টানা সপ্তম বার বাজেট পেশ করে, কর নিয়মে স্বস্তি দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বেতনভোগী ব্যক্তিদের জন্য আয়কর স্ল্যাব এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা পরিবর্তন করেছেন তিনি। আর এই ব্যক্তিগত ট্যাক্স স্ল্যাব এবং স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিবর্তন ব্যক্তিদের অনেক উপকার করবে বলেই দাবি অর্থমন্ত্রীর।এই নিয়ম কর্মীদের ১৭,৫০০ টাকা বাঁচাতে সাহায্য করবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এও বলেছেন যে ব্যক্তিগত ট্যাক্স স্ল্যাব পরিবর্তনের সঙ্গে সরকার ৭০০০ কোটি রাজস্বও ছেড়ে দেবে।
স্ট্যান্ডার্ড ডিডাকশন কী
সরকার স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০০০ টাকা করেছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন হল এমন একটি বিধান যার মাধ্যমে বেতনভোগী ব্যক্তি এবং পেনশনভোগীদের করযোগ্য আয়ে পৌঁছোনোর আগে তাদের মোট আয় থেকে একটি নির্দিষ্ট পরিমাণ কেটে নেওয়া হয়।
কীভাবে ১৭,৫০০ টাকা সাশ্রয় হবে
অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনা অনুসারে, প্রস্তাবিত পরিবর্তনের কারণে নতুন কর ব্যবস্থায় বেতনভোগী ব্যক্তিরা ১৭,৫০০ টাকা সাশ্রয় করবেন। এগুলো ছাড়াও আরও কিছু পরিবর্তন করা হচ্ছে বলেও ২৩ জুলাই বাজেট অধিবেশনে ভাষণ দেওয়ার সময় নির্মলা সীতারমন জানিয়েছিলেন।
আরও পড়ুন: (কংগ্রেস সাংসদকে ‘স্টুপিড’ সম্বোধন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, সংসদে তোলপাড় কাণ্ড)
কত আয় করলে কত টাকা কর
- ৩ লক্ষের কম আয়কারী বেতনভোগী ব্যক্তিদের কর দিতে হবে না। ৩ লক্ষ থেকে ৬ লক্ষের স্ল্যাব পরিবর্তন করে ৩ লক্ষ থেকে ৭ লক্ষ করা হয়েছে। এই স্ল্যাবে করের হার, ৫ শতাংশ, অর্থাৎ একই রয়ে গিয়েছে।
- ৭ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা আয় করলে ১০ শতাংশ কর প্রযোজ্য।
- ১০ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা আয় করলে ১৫ শতাংশ কর দিতে হবে।
- ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ আয় করলে ২০ শতাংশ কর দিতে হবে।
- ১৫ লক্ষের বেশি আয় করলে ৩০ শতাংশ কর দিতে হবে।
এদিন ঠিক কী কী বলেছেন অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী সীতারামন তাঁর বাজেট উপস্থাপনে আরও বলেছিলেন, আমি আয়কর আইন ১৯৬১-এর একটি বিস্তৃত পর্যালোচনা ঘোষণা করছি। এটি বিরোধ এবং মামলা-মোকদ্দমা কমিয়ে দেবে। এই পর্যালোচনা ৬ মাসের মধ্যে সম্পূর্ণ করার প্রস্তাব রাখা হচ্ছে।
অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট প্রস্তাব অনুসারে সরকার বার্ষিক ৭,০০০ কোটি টাকা ছাড়বে। এ প্রসঙ্গে সীতারামনের দাবি, প্রায় ৩৭,০০০ কোটি টাকার রাজস্ব মুনাফা বাদ দেওয়া হবে। প্রায় ৩০,০০০ কোটি টাকার রাজস্ব অতিরিক্ত সংগ্রহ করা হবে। এইভাবে, মোট বার্ষিক প্রায় ৭০০০ কোটি টাকার রাজস্বে ছাড় দেবে সরকার।