বাংলা নিউজ > ঘরে বাইরে > Bypoll Results 2020: উপনির্বাচনে আসমু্দ্রহিমাচলে আধিপত্য BJP-র, সরকার বাঁচালেন শিবরাজ
নয়াদিল্লিতে সদর দফতরে বিজেপির উচ্ছ্বাস (ছবি সৌজন্য পিটিআই)

Bypoll Results 2020: উপনির্বাচনে আসমু্দ্রহিমাচলে আধিপত্য BJP-র, সরকার বাঁচালেন শিবরাজ

সবথেকে গুরুত্বপূর্ণ ছিল মধ্যপ্রদেশের ২৮ টি্ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তাতে মুখ থুবড়ে পড়ল কংগ্রেস।

খাতায়কলমে ভোট ছিল ১১ রাজ্যে। তবে যাবতীয় নজর ছিল মধ্যপ্রদেশে। আর ভোটের প্রাথমিক ট্রেন্ড সামনে আসতেই বোঝা গেল, বিজেপি সরকারে ন্যূনতমও কাঁপুনি ধরাতে পারেনি কংগ্রেস। উলটে যত বেলা গড়িয়েছে, তত কংগ্রেসের দুর্দশা প্রকট হয়েছে। আর বিজেপি অফিসের সামনে আনন্দের মাত্রা ঠিক ততটাই বেড়েছে। তাতে অবশ্য  প্রত্যাশামতো উত্তরপ্রদেশ এবং গুজরাত এবং মণিপুরেও গেরুয়া শিবিরের দাপট দেখা গিয়েছে। কর্নাটকেও দুটি আসনেই জিতেছে কর্নাটক। তবে বিজেপির সবথেকে বড় জয় এসেছে সম্ভবত তেলাঙ্গানায়। সেখানে একটি আসনে জিতেছে বিজেপি। তার ফলে পৃথক রাজ্যের মর্যাদা পাওয়ার পর এই প্রথম হারের মুখে পড়ল তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। অন্যদিকে কংগ্রেসের মধ্যপ্রদেশের ক্ষতে কিছুটা প্রলেপ দিয়েছে ছত্তিশগড়, হরিয়ানা, ঝাড়খণ্ড। ওড়িশা এবং নাগাল্যান্ড আঞ্চলিক দল এবং নির্দল প্রার্থীরাই জিতেছেন।

10 Nov 2020, 05:57:47 PM IST

হরিয়ানার উপনির্বাচনে হার অলিম্পিক পদক জয়ী যোগেশ্বরের

হরিয়ানার উপনির্বাচনে হার অলিম্পিক পদক জয়ী যোগেশ্বরের — আরও পড়ুন

10 Nov 2020, 05:38:16 PM IST

ঝাড়খণ্ডে দাঁড়াতে পারলেন না বিজেপির হেভিওয়েটরা, জয়জয়কার JMM-কংগ্রেসের 

ঝাড়খণ্ড : প্রাথমিকভাবে বিজেপি এগিয়ে থাকলেও শেষ হাসি হাসল ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা এবং কংগ্রেসের জোট। দুটি আসনে জয়লাভ করলেন জোটের প্রার্থীরা। দুমকায় প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি প্রার্থী লুইস মারান্ডিকে ৬,৪০০ ভোটে হারালেন শিবু সোরেনের ছোটো ছেলে বসন্ত সোরেন। বামরো আসনে জিতলেন বর্ষীয়ান কংগ্রেস নেতার ছেলে রাজেন্দ্র সিংয়ের ছেলে জয়মঙ্গল সিং। বিজেপি প্রার্থী যোগেশ্বর মাহাতো বাটুলকে ১৪,০০০-এর বেশি ভোটে হারালেন তিনি।

10 Nov 2020, 04:20:15 PM IST

কর্নাটকে জোড়া আসনে জয় বিজেপির, অভাবনীয় সাফল্য সিরায়

কর্নাটক : রাজা রাজেশ্বরী নগর এবং সিরা কেন্দ্রে সহজ জয় পেল বিজেপি। রাজা রাজেশ্বরী নগরে নিকটতম প্রতিদ্বন্দ্বী তথা কংগ্রেস প্রার্থী এইচ কুসুমাকে ৫৭,৯৩৬ ভোটে হারালেন বিজেপি প্রার্থী মুনিরত্না। অন্যদিকে সিরা আসনে কোনওদিন দ্বিতীয়ও হয়নি বিজেপি। সেখানে পাঁচবারের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী টি বি জয়াচন্দ্রকে ১২,৯৪৯ ভোটে হারালেন বিজেপি প্রার্থী রাজেশ গৌড়া।

10 Nov 2020, 04:12:39 PM IST

ইভিএম কারচুপি-মুক্ত নয়, নিশ্চিত জেতা আসনে হেরেছি : দিগ্বিজয়

কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং : ইভিএম কারচুপি-মুক্ত নয়। বেছে বেছে কারচুপি করা হয়। এমন অনেক আসন আছে, যেখানে কোনওভাবেই আমাদের হারার কথা নয়। কিন্তু সেখানে আমরা হাজার হাজার ভোটে বেরেছিল। আমরা আগামিকাল বৈঠক করব এবং ফলাফলের মূল্যায়ন করব। যদিও বিহার ভোট সংক্রান্ত সাংবাদিক বৈঠকে ইভিএম কারচুপির বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

10 Nov 2020, 04:04:40 PM IST

উপনির্বাচনে সফল হলেন না যোগেশ্বর, জিতলেন কংগ্রেস প্রার্থী

হরিয়ানার সোনেপত জেলার বরোদা আসনে জিতলেন কংগ্রেস প্রার্থী ইন্দুরাজ নারওয়াল। বিজেপির যোগেশ্বর দত্তকেে (কুস্তিগির) ১০,৫৬৬ ভোটে হারালেন তিনি। যোগশ্বের ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন।

10 Nov 2020, 04:02:21 PM IST

গুজরাতের উপনির্বাচনে মুছে গেল কংগ্রেস

গুজরাত : তিনটি আসনে জিতেছে বিজেপি। এগিয়ে আছে পাঁচটি আসনে।

10 Nov 2020, 02:38:39 PM IST

মধ্যপ্রদেশে চূড়ান্ত ব্যর্থ কংগ্রেস, ‘হার স্বীকার’ কমল নাথের

মধ্যপ্রদেশ : আপাতত ২১ টি আসনে এগিয়ে আছে বিজেপি। ছ'টি আসনে এগিয়ে আছে কংগ্রেস। একটি আসনে এগিয়ে আছেন বসপা প্রার্থী। তারইমধ্যে কংগ্রেসের হার স্বীকার করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমি মানুষের সিদ্ধান্ত মাথা পেতে গ্রহণ করছি। ভোটারদের ধন্যবাদ জানাচ্ছি।'

10 Nov 2020, 01:40:55 PM IST

মধ্যপ্রদেশে ২০ আসনে এগিয়ে বিজেপি

মধ্যপ্রদেশ : আপাতত ২০ টি আসনে এগিয়ে বিজেপি। সাতটি আসনে এগিয়ে কংগ্রেস। একটি আসনে এগিয়ে বহুজন সমাজবাদী পার্টি।

10 Nov 2020, 11:57:43 AM IST

মধ্যপ্রদেশে ৯ আসনে এগিয়ে কংগ্রেস

মধ্যপ্রদেশ : নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আপাত ১৭ টি আসনে এগিয়ে আছে বিজেপি। ন'টি আসনে এগিয়ে আছে কংগ্রেস। দুটি আসনে এগিয়ে আছে বসপা। 

10 Nov 2020, 11:53:58 AM IST

গুজরাতে আটটি আসনেই এগিয়ে বিজেপি

গুজরাতে আটটি আসনেই এগিয়ে গেল বিজেপি। প্রতিটি আসনেই দ্বিতীয় স্থানে আছে কংগ্রেস।

10 Nov 2020, 11:33:56 AM IST

ছত্তিশগড়ে এগিয়ে কংগ্রেস

ছত্তিশগড় : মারওয়াহি আসনে এগিয়ে কংগ্রেস প্রার্থী। নিকটতম বিজেপি প্রার্থীর থেকে ৯,৭৪৬ ভোটে এগিয়ে আছেন তিনি।

10 Nov 2020, 10:53:40 AM IST

উত্তরপ্রদেশেও দাপট বিজেপির

উত্তরপ্রদেশ : যোগী আদিত্যনাথের একক সংখ্যাগরিষ্ঠতা আছে। উপনির্বাচনের ফলাফল কোনও প্রভাব পড়বে না। তারই মধ্যে আটটির মধ্যে ছটি কেন্দ্রে এগিয়ে আছে বিজেপি। একটি কেন্দ্রে এগিয়ে আছেন সপা প্রার্থী এবং একটি আসনে এগিয়ে নির্দল প্রাথী।

10 Nov 2020, 10:48:43 AM IST

মধ্যপ্রদেশে ক্রমশ মজবুত হচ্ছে বিজেপি সরকারের ভিত

মধ্যপ্রদেশ : ১৮ টি আসনে এগিয়ে বিজেপি। ন'টি আসনে এগিয়ে কংগ্রেস। একটি আসনে এগিয়ে বসপা।

10 Nov 2020, 10:39:47 AM IST

মণিপুরে এক আসনে জয়ী বিজেপি, এগিয়ে এক আসনে

মণিপুর : সিনঘাট আসনে জয়ী বিজেপি প্রার্থী জিনসুয়ানহাউ। ওয়ানগই আসনে এগিয়ে বিজেপি প্রার্থী ওইনাম লুখোই সিং।

10 Nov 2020, 10:27:17 AM IST

গুজরাতে BJP-র দাপট

গুজরাত : সাতটি আসনে এগিয়ে বিজেপি। একটি আসনে এগিয়ে কংগ্রেস।

10 Nov 2020, 10:26:36 AM IST

মধ্যপ্রদেশে দাঁড়াতেই পারল না কংগ্রেস

মধ্যপ্রদেশ : ১৮ টি আসনে এগিয়ে বিজেপি। আটটি আসনে এগিয়ে কংগ্রেস। দুটি আসনে এগিয়ে বসপা।

10 Nov 2020, 09:49:53 AM IST

হরিয়ানায় হারছেন কুস্তিগির যোগেশ্বর দত্ত

হরিয়ানা : প্রথম রাউন্ডের গণনা শেষে সোনেপত জেলার বরোদা আসনে এগিয়ে কংগ্রেস প্রার্থী ইন্দুরাজ নারওয়াল। বিজেপির যোগেশ্বর দত্তের (কুস্তিগির) থেকে ১,০২১ ভোটে এগিয়ে তিনি। যোগশ্বের ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন।

10 Nov 2020, 09:48:16 AM IST

ঝাড়খণ্ডে এগিয়ে বিজেপি

ঝাড়খণ্ডের দুমকা এবং বার্মো আসনে এগিয়ে বিজেপি। দুমকায় দ্বিতীয় স্থানে আছে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা এবং বার্মোয় হারছেন কংগ্রেস প্রার্থী।

10 Nov 2020, 09:46:52 AM IST

গুজরাতে দাপট বিজেপির, এগিয়ে ৭ আসনে, কংগ্রেস এগিয়ে ১ আসনে

গুজরাতের সাতটি আসনে এগিয়ে বিজেপি। একমাত্র মরবি আসনে এগিয়ে কংগ্রেস।

10 Nov 2020, 09:45:51 AM IST

মধ্যপ্রদেশে এগিয়ে বিজেপি

মধ্যপ্রদেশ : নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বামোরি, অশোকনগর, মুঙ্গালি, মালহারা, অনুপুর, বিয়োরা, বদনাওয়ার, সানওয়ের, সুওয়ার্সা আসনে এগিয়ে বিজেপি। আগর এবং হাটপিপলিয়ায় এগিয়ে কংগ্রেস প্রার্থীরা।

10 Nov 2020, 09:20:31 AM IST

প্রাথমিক ট্রেন্ডে মধ্যপ্রদেশে সরকার ধরে রাখতে চলেছে BJP

মধ্যপ্রদেশের ২৮ টি আসনের মধ্যে ১১ আসনে এগিয়ে বিজেপি। ৬ টি আসনে এগিয়ে কংগ্রেস।

10 Nov 2020, 09:13:30 AM IST

উত্তরপ্রদেশে ১ আসনে এগিয়ে সপা

উত্তরপ্রদেশ : তুন্ডলা আসনে এগিয়ে সমাজবাদী পার্টির মহারাজ সিং ধাঙ্গার। দ্বিতীয় স্থানে আছেন প্রেমপাল সিং ধাঙ্গার। ব্যবধান ৫৪।

10 Nov 2020, 09:11:28 AM IST

কর্নাটকের ১ আসনে এগিয়ে বিজেপি প্রার্থী

কর্নাটকের রাজারাজেশওয়ারিনগর আসনে এগিয়ে বিজেপি প্রার্থী মুনিরত্না। দ্বিতীয় স্থানে আছেন কংগ্রেস প্রারা্থী কুসুমা এইচ।

10 Nov 2020, 09:09:28 AM IST

গুজরাতের ২ আসনে এগিয়ে বিজেপি

গুজরাতের লিম্বডি এবং মরবি আসনে এগিয়ে আছেন বিজেপি প্রার্থীরায। দ্বিতীয় স্থানে আছেন কংগ্রেস প্রার্থীরা।

10 Nov 2020, 08:48:26 AM IST

গোয়ালিয়রে চলছে ভোটগণনা

মধ্যপ্রদেশের গোয়ালিয়রের একটি কেন্দ্রে চলছে উপনির্বাচনের ভোটগণনা।

10 Nov 2020, 08:01:32 AM IST

শুরু উপনির্বাচনের ভোট গণনা

শুরু হল উপনির্বাচনের ভোট গণনা।

10 Nov 2020, 07:57:55 AM IST

মধ্যপ্রদেশে কার পাল্লা ভারী?

আপাতত শিবরাজ সরকারের হাতে আছে ১০৭ টি আসন। উপনির্বাচনে আটটি আসনে জিততে পারলেই বাইরে থেকে কোনও সমর্থন ছাড়াই ২৩০ আসন-বিশিষ্ট বিধানসভায় ম্যাজিক ফিগার পেরিয়ে যাবে শিবরাজের সরকার। আপাতত একটি আসন ফাঁকা আছে। অন্যদিকে, একক সংখ্যাগরিষ্ঠতার জন্য কংগ্রেসকে ২৮ টি আসনেই জিততে হবে। যে দলের হাতে এখন ৮৭ টি আসন। ফলে কংগ্রেসের কাজটা যথেষ্ট শক্ত। কংগ্রেসের আশা আরও কমেছে বুথফেরত সমীক্ষায় (সেই সমীক্ষা অবশ্য সর্বদা না মেলে না)। আপাতত সেই সমীক্ষায় কংগ্রেসের থেকে এগিয়ে আছে বিজেপি।

10 Nov 2020, 07:52:33 AM IST

গুজরাত এবং মধ্যপ্রদেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

কিছুক্ষণ পরেই শুরু গণনা। তার আগে গুজরাত এবং মধ্যপ্রদেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

10 Nov 2020, 07:49:50 AM IST

বিহার বিধানসভা ভোট ফলাফল লাইভ

বিহার বিধানসভা ভোটের ফলাফল জানতে ক্লিক করুন এখানে

10 Nov 2020, 07:24:27 AM IST

কিছুক্ষণের মধ্যেই শুরু গণনা

সকাল আটটা থেকে শুরু হবে গণনা।

10 Nov 2020, 07:24:27 AM IST

সরকারে থাকতে পারবে BJP? নাকি বাজিমাত করবে কংগ্রেস? উত্তরের অপেক্ষায় মধ্যপ্রদেশ

কী হবে মধ্যপ্রদেশে সাত মাসের বিজেপি সরকারের ভবিষ্যৎ? উপনির্বাচনে কি ক্ষমতা ধরে রাখতে পারবেন শিবরাজ সিং চৌহান নাকি প্রত্যাবর্তন করবে কংগ্রেস? কয়েক ঘণ্টার মধ্যেই যাবতীয় প্রশ্নের উত্তর মিলবে, যখন রাজ্যের ২৮ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা হবে।

ঘরে বাইরে খবর

Latest News

Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি কাকলির প্রচারে ‘থিম সং’, বানালো তৃণমূল ছাত্র পরিষদ আগে শুধু লেগে মারতাম তারপর...-কীভাবে বোলারদের ত্রাস হয়ে উঠেছেন, জানালেন হেড কিলো কিলো সোনা গায়ে পরতেন ‘বাপ্পিদা’, সেই সমস্ত গয়না এখন কার কাছে আছে জানেন খুঁজে বার করতে হয় ডিম! ইস্টার পালনের নানা অজানা নিয়ম ও তাৎপর্য অনেকেই জানেন না

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.