হ্যান্ডলুমের শাড়ির প্রতি যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের আলাদা করে আকর্ষণ রয়েছে, তা সকলেরই জানা! সিল্কের শাড়ি যে অর্থমন্ত্রীর একেবারেই না পসন্দ , তা নয়! তবে তাঁর বাছাই করা সিল্কের শাড়ির মধ্যেও দেখা যায়, প্রান্তিক হস্তশিল্পের কারুকার্যের ছোঁয়া। এদিকে, ২০২২ বাজেট পেশের হাইভোল্টেজ দিনে নিজের চেনা লুক নিয়ে দাপটের সঙ্গে সংসদে পা রাখলেন নির্মলা সীতারমান। মঙ্গলবার চেনা লুকের সিল্কের শাড়ির লুকেউ ফিরে গেলেন নির্মলা সীতারমান।
বাজেট ২০২২ ঘিরে ইতিমধ্যেই চড়েছে উত্তেজনার পারদ। তারই মাঝে, এদিন সকালেই নির্দিষ্ট সময়ে সংসদে প্রবেশ করলেন নির্মলা সীতারমন। গত বছর তাঁর পরে বাজেটের দিন ছিল গাঢ় লাল রঙের পচমপল্লী শাড়ি। উল্লেখ্য, অন্ধ্র প্রদেশ ও ওড়িশা সীমান্তের পচমপল্লী গ্রামে এক বিশেষ রীতিতে এই শাড়ি তৈরি হয়। ভারতের বয়নশিল্পে এক অনন্য ঐতিহ্য বহন করে এই পচমপল্লী শাড়ি। শাড়ির বিশেষত্ব কাপড়ের জমি। যেখানে আলাদা করে নজর কাড়ে ইক্কতের কাজ। তবে এই বছর নির্মলা সীতারামন বেছে নিয়েছেন সিল্কের শাড়িকেই। রাস্ট রঙের এই শাড়িতে আজ বাজেট পেশ করতে চলেছেন সীতারামন।
উল্লেখ্য, মঙ্গলবারের হাইভোল্টেজ বাজেট ঘিরে রীতিমতো আশা প্রত্যাশার দোলাচলে গোটা দেশ। ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এই ভোট ঘিরে রীতিমতো নজর রয়েছে বাণিজ্যমহল থেকে শুরু করে রাজনৈতিক মহলের। কার্যত আজ দিনের ফোকাসে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সকাল থেকেই তাঁর বাজেট-লুক নিয়েও চর্চা কম হয়নি। আপাতত দেশবাসীর অপেক্ষা এদিনের বাজেট ঘিরে। করোনা আবহে দেশের অর্থনীতি চাঙ্গা করতে নির্মলা সীতারামন কোন কোন পদক্ষেপ নেন তার দিকে তাকিয়ে গোটা দেশ।