ক্রিপ্টোকারেন্সি থেকে কত আয় হয়েছে? তা দেখানোর জন্য আগামী অর্থবর্ষ (২০২২-২৩) থেকে আয়কর রিটার্ন ফর্মে একটি পৃথক স্তম্ভ থাকবে। এমনই জানিয়েছেন কেন্দ্রীয় রাজস্ব সচিব তরুণ বাজাজ। তিনি বলেন, ‘পরের বছর আয়কর রিটার্ন ফর্মে ক্রিপ্টোর জন্য একটি পৃথক স্তম্ভ থাকবে। আপনাকে সেখান থেকে (আয়) দেখাতে হবে।’
ভারতে সম্প্রতি ক্রিপ্টোকারেন্সির বাজারের বহর বেড়েছে। সেই পরিস্থিতিতে এবারের বাজেটে ডিজিটাল সম্পদের লেনদেনের উপর ৩০ শতাংশ কর ধার্য করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে বাজেট পরবর্তী সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, 'ক্রিপ্টো দুনিয়ার যাঁরা মুনাফা লাভ করছেন, তাঁদের থেকে কর নেওয়া হবে। তাঁদের উপর কর ধার্য করার জন্য কোনও আইনের প্রয়োজন নেই।'
সেই ঘোষণার প্রেক্ষিতে সংবাদসংস্থা পিটিআইকে কেন্দ্রীয় রাজস্ব সচিব বলেন, ‘এটা বরাবরই করযোগ্য ছিল। আমি বলছি না যে এটা নয়া কর নয়। আমি করের ক্ষেত্রে নিশ্চয়তার বিষয়টা বলছি। এখন আপনি যদি আয়কর রিটার্ন ফাইলের ফর্ম ক্রিপ্টোর বিষয়ে উল্লেখ করেন, তাহলে একটি পৃথক জায়গা আছে। তাতে ৩০ শতাংশ কর ধার্য করা হবে।’
কেন্দ্রীয় রাজস্ব সচিবের বক্তব্য, বাজেটে যে ঘোষণা করা হয়েছে, তাতে বার্তা ছিল যে ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রেও এবার কর দিতে হবে। আপাতত করদাতাদের একাংশ ক্রিপ্টো থেকে যে আয় হয়, তা আয়কর রিটার্ন দাখিলের সময় উল্লেখ করে দেন। কিন্তু অনেকেই সেটা করেন না। তাঁরা এড়িয়ে যান। বাজেটে যে ঘোষণা করা হয়েছে, তার ফলে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন সংক্রান্ত তথ্য সরাসরি আয়কর দফতরের কাছে পৌঁছে যাবে।
তারইমধ্যে বুধবার কেন্দ্রীয় অর্থসচিব টিবি সোমনাথান জানিয়েছেন, বিটকয়েন, ইথেরিয়াম বা নন-ফানজিবেল টোকেনের (এনএফটি) মতো ক্রিপ্টোকারেন্সি কখনও স্বীকৃত মুদ্রার তকমা পাবে না। তিনি বলেন, 'আরবিআই (রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) যে ডিজিটাল রুপি জারি করবে, তা স্বীকৃত মুদ্রা হবে। বাকি কোনও কিছু স্বীকৃত মুদ্রা নয়, কখনও স্বীকৃত মুদ্রা হবে না।' সঙ্গে তিনি বলেন, 'কখনও স্বীকৃত মুদ্রা হবে না বিটকয়েন, ইথেরিয়াম বা নন-ফানজিবেল টোকেন (এনএফটি)।'