বাস-ট্রাক সংঘর্ষে এক শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হল মহারাষ্ট্রের নাসিকে। ঘটনাটি ঘটেছে নাসিকের নাদুরা নাকার কাছে। জানা গিয়েছে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। এর জেরেই এই বিপত্তি। ঘটনায় আরও অনেকে জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় পুলিশ। এঁদের মধ্যে তিনজনের অবস্থা বেশ গুরুতর বলে জানা গিয়েছে। এদিকে দুর্ঘটনার কবলে পড়া বাসটি চিন্তামণি ট্র্যাভেলসের ছিল। সংস্থার প্রধান গুড্ডু জয়সওয়াল জানিয়েছেন বাসে মোট ৩০ জন যাত্রী ছিলেন। তবে প্রশাসন জানিয়েছে, ঘটনায় ৩৮ জন আহত। এদিকে মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিকে নাসিকের অভিভাবক মন্ত্রী দাদা ভুসে বলেছেন যে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন তাঁদের প্রত্যেকের নিকটাত্মীয়কে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন একনাথ। মন্ত্রী বলেন, ‘ইয়াভাতমাল থেকে মুম্বইগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের সঙ্গে। ট্রাকটি নাসিক থেকে পুনে যাচ্ছিল। আহতদের সকলকে নাসিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে।’ এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনার বিষয়ে টুইট করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাসের এক যাত্রী গণেশ লান্ডে বলেন, ‘বাসটিতে কিছুতে ধাক্কা লাগার পরই হঠাৎ আগুন ধরে যায়। আমরা কয়েকজন জানালা দিয়ে পালিয়ে যাই।’ এদিকে এক প্রতক্ষ্যদর্শী বলেন, ‘ঘটনাটি ঘটেছে আমার বাড়ির কাছেই। দেখলাম, ঘটনার পর বাসটিতে আগুন লেগে যায়, এবং তাতে থাকা মানুষ পুড়ে মারা যায়। আমরা গোটাটাই দেখেছি কিন্তু কিছুই করতে পারিনি। ফায়ার সার্ভিস ও পুলিশ পরে এসে পৌঁছায়।’