বাংলা নিউজ > ঘরে বাইরে > Budget 2022: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা, NPS-র ক্ষেত্রে বাড়ানো হল কর ছাড়ের হার

Budget 2022: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা, NPS-র ক্ষেত্রে বাড়ানো হল কর ছাড়ের হার

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য কর ছাড়ে সমতা আনতে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের।

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য কর ছাড়ে সমতা আনতে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। এদিন বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, রাজ্য ও কেন্দ্র, দুই ক্ষেত্রেই এবার কর ছাড় ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করা হল।

সীতারমন বলেন, ‘ন্যাশনাল পেনশন সিস্টেমের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের একই স্তরের আওতায় আনা হবে। আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৪ শতাংশ টাকা দেয় কেন্দ্র। রাজ্যের ক্ষেত্রে ১০ শতাংশ দেওয়া হয়। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের সামাজিক সুরক্ষা সুবিধা নেওয়ার ক্ষেত্রে সহায়তার জন্য ট্যাক্সস ডিডাকশন সীমা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করা হচ্ছে।’

এদিকে অর্থমন্ত্রী এদিন ঘোষণা করেন, কোঅপারেটিভ সোসাইটির কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হল। পাশাপাশি করপোরেট ট্যাক্স ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হল। সীতারমন বলেন, ‘কো-অপারেটিভ সোসাইটির ক্ষেত্রে সারচার্জ ১২ শতাংশ কমিয়ে ৭ শতাংশ (এক কোটি টাকা থেকে ১০ কোটি টাকা আয়) করা হবে। কর কমিয়ে ১৮ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হচ্ছে। সীতারামন: বিশেষভাবে সমক্ষ মানুষের জন্য কর ছাড়।’

এদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিন আরও বলেন, ‘প্রত্যক্ষ কর প্রদান পরিষেবার প্রক্রিয়া আরও সরল করা হবে।’ অর্থমন্ত্রী জানান, অ্যাসেসমেন্ট ইয়ার থেকে দু’বছর পর্যন্ত রিন্টার্ন ফাইলের ভুল থেকে থাকলে তা এবার থেকে শোধরানোর সুযোগ পাবেন করদাতারা। সেক্ষেত্রে আপডেটেড রিন্টার্ন ফাইল করা যাবে।

 

বন্ধ করুন