বাংলা নিউজ > ঘরে বাইরে > Budget 2022: কোন কোন জিনিসের দাম কমছে, বাড়ছে কোন দ্রব্যের দাম?

বাজেটে একাধিক ক্ষেত্রে আমদানি শুল্ক হ্রাসের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই পরিস্থিতিতে কয়েকটি সামগ্রীর দাম বাড়তে চলেছে, কয়েকটি সামগ্রীর আবার কমতে চলেছে। একনজরে দেখে নিন, কোন কোন জিনিসের দাম কমছে, কোন কোন জিনিসের দাম বাড়ছে -

দাম কমছে

১) পোশাক।

২) হিরে।

৩) গ্রহরত্ন

৪) মোবাইল ফোনের ক্যামেরার লেনস।

৫) মোবাইল ফোনের চার্জার

৬) কোকোয়া বিনস

৭) পেট্রোলিয়াম দ্রব্যের জন্য প্রয়োজনীয় রাসায়নিক

৮) ইস্পাতজাত দ্রব্যের স্ক্র্যাপ

৯) মিথাইল অ্যালকোহল

১০) চিংড়ি চাষের কয়েকটি সরঞ্জাম

দাম বাড়ছে

১) ছাতা।

২) আমদানি করা ইমিটেশন জুয়েলারি।

৩) সিঙ্গল বা মাল্টিপেল লাউডস্পিকার।

৪) হেডফোন ও ইয়ারফোন।

৫) সোলার সেল।

৬) এক্স-রে মেশিন।

৭) বৈদ্যুতিক খেলনার সরঞ্জাম।

৮) সোলার মডিউলস।

বাজেট (Budget 2022) সংক্রান্ত যাবতীয় খবর দেখতে ক্লিক করুন এখানে

তারইমধ্যে এবার মধ্যবিত্তদের হাতে নগদের জোগানোর কোনও পথ বাতলে দিতে পারেননি সীতারামন। প্রবল প্রত্যাশা সত্ত্বেও আয়কর কাঠামোর কোনও হেরফের করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী।এদিকে রিটার্ন ফাইলের পরও ভুল সংশোধনের জন্য ২ বছর মিলবে বলে জানান সীতারামন। এদিন বাজেট পেশের সময় সীতারমন বলেন, ‘আয়কর রিটার্নে সময় ভুল হয়ে থাকলে তা শোধরানোর জন্য করদাতাদের বাড়তি সময় দেওয়া হবে এই অর্থবর্ষ থেকে। ২০২২-২৩ অর্থবর্ষ থেকে করদাতারা সংশ্লিষ্ট অ্যাসেসমেন্ট ইয়ারের দু'বছরের মধ্যে (বছর শেষের ২ বছরের মধ্যে) সংশোধিত রিটার্ন ফাইল করতে পারবেন। এর ফলে করদাতাদের রিটার্ন ফাইল করার প্রক্রিয়া সরল হবে। মামলার ঝঞ্জাট কমবে।’

বন্ধ করুন