বুধবার বাজেট পেশের সময় নির্মলা সীতারমন ঘোষণা করেন, আগামী ৩ বছরে দেশের ৭৪০ টি একলব্য স্কুলে ৩৮,৮০০০ শিক্ষক ও সহায়ক কর্মচারী নিয়োগ হবে। বর্তমানে ৩.৫ লাখ আদিবাসী পড়ুয়া এই স্কুলগুলিতে পড়ছে। ‘
1/5বাজেট ২০২৩-এ শিক্ষক নিয়োগের বড়সড় ঘোষণা উঠে এল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের তরফে। আর দেশের একলব্য স্কুলগুলিতে এই বিশেষ নিয়োগের ঘোষণা উঠে এসেছে। প্রসঙ্গত, ২০১৮ সালে আদিবাসী অধ্যুষিত এলাকায় এই স্কুল খোলার ঘোষণা করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই নিরিখে বলা যায়, যে স্বপ্নের বীজ অরুণ জেটলি বুনেছিলেন, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার বড় পদক্ষেপ করলেন নির্মলা সীতারমন। (PTI Photo/Manvender Vashist Lav) (PTI)
2/5বুধবার বাজেট পেশের সময় নির্মলা সীতারমন ঘোষণা করেন, আগামী ৩ বছরে দেশের ৭৪০ টি একলব্য স্কুলে ৩৮,৮০০০ শিক্ষক ও সহায়ক কর্মচারী নিয়োগ হবে। বর্তমানে ৩.৫ লাখ আদিবাসী পড়ুয়া এই স্কুলগুলিতে পড়ছে। ‘একলব্য মডেল আদিবাসী বিদ্যালয়’ বা EMRS মডেল স্কুলের খাতে বাজেটে ১৪১৮.০৪ কোটি টাকা থেকে ব্যয় বরাদ্দ বাড়ানো হয়েছে। ৫৮১.৯৬ কোটির বৃদ্ধি ঘটানো হয়েছে এই খাতের ব্যয় বরাদ্দে। (PTI Photo/Manvender Vashist Lav) (PTI)
3/5শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘোষণা- এছাড়াও বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানিয়েছেন, স্থাপিত হবে রাষ্ট্রীয় ডিজিটাল পুস্তকালয়, এছাড়াও রাজ্যগুলিতেও স্থাপনা করা হবে আলাদা লাইব্রেরি। এবারের বাজেটে যে ৭ টি প্রাথমিক বিষয় রয়েছে তার মধ্যে ইনফ্রা, গ্রিন গ্রোথ, ফিনান্সিয়াল সেক্টর, ইউথ পাওয়ারের ঘোষণা করা হয়েছে। (PTI)
4/5খুলছে বহু নার্সিং কলেজ- ২০২৩-২৪ বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, দেশের বিভিন্ন প্রান্তে খোলা হবে বহু নার্সিং কলেজ। নতুন করে ১৫৭ টি নার্সিং কলেজ খোলা হতে চলেছে। ২০১৪ সালে যে ১৫৭ টি মেডিক্যাল কলেজ সেখানেই এগুলি স্থাপিত হবে। (PTI)