Budget 2024 Gold Silver Price: দাম কমছে সোনা, রুপোর! সস্তা হবে প্ল্যাটিনাম? আমদানি শুল্কে কাটছাঁটের বড় ঘোষণা নির্মলার
Updated: 23 Jul 2024, 01:07 PM ISTUnion Budget 2025-25 Latest update On Gold and Sil... more
Union Budget 2025-25 Latest update On Gold and Silver Price: সোনা ও রুপোর আমদানি শুল্কে কাটছাঁট করা হয়েছে। সোনার আমদানি শুল্কে ৬ শতাংশ কমতি করা হয়েছে। একই শতাংশের কাটছাঁট রুপোর আমদানি শুল্কেও করা হয়েছে।
সোনা রুপোর মতো মূল্যবান ধাতুর দাম ক্রমেই দেশে হু হু করে বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষের জন্যই সুখবর শুনিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ২৩ জুলাই পেশ করেন বাজেট ২০২৪-২৫। এই অর্থবর্ষের জন্য দেশের অর্থনীতির রোডম্যাপ ঘিরে নির্মলার বাজেটে আসে নানান প্রস্তাব। তারই মধ্যে সোনা ও রুপোর দর নিয়ে এল সুখবর। (ছবি সৌজন্যে পিটিআই)
পরবর্তী ফটো গ্যালারি