নির্মলা সীতারামনের বাজেটে ‘শুধুই’ বিহার। আজ শনিবার সকালে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অধিবেশনের শুরুতেই তখন উত্তাল হয় সংসদ। কুম্ভের ঘটনা নিয়ে সংসদে একদফা সুর চড়াল বিরোধি শিবির তথা ইন্ডিয়া জোট। কিন্তু তা শুনতে চাইলেন না অর্থমন্ত্রী। বরং ওই উত্তেজনাকে এড়িয়ে নিজের মন্ত্রীত্বকালের অষ্টম বাজেট পেশ করলেন তিনি। ২০২৪ সালে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। তারপর এই বাজেটেও বাংলা বঞ্চিত বলে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে এই বাজেটের জন্য তুলোধনা করলেন ডায়মন্ডহারবারের সাংসদ।
এদিকে চলতি বছরের বাজেটে ভরিয়ে দেওয়া হল বিহারকে। নীতীশ কুমারের রাজ্যকে একাধিক প্রকল্প উপহার দিয়েছে কেন্দ্রীয় সরকার। মাখানা বোর্ড থেকে বিমানবন্দর, বিহারে একের পর এক প্রকল্পের ঢেউ আছড়ে পড়ল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেট অনুযায়ী, ভোজ্য তেল এবং ডাল জাতীয় শস্যে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করবে ভারত। আর সেই ঘোষণার পরই বিহারের জন্য মাখানা বোর্ড তৈরির কথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই বাজেটকে ‘বিহার বাজেট’ বলে কটাক্ষ করলেন অভিষেক। ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, ‘বাংলা থেকে ১২জন বিজেপির সাংসদ রয়েছে। তারপরও বাংলা বঞ্চিত। এই নিয়ে বিজেপি সাংসদরা কিছু বললেন না। দীর্ঘদিন ধরে বঞ্চিত। আজও বঞ্চিত।’
আরও পড়ুন: মহারাষ্ট্রে শিশুদের মিড–ডে মিলে বন্ধ ডিম, কড়া আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
অন্যদিকে মাখানা বোর্ড তৈরির মাধ্যমে আখেড়ে বিহারের কৃষকদের সুবিধা করে দেবে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই দেশ–বিদেশে বেড়েছে মাখানার চাহিদা। তাই বিহারের নানা এলাকায় বেড়েছে মাখানার উৎপাদন। সেই বিক্ষিপ্ত উৎপাদকদের একছাতার তলায় আনতেই এই বোর্ড তৈরির ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী বলেন, ‘বাজেটে মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়া হবে। কৃষক, নারী, ক্ষুদ্রশিল্পে গুরুত্ব দেওয়া হবে। ৭০ শতাংশ মহিলা যাতে আর্থিক কাজের সঙ্গে যুক্ত থাকেন তাতে নজর দেওয়া হবে। আর্থিক বৃদ্ধিতে বিশ্বে প্রথমসারিতে দেশ। জিডিপির হারে ধাক্কার শঙ্কা খারিজ করে বিকশিত ভারত দারিদ্র শূন্য হবে। স্বাস্থ্য, শিক্ষা, মহিলা, কৃষক উপকৃত হবে।’ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘২০২৫ সালে যেহেতু বিহারে নির্বাচন আছে তাই বিহারের জন্য সবকিছু করা হয়েছে। এরা বাজেট করে নির্বাচনকে মাথায় রেখে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে করে না।’
আরও পড়ুন: ১২ লাখ পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও আয়কর, কেন্দ্রীয় বাজেটে ঘোষণা নির্মলার
এছাড়া শাঁপলা ফুলের বীজ থেকে তৈরি হয় মাখানা। আর বিহারে এই ফুলের চাষ হয় সবথেকে বেশি। তাই এখানের কৃষকদের উৎপাদনে এবং সঠিক দাম পেতে সুবিধা করে দিতেই এই বোর্ড তৈরির কথা জানালেন অর্থমন্ত্রী। বিহারে তৈরি হতে চলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজির রিসার্চ সেন্টার। সম্প্রসারিত করা হবে আইআইটি পাটনা। বিহারে গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির জন্য টাকা দেবে কেন্দ্রীয় সরকার। বিহারে নির্বাচন আছে বলেই বিহারবাসীর মন জয় করতে কার্যত বাজেটকে হাতিয়ার করল কেন্দ্র বলে মনে করা হচ্ছে। তাই অভিষেকের কথায়, ‘মধ্যবিত্তদের জন্য যে আয়কর ছাড়ের কথা বলা আছে সেখানে শর্ত আছে। কোথাও ১০ শতাংশ এবং ২০ শতাংশ বলা আছে। তাই আমাকে গোটা বাজেট পড়তে হবে। তারপর সবটা বলতে পারব।’