গুরুগ্রামে ডিএলএফ-এর ক্যামেলিয়াসে অবস্থিত একটি অতি-বিলাসবহুল পেন্টহাউস বিক্রি হল ১৯০ কোটি টাকায়! সূত্রের দাবি, এই মুহূর্তে এটিই হল ভারতের সবথেকে দামি 'ডিল' (বাসস্থান কেনার ক্ষেত্রে আর্থিক আদান-প্রদান)!
যিনি এই পেন্টহাউস কিনেছেন, তাঁর নাম ঋষি পার্তি। তিনি একজন ব্যবসায়ী এবং একটি প্রযুক্তি সংস্থার প্রতিষ্ঠাতা। অনেকেই মনে করছেন, যাঁরা অতি-অতি দামি বাসস্থান কেনেন, তাঁদের সামনে কার্যত অত্যাধুনিক এবং অতিশয় বিলাসবহুল সম্পত্তি কেনার ক্ষেত্রে নয়া মাপদণ্ড তৈরি করে দিলেন ঋষি।
প্রসঙ্গত, ডিএলএফ-এর এই নবতম অতি-বিলাসবহু প্রকল্পটি গড়ে উঠেছে গুরুগ্রামের গল্ফ কোর্স রোডের পাশে। যার নাম - দেহলিয়াস।
ঋষি পার্তি কে?
এখনও পর্যন্ত এই ব্যবসায়ী সম্পর্কে যেটুকু তথ্য সামন এসেছে, তাতে জানা যাচ্ছে, ঋষির বয়স ৪৭ বছর। তিনি ইনফো-এক্স সফটওয়্যার টেকনোলজি প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর। তাঁর সংস্থা লজিস্টিক এবং ডিজিট্যাল ট্রান্সফরমেশন সলিউশন নিয়ে কাজ করে।
ব্যবসায়ী হওয়ার পাশাপাশি ঋষি একজন বিনিয়োগকারীও। ইনফো-এক্স ছাড়াও তিনি আরও তিনটি সংস্থার ডিরেক্টর। যার মধ্যে রয়েছে - ফাইন্ড মাই স্টে প্রাইভেট লিমিটেড এবং ইন্টিগ্রেটর ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড। সূত্রের দাবি, মাত্র ২৪ বছর বয়সে যৌথ মালিকানার ভিত্তিতে তিনি ইনফো-এক্স নামক সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি।
গুরুগ্রামের এই সংস্থাটি পণ্য পরিবহণের ক্ষেত্রে লজিস্টিক পরিষেবা প্রদান করে। বর্তমানে এই সংস্থার কর্মী সংখ্যা প্রায় ১৫০ এবং তাঁরা ১৫টি দেশে ছড়িয়ে রয়েছেন।
সবথেকে দামি অ্য়াপার্টমেন্ট বেচাকেনা:
বাজার সম্পর্কে যাঁরা ওয়াকিবহাল, তাঁরা বলছেন, এই মুহূর্তে গুরুগ্রামে অতি-বিলাসবহুল বাসস্থানের চাহিদা বাড়ছে। ঋষি ১৯০ কোটি টাকা দিয়ে তাঁর অ্য়াপার্টমেন্টটি কিনেছেন। এর থেকেই স্পষ্ট আগামী দিনে আবাসন শিল্পে গুরুগ্রামের কদর বাড়তে চলেছে। আর সেটা হলে মুম্বই ও বেঙ্গালুরুকে কড়া টক্কর দেবে এই শহর।
যাঁরা অত্যন্ত ধনী, সেই ক্রেতারা এখন তাঁদের নয়া বিলাসবহুল থাকার জায়গা কেনার জন্য ক্রমশ গুরুগ্রামের গল্ফ কোর্স রোডের দিকে ঝুঁকছেন। এই এলাকাতেই নতুন ঠিকানা খুঁজছেন তাঁরা।
ঠিক এই কারণেই গুরুগ্রামের গল্ফ কোর্স রোডের নয়া 'নামকরণ' হয়ে গিয়েছে! অনেকেই মজা করে এই রাস্তাকে বলছেন, 'উত্তর ভারতের কোটিপতিদের রোড'!
পরিস্থিতি বুঝে ডেভলপাররাও ঝাঁপিয়ে পড়ছেন এই এলাকায়। বিরাট বিরাট জমিতে একের পর এক অতি-বিলাসবহুল, অতিশয় দামি আবাসন গড়ে তুলছেন তাঁরা।