নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সরকার বুধবার বিভিন্ন ক্যাবিনেট কমিটি গঠনের ঘোষণা করল। এই কমিটিগুলির মধ্যে বিজেপির শরিক দলগুলির একাধিক নেতা স্থান পেয়েছেন। এই ক্যাবিনেট কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন জনতা দল (ইউ), তেলুগু দেশম পার্টি, জনতা দল (এস), শিবসেনা এবং লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) কেন্দ্রীয় মন্ত্রীরা। (আরও পড়ুন: PF-এ আসছে পরিবর্তন? চাকরিজীবীদের মুখে হাসি ফোটাতে বাজেটে হতে পারে বড় ঘোষণা)
আরও পড়ুন: সমস্যা মেটাবে 'অদিতি',১০০০০ প্রিমিয়ামে ১ কোটির স্বাস্থ্য বিমা চালু ডঃ দেবী শেঠির
আরও পড়ুন: একলাফে ২৫% পর্যন্ত ট্যারিফ বাড়িয়েছে জিও-এয়ারটেল-Vi, সরকার কি হস্তক্ষেপ করবে?
এক নজরে দেখে নেওয়া যাক কোন ক্যাবিনেট কমিটিতে কে কে জায়গা পেলেন:
নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি: সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে নিয়ে গঠিত হয়েছে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি: এই ক্যাবিনেট কমিটিতে রয়েছেন রাজনাথ সিং, অমিত শাহ, নির্মলা সীতারামন, জয়শঙ্কর, সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রী নীতিন গডকরি, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রী এইচ ডি কুমারস্বামী। এছাড়াও এই কমিটিতে রয়েছেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং পঞ্চায়েতি রাজ ও মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং।
রাজনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি: এই কমিটিতে রয়েছেন মোদী, রাজনাথ সিং, শাহ, গডকড়ি, সীতারামন, পীযূষ গোয়েল, স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডা, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিঞ্জারাপু রাম মোহন নাইডু, ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী জিতন রাম মাঝি, বন্দর ও জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং কয়লামন্ত্রী জি কিষাণ রেড্ডি।
সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটি: এই ক্যাবিনেট কমিটিতে রয়েছেন রাজনাথ সিং, শাহ, নড্ডা, সীতারমন, রাজীব রঞ্জন সিং, নাইডু, রিজিজু, সামাজিক ন্যায়বিচার মন্ত্রী বীরেন্দ্র কুমার, আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম এবং জলশক্তি মন্ত্রী সি আর পাতিল। এছাড়াও এই কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) অর্জুন রাম মেঘওয়াল এবং আইন প্রতিমন্ত্রী এল মুরুগান। উল্লেখযোগ্যভাবে, কমিটি সংসদীয় অধিবেশন ডাকার মতো সিদ্ধান্ত নেয়।
নিয়োগ কমিটি: আগের বছরগুলির মতো এবারও ক্যাবিনেটের নিয়োগ কমিটিতে মাত্র দু'জন সদস্য রয়েছেন - মোদী এবং শাহ। এই কমিটি দেশের শীর্ষ আমলাতান্ত্রিক, কৌশলগত এবং সুরক্ষা পদে নিয়োগ দেয়।
বিনিয়োগ ও বৃদ্ধি সংক্রান্ত ক্যাবিনেট কমিটি: এই কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, শাহ, গড়করি, সীতারামন, পীযূষ গোয়েল, উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী, বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান। কমিটিতে বিশেষ আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন পরিসংখ্যান প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং এবং আয়ুষ মন্ত্রী প্রতাপরাও যাদব।
আবাসন সংক্রান্ত ক্যাবিনেট কমিটি: এই ক্যাবিনেট কমিটিতে আছেন শাহ, গডকরি, সীতারামন, গোয়েল এবং আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল রয়েছেন। কেন্দ্রীয় কর্মীবর্গ ও পিএমও প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এই কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য।
দক্ষতা, কর্মসংস্থান ও জীবিকা সম্পর্কিত ক্যাবিনেট কমিটি: এই কমিটিতে রয়েছেন মোদী, রাজনাথ সিং, শাহ, গডকড়ী, সীতারামন, বৈষ্ণব, প্রধান, যাদব, পুরী, সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী এই কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য।