বাজেট ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাজ্যের রাজধানীতে বা গুরুত্বপূর্ণ পর্য়টন কেন্দ্রে ইউনিটি মল বা একতা মল স্থাপনের প্রস্তাব দিয়েছেন। যে মলে বিক্রি হবে এলাকার শিল্পীদের তৈরি সামগ্রী, হস্তশিল্প বা অন্যান্য জিআই সামগ্রী। তবে এই মলে ধরন-ধারণ নিয়ে কী হবে ? মল বলতে যেমনটা বোঝায় একতা মল কী তেমনই কিছু হবে? তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।
ইউনিটি মল বা একতা মল কী?
বাজেট ভাষণে অর্থমন্ত্রী এই মলের সম্পর্কে স্পষ্ট কোনও ধারনা দেননি। তবে কী ধরনের জিনিস একতা মলে বিক্রি হবে তা জানিয়েছেন। তাঁর কথায়, 'ওই মলে রাজ্যের নিজস্ব ওডিওপি (ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান প্রোডাক্ট বা এক জেলা এক পণ্য), জিআই পণ্য এবং অন্যান্য হস্তশিল্পের প্রচার ও বিক্রি হবে। অন্য রাজ্যের এই ধরনের পণ্যের জন্যও ওই মলে জায়গা দিতে হবে।
প্রসঙ্গত, বর্তমানে গুজরাটের কেভাদিয়ার একতা নগরে ‘স্ট্যাচু অফ ইউনিটি’র কাছে এই ধরনের একটি একতা মল আছে। একতা মলে ভারতের বিভিন্ন রাজ্যের হস্তশিল্পের শোরুম রয়েছে। ৩৫ হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত দ্বিতল এই মলে ২০ টি টেক্সটাইল এবং হস্তশিল্প এম্পোরিয়াম রয়েছে।
ওডিওপি কী?
'ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান প্রোডাক্ট' বা এক জেলা এক পণ্য হল সরকারের একটি উদ্যোগ, যার লক্ষ্য আঞ্চলিক পণ্যগুলিকে আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। এর পাশাপাশি যাঁরা এই পণ্য উৎপাদন করেন তাঁদের মূলধন প্রদান করা। এই প্রকল্পের অধীনে, রাজ্য একটি জেলার প্রধান পণ্যটিকে চিহ্নিত করে এবং তারপরে সেটির প্রক্রিয়াকরণ, সংরক্ষণ বা গুদামজাতকরণ এবং বিপণনের জন্য সহায়তা প্রদান করে।
এই পণ্যের মধ্যে পচনশীল কৃষিজাত পণ্য, খাদ্যশস্য-ভিত্তিক পণ্য বা আম, আলু, মাংস এবং মৎস্যজাতীয় খাদ্য পণ্য হতে পারে। এই প্রকল্পটি ঐতিহ্যবাহী এবং উদ্ভাবনী পণ্যগুলি উৎপাদনে সহায়তা করে।
জিআই কী?
কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ (APEDA) অনুসারে, Ageographical Indication(GI) ট্যাগ একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় উৎপন্ন বিশেষ বৈশিষ্ট্য ও গুণাবলীর অধিকারী কৃষি, প্রাকৃতিক বা উৎপাদিত পণ্যগুলিতে দেওয়া হয়। এই ট্যাগ গ্যারান্টি দেয় যে, পণ্যটি সেই নির্দিষ্ট এলাকা থেকে আসছে। এটি আন্তর্জাতিক বাজারে এক ধরনের ট্রেডমার্ক।