বাংলা নিউজ > ঘরে বাইরে > Bullet Train: ভারতের প্রথম বুলেট ট্রেনের কাজ কতটা এগিয়েছে? জানাল রেলমন্ত্রক

Bullet Train: ভারতের প্রথম বুলেট ট্রেনের কাজ কতটা এগিয়েছে? জানাল রেলমন্ত্রক

বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলছে। রেলমন্ত্রক। 

মুম্বই আমেদাবাদ রুটটি হল দেশের একমাত্র হাইস্পিড রেল প্রকল্প। এই প্রজেক্টটি বাস্তবে রূপায়ণের ক্ষেত্রে জাপানি সংস্থা সহায়তা করছে। জেনে নিন কাজ কতটা এগিয়েছে। 

সিং রাহুল সুনীলকুমার

মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পটি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। রেলমন্ত্রী জানিয়েছেন, ২৬ শতাংশ কাজ এখনও পর্যন্ত হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্য়ে এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল। তিনি টুইটারে এনিয়ে এই রেল প্রকল্পের অগ্রগতির কথা জানিয়েছেন।

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৬.৩৩ শতাংশ অগ্রগতি হয়েছে। মহারাষ্ট্রের সব মিলিয়ে ১৩.৭২ শতাংশ কাজ করেছে। অন্য়দিকে গুজরাটে সিভিল ওয়ার্কের ৫২ শতাংশের বেশি কাজ করা হয়েছে। সব মিলিয়ে এই প্রকল্পের কাজ হয়েছে ৩৬. ৯৩ শতাংশ।

রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২৫৭.০৬ কিমি পাইলিং ওয়ার্ক হয়েছে। ৩৭.৬৪ কিমি গার্ডারের কাজ করা হয়েছে। এই প্রকল্পের জন্য় এখনও পর্যন্ত প্রায় ৮০০০ গাছ অন্য জায়গা থেকে এনে বসানো হয়েছে। ৮৩,৬৯৯ গাছের চারা বসানো হয়েছে।

এবার এই প্রকল্পের সঙ্গে জড়িয়ে থাকা ৫টি পয়েন্ট একবার দেখে নেওয়া যাক।

১) মুম্বই আমেদাবাদ রুটটি হল দেশের একমাত্র হাইস্পিড রেল প্রকল্প। এই প্রজেক্টটি বাস্তবে রূপায়ণের ক্ষেত্রে জাপানি সংস্থা সহায়তা করছে।

২) অপারেশনাল প্ল্যান অনুসারে এই রুটে প্রতি ঘণ্টায় ৩২০ কিমি বেগে ট্রেন যাবে। ৫০৮ কিমি পথ পেরবে এই বুলেট ট্রেন। সব মিলিয়ে ১২টি স্টেশন থাকবে। একমুখী ৩৫টি ট্রেন থাকবে প্রতিদিন। পিক আওয়ার্সে প্রতি ২০ মিনিটে একটি করে ট্রেন থাকবে। নন পিক আওয়ার্সে ৩০ মিনিট অন্তর ট্রেন থাকবে।

৩) এক ঘণ্টা ৫৮ মিনিটে গোটা রাস্তা পেরবে। এদিকে প্রচন্ড জোরে ট্রেনটি চলবে। তীব্র শব্দও হতে পারে। সেকারণে বিশেষ ধরনের ব্যবস্থা করা হচ্ছে। তবে এতে যাতে যাত্রীদের দেখতে সমস্যা না হয় সেটাও দেখা হচ্ছে।

৪) এই প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হচ্ছে ১,১০.০০০ কোটি টাকা।

৫) বারানসী ও দিল্লির মধ্য়েও এই ধরনের অপর একটি প্রকল্প তৈরির চেষ্টা চলছে। তবে সেটা কতটা ঠিকঠাক হবে সেটা দেখা হচ্ছে। এই রুটের বাঁক যতটা সম্ভব কমানোর চেষ্টা করা হবে।

এর মধ্য়ে মোটামুটি ১৩টা স্টেশন থাকবে। মোট দূরত্ব ৯৮৫ কিমি। দিল্লি, নয়ডা, জেওয়ার এয়ারপোর্ট, আগ্রা, মথুরা, নিউ আটোয়া, দক্ষিণ কনৌজ, লখনউ, অযোধ্যা, রায়বেরিলি, প্রয়াগরাজ, নিউ ভাদোহি, বারানসী। পরপর এই স্টেশনগুলি পেরিয়ে যাবে বুলেট ট্রেন। কবে বাস্তবে রূপায়িত হবে সেটাই এখন দেখার।

পরবর্তী খবর

Latest News

মাঘ মাসের গুপ্ত নবরাত্রি ২০২৫ শুরু হচ্ছে ৩০ জানুয়ারি, অষ্টমী কবে? 'ঠিকমত তদন্ত … মৃত্যুদণ্ড হয়নি,' সঞ্জয়ের সাজা ঘোষণার পর বললেন নির্যাতিতার বাবা হাঁপ ছাড়ল পুরুলিয়া! বাঘ গেল কোনপথে? পায়ের ছাপে লুকিয়ে ইঙ্গিত ঝকঝকে দিঘার হোটেল, রান্নাঘরে উঁকি দিতেই অবাক আধিকারিকরা, পচা খাবারে ভর্তি! বাবার বিয়েতে পুঁটি-অন্তঃসত্ত্বা মানসী,বাবুর মা! রুবেল-শ্বেতার বউভাতে টিম নিম ফুল রঞ্জিতে রোহিত শর্মার বিরুদ্ধে বল করতে পারেন রোহিত শর্মা, সেই সম্ভাবনা প্রবল ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ কবে শেষ হবে? বড় ধাঁধার জবাব দিলেন দেব শেষদিন হরগৌরীর সেটে ফিরল 'শঙ্কর' রাহুল, ৭৬৭ এপিসোডে ফুলস্টপ, চোখ জল নীলাঞ্জনার বাড়িতে আসছে খাম! ভরে দিতে হবে টাকা, ‘মন পড়তে’ নয়া কৌশল সিপিএমের চিলকুর বালাজি মন্দিরে পুজো প্রিয়াঙ্কার, রাজামৌলির বিগা বাজেট সিনেমাই কি এর কারণ

IPL 2025 News in Bangla

LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের? LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.