বাংলা নিউজ > ঘরে বাইরে > 'হাল ছেড়ো না বন্ধু,' চাটার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে নজির বিশেষভাবে সক্ষম প্রীতুর

'হাল ছেড়ো না বন্ধু,' চাটার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে নজির বিশেষভাবে সক্ষম প্রীতুর

ছবি : টুইটার (Twitter)

জীবনের সূচনা থেকে বিশেষভাবে সক্ষম হওয়ার কঠিন পরীক্ষা। সেটার পরে দেশের অন্যতম কঠিন প্রবেশিকা ও কোর্স। দুটির বিরুদ্ধেই দারুণভাবে জয়ী কেরালার অগ্নিকন্যা। আর সেই কারণেই এখন দেশ তথা বিশ্বের সকলের অনুপ্রেরণা তিনি।

'তখন আমার ৬ বছর বয়স। স্কুলের আর পাঁচ জনের থেকে আমি যেন আলাদা। সেই তখন থেকেই মা পাশে থেকেছেন,' বললেন প্রীতু। পুরো নাম প্রীতু জয়প্রকাশ। চাটার্ড অ্যাকাউন্টেন্ট প্রীতু জয়প্রকাশ।

জীবনের সূচনা থেকে বিশেষভাবে সক্ষম হওয়ার কঠিন পরীক্ষা। সেটার পরে দেশের অন্যতম কঠিন প্রবেশিকা ও কোর্স। এই দুই অসম যুদ্ধে দারুণভাবে জয়ী কেরালার অগ্নিকন্যা। আর সেই কারণেই এখন দেশ তথা বিশ্বের সকলের অনুপ্রেরণা তিনি।

১৯৯৪ সালে কুট্টুনাডুতে জন্ম প্রীতুর। ৬ মাস বয়সেই তার একটি বিরল জিনগত রোগ ধরা পড়ে। স্পাইনাল মাসকুলার অ্যাট্রপি টাইপ টু। যার কোনও চিকিত্সা হয় না।

রোগের কবলে দ্রুত ওজন কমে যায় তাঁর। সেই সঙ্গে অস্থির গঠনেও সমস্যা দেখা দেয়। নড়াচড়ার জন্যও কারও সাহায্যের প্রয়োজন।

৬ বছর বয়স পর্যন্ত যদিও নিজের এই পরিস্থিতির কথা বুঝতেও পারেনি প্রীতু। 'স্কুলে গিয়েই বুঝতে পারলাম, আমি একজন স্পেশাল চাইল্ড,' বললেন তিনি। স্কুলে তাঁর বেঞ্চে পাশেই সব সময়ে তাঁর মা বসে থাকতেন।

সেই ছোট্ট বয়স থেকেই মেধায় সকলের নজর কাড়েন তিনি। বিজ্ঞান ও কুইজে দক্ষতার জেরে স্কুলের হয়ে একাধিক প্রতিযোগিতায় অংশ নেন ও জয়ী হন।

এরপরে তাঁকে একটি দূরবর্তী স্কুলে ভর্তি করা হয়। কিন্তু সেখানে রোজ যাতায়াত করা সম্ভব ছিল না। তাই বাড়িতেই পড়াশোনা করতে থাকেন। তবে পরীক্ষা দিয়েছেন নিয়মিত। দুর্দান্ত ফলও করেছেন।

এমনকি তীব্র শ্বাসকষ্ট ও নিউমোনিয়া সত্ত্বেও কোনও রাইটার নিতেন না। বোর্ড পরীক্ষাও দেন নিজের হাতে।

দ্বাদশে তাঁর বিষয় ছিল কমার্স। এরপর বি কম পাশ করেন। তাঁর স্নাতকের নম্বর শুনলে যে কারও চোখ কপালে উঠবে(৯৬%)।

এরপরে চাটার্ড অ্যাকাউন্টেন্টের প্রবেশিকার প্রস্তুতি শুরু করেন তিনি। বাড়ির কাছে পর্যাপ্ত প্রশিক্ষণের সুযোগ না থাকায় দূরবর্তী স্থানে গিয়ে থাকতে শুরু করেন মা-বাবার সঙ্গে।

সিএ পরীক্ষায় কোনও কোনও অঙ্কের সমাধান প্রায় ১০ পাতা দীর্ঘ। সেই কারণে একজন রাইটার বা স্ক্রাব রাখতে বাধ্য হন প্রীতু। তাঁরই এক বন্ধু সাহায্য করেন।

 

অসুস্থ, অশক্ত শরীরে লাগাতার পরিশ্রম, অধ্যাবসায় এবং নিজের প্রতি বিশ্বাস। সাফল্যের চাবিকাঠি হিসাবে এগুলিরই কথা বললেন সিএ প্রীতু জয়প্রকাশ।

ঘরে বাইরে খবর

Latest News

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.