বাংলা নিউজ > ঘরে বাইরে > Budget 2022: নজরে সংখ্যালঘু উন্নয়ন, নকভির মন্ত্রকের জন্য বাজেটে বরাদ্দ বেড়ে ৫০২০ কোটি

Budget 2022: নজরে সংখ্যালঘু উন্নয়ন, নকভির মন্ত্রকের জন্য বাজেটে বরাদ্দ বেড়ে ৫০২০ কোটি

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন  (Bloomberg)

সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নকভি ২০২২-২৩ অর্থবর্ষের জন্য প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছেন। 

মঙ্গলবারে পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে ২০২২-২৩ অর্থবর্ষে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের জন্য ৫০২০.৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগের অর্থবছরের পরিসংখ্যানের চেয়ে আগামী বর্ষের বরাদ্দ ৬৭৪.০৫ টাকা কোটি বেশি। এর আগের বছর বাজেটে প্রস্তাবিত অর্থের তুলনায় ৪৬৪ কোটি টাকা কম বরাদ্দ হয়েছিল সংশোধনের পরে। সেই সংশোধিত পরিমাণের থেকে এবার ৬৭৪.০৫ টাকা কোটি বেশি বরাদ্দ করা হল বাজেটে।

বাজেট নথি ঘেঁটে দেখা গিয়েছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ২০২২-২৩ আর্থিক বছরের জন্য উপস্থাপিত বাজেটে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রককে ৫০২০.৫০ কোটি বরাদ্দ করার প্রস্তাব করা হয়েছে। এর আগে ২০২১-২২ আর্থিক বছরে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের জন্য বাজেটে অনুমান বরাদ্দ ছিল ৪৮১০.৭৭ কোটি এবং পরে সংশোধিত বরাদ্দ ছিল ৪৩৪৬.৪৫ কোটি টাকা। 

আগামী অর্থবর্ষের জন্য বাজেটে মন্ত্রকের কাছে প্রস্তাবিত বরাদ্দের মধ্যে, ১৪২৫ কোটি টাকা প্রাক-ম্যাট্রিক বৃত্তি প্রকল্পের জন্য এবং ৫১৫ কোটি পোস্ট-ম্যাট্রিক বৃত্তির জন্য বরাদ্দ করা হয়েছে। এদিকে সংখ্যালঘুদের দক্ষতা উন্নয়ন এবং জীবিকার উদ্যোগের জন্য ৪৯১ কোটির বেশি বরাদ্দ করা হয়েছে। এই আবহে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নকভি ২০২২-২৩ অর্থবর্ষের জন্য প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে এই বাজেট কোভিড মহামারীর মধ্যে স্ব-নির্ভর ভারতের উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবে। নকভি বলেন, ‘করোনার জেরে গোটা বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে এই সময়কালেও প্রস্তাবিত কেন্দ্রীয় বাজেট ‘আত্মনির্ভর ভারত’-এর মাধ্যমে দেশের উন্নয়নকে নিশ্চিত করবে।’

বন্ধ করুন