বাংলা নিউজ > ঘরে বাইরে > BJP MLA's Son Caught with 40 Lakh Bribe: ঘুষ নিচ্ছিলেন বিজেপি বিধায়কের আমলা পুত্র, হাতেনাতে উদ্ধার টাকার পাহাড়

BJP MLA's Son Caught with 40 Lakh Bribe: ঘুষ নিচ্ছিলেন বিজেপি বিধায়কের আমলা পুত্র, হাতেনাতে উদ্ধার টাকার পাহাড়

ঘুষ নিচ্ছিলেন বিজেপি বিধায়কের আমলা পুত্র, হাতেনাতে উদ্ধার টাকার পাহাড়

কর্ণাটকে বিজেপি বিধায়কের ছেলের কাছ থেকে উদ্ধার হল টাকার পাহাড়। উল্লেখ্য, বিজেপি বিধায়কের সেই ছেলে সরকারি দফতরের আমলা। তাঁকে হাতেনাতে ঘুষ নিতে ধরে ফেলেন লোকায়ুক্ত আধিকারিকরা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার।

কর্ণাটকে বিজেপি বিধায়কের ছেলের কাছ থেকে উদ্ধার হল টাকার পাহাড়। উল্লেখ্য, বিজেপি বিধায়কের সেই ছেলে সরকারি দফতরের আমলা। তাঁকে হাতেনাতে ঘুষ নিতে ধরে ফেলেন লোকায়ুক্ত আধিকারিকরা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। সরকারি সেই আমলার কাছ থেকে মোট ৪০ লাখ টাকা নগদ উদ্ধার করা হয়। জানা গিয়েছে অভিযুক্ত আমলার নাম প্রশান্ত কুমার। তিনি বিজেপি বিধায়ক মাদল বিরূপাক্ষপ্পার ছেলে। প্রশান্ত বেঙ্গালুরু জল সরবরাহ এবং নিষ্কাশন বোর্ডের প্রধান অ্যাকাউন্টস অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন। রাষ্ট্রীয় মালিকানাধীন কর্ণাটক সাবান এবং ডিটারজেন্টের অফিস থেকে প্রশান্তকে গ্রেফতার করেন লোকায়ুক্ত আধিকারিকরা। (আরও পড়ুন: পঞ্চায়েত ভোট নিয়ে জটিলতা চরমে, এবার কি ডিএ দিতে বাধ্য হবে সরকার?)

উল্লেখ্য, ধৃত প্রশান্তের বাবা বিরূপাক্ষপ্পা কর্ণাটকের দাভাঙ্গেরে জেলার চান্নাগিরির আসনের বিধায়ক। এদিকে কর্ণাটক সাবান এবং ডিটারজেন্টের চেয়ারম্যান বিরূপাক্ষপ্পাই। জানা গিয়েছে, কর্ণাটক সাবান এবং ডিটারজেন্টের অফিস থেকে গতকাল তিন ব্যাগ ভরতি নগদ টাকা উদ্ধার করেছিলেন লোকায়ুক্ত আধিকারিকরা। এদিকে ধৃত প্রশান্ত ২০০৮ সালের ব্যাচের কর্ণাটক প্রশাসনিক সার্ভিসের অফিসার। তাঁকে ঘুষ নিতে হাতেনাতে ধরে ফেলেন লোকায়ুক্ত আধিকারিকরা। কর্ণাটক সাবান এবং ডিটারজেন্টকে কাঁচামাল বিক্রির জন্য এক কন্ট্র্যাক্টরকে বরাত দেওয়ার নামে এই ঘুষ নিচ্ছিলেন প্রশান্ত।

অভিযোগ উঠেছে, কর্ণাটক সাবান এবং ডিটারজেন্টকে কাঁচামাল বিক্রির বরাত পাইয়ে দেওয়ার জন্য কন্ট্র্যাক্টরের থেকে ৮১ লাখ টাকা ঘুষ চেয়েছিলেন প্রশান্ত। এই আবহে এক সপ্তাহ আগে লোকায়ুক্তের দ্বারস্ত হয়েছিলেন সেই কন্ট্র্যাক্টর। এরপরই প্রশান্তকে ধরতে ফাঁদ পাতা হয়েছিল কর্ণাটক সাবান এবং ডিটারজেন্টের অফিসেই। এই আবহে এক শীর্ষ স্থানীয় লোকায়ুক্ত আধিকারিক বলেন, 'এই ঘুষের টাকা কর্ণাটক সাবান এবং ডিটারজেন্টের চেয়ারম্যান বিরূপাক্ষপ্পার হয়ে নিচ্ছিলেন প্রশান্ত। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কর্ণাটক সাবান এবং ডিটারজেন্টের অফিসে নিজে হাতে টাকা নেন প্রশান্ত। তিনি কেএসডিএল চেয়ারম্যানের ছেলে।' ভোটমুখী কর্ণাটকে এভাবে শাসকদলের বিধায়কের নাম ঘুষ কেলেঙ্কারিতে জড়ানোয় রাজনৈতিক মহলে ঝড় উঠতে চলেছে।

 

 

বন্ধ করুন