বাংলা নিউজ > ঘরে বাইরে > আয়করে কি ছাড় মিলবে? কখন, কোথায় অনলাইনে সরাসরি দেখবেন সীতারামনের বাজেট?

আয়করে কি ছাড় মিলবে? কখন, কোথায় অনলাইনে সরাসরি দেখবেন সীতারামনের বাজেট?

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। (PTI)

২০২০ সালে প্রায় ১৬০ মিনিটের বাজেট ভাষণ দিয়েছিলেন সীতারামন।

আজ (মঙ্গলবার) পেশ করা হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। অর্থনীতির পুনরুজ্জীবন এবং দেশবাসীর সমস্যার সুরাহা কীভাবে করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেদিকেই তাকিয়ে আছে বিভিন্ন মহল। বিশেষত আয়কর সংক্রান্ত কিছু ছাড় দেওয়া হতে পারে বলে একটি মহলের তরফে আশা করা হচ্ছে। কীভাবে সেই বাজেট দেখবেন, তা জেনে নিন -

1

কখন বাজেট পেশ করা হবে? মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 

2

কতক্ষণ বাজেট পেশ করা হবে? সাধারণত ৯০ থেকে ১২০ মিনিট বাজেট পেশ করা হয়। যদিও ২০১৯ সালে নিজের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছিলেন সীতারামন। দু'ঘণ্টা ১৫ মিনিটের বাজেট ভাষণ দিয়েছিলেন। পরের বছর সেই রেকর্ডও ভেঙে দেন। ২০২০ সালে প্রায় ১৬০ মিনিটের বাজেট ভাষণ দিয়েছিলেন সীতারামন।

3

কোথায় বাজেট ২০২২ দেখবেন? 'Sansad TV'-তে সরাসরি সম্প্রচারিত হবে বাজেট ভাষণ। ইউটিউবেও তা সরাসরি দেখতে দেখতে পাবেন মানুষ। 

4

সরাসরি বাজেট বক্তৃতা 'হিন্দুস্তান টাইমস বাংলা'-র ফেসবুক পেজ এবং ইউটিউবে শুনতে পারবেন। বাজেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য নজর রাখুন 'হিন্দুস্তান টাইমস বাংলা'-র পোর্টালে। 

5

'হিন্দুস্তান টাইমস বাংলা'-য় বাজেটের সব আপডেট দেখুন এখানে

বন্ধ করুন