয়ার বাজার। মঙ্গলবার সকালে বাজার খোলার সময় ৫০০ পয়েন্ট উঠল সেনসেক্স। নিফটি ৫০ পৌঁছে গিয়েছে ১৭,৫০০ পয়েন্টের কাছে।
Union Budget 2022: হাসপাতালে বিলের অঙ্ক কি কমতে পারে? বাজেটে কি কমবে ওষুধের দাম? অপেক্ষায় অনেকেই
গত দুই বছর পৃথিবীর অন্যান্য দেশের মতো ভারত জোর দিয়েছে স্বাস্থ্যক্ষেত্রের উপর। দেশের স্বাস্থ্যব্যবস্থার হাল যে মোটেই ভালো নয়, তা প্রমাণ হয়ে গিয়েছে করোনাকালে। ২০২১-২২ অর্থবর্ষে তাই স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ বেড়েছিল ১৩৭%। সব মিলিয়ে ২,২৩,৮৪৬ কোটি টাকা, যা জিডিপি-র মাত্র ১.৮%। এই বছর দেশের স্বাস্থ্য মহল দাবি করেছে, এই বরাদ্দ যেন কম করে ২.৫% থেকে তিন শতাংশ বাড়ানো হয়। বিস্তারিত পড়ুন এখানে।
Budget 2022: এই ৭টিই হতে পারে বাজেটের বাউন্সার, খেলতে পারবেন নির্মলা?
বাজেটে আয়কর কাঠামোয় কি পরিবর্তন হবে? 80C-তে কি আরও ছাড় থাকবে? এমন অসংখ্য প্রশ্ন চাকরিজীবীদের মনে। একইভাবে কৃষকদের মনেও বাজেট সংক্রান্ত নানা প্রশ্ন রয়েছে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধিতে অর্থের বরাদ্দ বাড়বে? বাজেটে সার, বীজ, ফসল বিমা বা আয় বাড়ানোর জন্য কোনও নতুন পরিকল্পনা থাকবে? কিন্তু, এই প্রশ্ন এবং জনগণের প্রত্যাশার মধ্যে, সরকারের অন্য চ্যালেঞ্জ রয়েছে। – বিস্তারিত পড়ুন এখানে।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অফিসে পৌঁছালেন সীতারামন
নর্থ ব্লকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে পৌঁছে গেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
বাজেট ২০২২: পরিকাঠামো ক্ষেত্রে বাড়তি জোর দেওয়া হতে পারে
অর্থনীতিবিদদের আশা, বাজেটে পরিকাঠামো ক্ষেত্রে বাড়তি জোর দেবেন কেন্দ্রীয় মন্ত্রী। করোনার ধাক্কা যে ক্ষেত্রগুলির উপর পড়েছিল, তাতে বাড়তি নজর দেওয়া হবে।
আজ বাজেট পেশ করতে চলেছেন সীতারামন
আজ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে তিনি কী ঘোষণা করেন, সেদিকেই নজর আছে শিল্প, কৃষি মহল থেকে শুরু করে আমজনতার। করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে অর্থনীতি ছন্দে ফিরতে শুরু করলেও এখনও পুরোপুরি ক্ষতের নিরাময় হয়নি। রুটি-রোজগার আঘাত এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির মধ্যে নাভিঃশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যবিত্তের। সেইসব সমস্যার সুরাহাও করতে হবে সীতারামনকে। করবিহীন আয়ের সীমা বাড়ানো হতে পারে বলেও আশা করে আছেন অনেকে। পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের দিকে তাকিয়ে কৃষকদেরও মন পাওয়ার চেষ্টা করতে পারেন সীতারামন।