নতুন রেললাইনের অনুমোদন দিল অর্থনীতি বিষয়ক ক্য়াবিনেট কমিটি। তরঙ্গ হিল- আমবাজি- আবু রোডের মধ্যে এই নয়া রেললাইনের অনুমোদন দিয়েছে কমিটি। রেলমন্ত্রক এই ১১৬.৬৫ কিমি রেললাইন তৈরি করবে।
সূত্রের খবর, এই রেললাইন তৈরিতে অন্তত ২৭৯৮.১৬ কোটি টাকা খরচ হতে পারে। ২০২৬-২৭ সালে এই রেললাইন তৈরি শেষ হতে পারে। এই রেললাইন তৈরিতে সরাসরি অন্তত ৪০ লাখ শ্রমদিবসের প্রয়োজন হতে পারে।
৫১টি শক্তিপীঠের অন্যতম এই আম্বাজি। গুজরাত সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা প্রতি বছর এই শক্তিপীঠে আসেন। সরকারের তরফে জানানো হয়েছে এই রেলপথ তৈরি হলে লক্ষ লক্ষ ভক্তের সুবিধা হবে। তরঙ্গ পাহাড়ে অজিতনাথ জৈন টেম্পলে জৈনদের তীর্থস্থানে যাওয়ার ক্ষেত্রেও বড় সুবিধা হবে।
এর সঙ্গে গুজরাত, রাজস্থানের চাষি ও সাধারণ মানুষেরও এই পথে যাতায়াত ও পণ্য পরিবহণে এই রেলপথ অত্যন্ত সুবিধাজনক হবে। আমেদাবাদ- আবু রোডের বিকল্প হিসাবেও এই রেলপথ কার্যকরী হবে।
এদিকে মাউন্ট আবুতে ব্রহ্মকুমারীদেরও আধ্যাত্মিক প্রধান কার্যালয় রয়েছে। সেখানেও দেশ বিদেশ থেকে লোকজন আসেন।সেখানেও যাওয়া যাবে সহজেই। ডেয়ারি ও মার্বেল শিল্পের প্রসারেও গুজরাতে এই রেলপথ যথেষ্ট সহায়ক হবে।
রাজস্থানের শিরোহি জেলা হয়ে গুজরাতের অন্তত তিনটি জেলাকে ছুঁয়ে যাবে এই রেলপথ। এলাকার সার্বিক উন্নয়নে সহায়ক হবে এই রেলপথ।