বাড়ি ভাড়ার ওপরে টিডিএস সীমা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। আজ বাজেট বক্তৃতার সময় এই সংক্রান্ত ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় বাজেট পেশের সময় নির্মলা জানান, এবার থেকে বাড়ি ভাড়ার ওপরে টিডিএস সীমা হবে ৬ লাখ টাকা। আগে এই সীমা ছিল ২.৪ লাখ টাকা। এর অর্থ, এবার বাড়ি ভাড়ার ওপরে টিডিএস সীমা একলাফে ৩ লাখ ৬০ হাজার টাকা বাড়ানো হয়েছে। এই আবহে এবার থেকে নাসিক ৫০ হাজার টাকা বেশি বাড়ি ভাড়ার ওপরেই টিডিএস কাটা হবে। (আরও পড়ুন: আয়করে 'বেসিক এক্সেম্পশন' বেড়েছে এবারের বাজেটে, জেনে নিন বিশদে)
আরও পড়ুন: ৮-১২ লাখ আয়ে কাটবে কর, পরি TDS রিফান্ডে ফিরবে টাকা? 'কনফিউজড' DMK MP
যে সব বাড়ির মালিকরা অল্প পরিমাণে ভাড়া বাবদ আয় করেন, তাদের ওপর থেকে টিডিএসের বোঝা কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বাজেট পেশের সময় অর্থমন্ত্রী বলেছেন যে ২০২৫ সালের বাজেটে টিডিএসের ব়্যাশনলাইজ করা হবে। এর ফলে করদাতারা অনেক স্বস্তি পাবেন। এদিকে প্রবীণ নাগরিকদের জন্য সুদের উপর ট্যাক্স ডিডাকশনের সীমা দ্বিগুণ করা হল। আগে এই সীমা ছিল ৫০ হাজার টাকা। তা দ্বিগুণ করে এবার ১ লাখ টাকা করা হচ্ছে। নির্মলা আজ আরও বলেছেন, ভাড়ার টিডিএস বাড়িয়ে ৬ লাখ টাকা করা হচ্ছে। (আরও পড়ুন: NPS বাৎসল্যে করছাড়ের ঘোষণা বাজেটে, কারা লাভ পাবেন এর?)
আরও পড়ুন: 'মধ্যবিত্তকে চিট করা হয়েছে', অঙ্ক কষে আয়কর সমীকরণ বোঝালেন TMC সাংসদ
এদিকে এবারের বাজেটে আয়কর নিয়ে অনেক প্রত্যাশা ছিল অনেকেরই। সেই প্রত্যাশা পূরণ করে বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম। আজ তিনি জানিয়ে দেন, ১২ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও আয়কর দিতে হবে না। এরই সঙ্গে হেরফের করা হয়েছে ট্যাক্স স্ল্যাবে। যুক্ত করা হল ২৫ শতাংশ আয়করের ‘স্ল্যাব’। এর ফলে মধ্যবিত্তের ওপর থেকে আয়করের বোঝা কিছুটা কমল বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেছেন, ‘নয়া যে আয়কর কাঠামোর ঘোষণা করা হল, তাতে মধ্যবিত্তের উপর থেকে করের বোঝা অনেকটা কমল। তাঁদের হাতে বেশি টাকা থাকবে। আর তার ফলে ঘরোয়া খরচ, সঞ্চয় এবং বিনিয়োগ বাড়বে।’
আরও পড়ুন: আয়কর স্ল্যাবে বদল, করদাতাদের 'লাভ' হবে ১১০০০০ টাকা পর্যন্ত!
নয়া স্ল্যাব অনুযায়ী, এবার ৪ লাখ টাকা পর্যন্ত আয়কর শূন্য। এরপর ৪ লাখ থেকে ৮ লাখে আয়কর ৫ শতাংশ। ৮ লাখ থেকে ১২ লাখে আয়কর ১০ শতাংশ। ১২ লাখ থেকে ১৬ লাখে আয়কর ১৫ শতাংশ। ১৬ লাখ থেকে ২০ লাখে আয়কর ২০ শতাংশ। ২০ থেকে ২৪ লাখে আয়কর ২৫ শতাংশ এবং ২৪ লাখের ওপরে আয়কর ৩০ শতাংশ।