বাংলা নিউজ > ঘরে বাইরে > ভবিষ্যতের দিকে তাকিয়ে সেনায় মহিলাদের নিয়োগে জোরদার বার্তা ক্যাগের

ভবিষ্যতের দিকে তাকিয়ে সেনায় মহিলাদের নিয়োগে জোরদার বার্তা ক্যাগের

ভবিষ্যতের দিকে তাকিয়ে সেনায় মহিলাদের নিয়োগে জোরদার বার্তা ক্যাগের

২০২০ সালে ভারতীয় সেনায় মহিলাদের সংখ্যা ছিল ১৬৪৮। যা ফোর্সের মোট শক্তির ৪ শতাংশ ছিল। এরপর সেনায় মহিলাদের নিযুক্তি নিয়ে সরকার বহু পদক্ষেপ নেয়.। বর্তমানে ভারতীয় সেনায় ৭,৭০০ জন অফিসারের কমতি রয়েছে।

সেনায় এক্ষুণি প্রয়োজন আরও মহিলাদের। ভারতীয় সেনার শর্ট সার্ভিস কমিশন-এ মহিলাদের নিযুক্তি নিয়ে এভাবেই সওয়াল করেছে The Comptroller and Auditor General of India বা ক্যাগ। দীর্ঘমেয়াদি ক্ষেত্রে ভারতীয় সেনায় যাতে অফিসারের কমতি না পড়ে যায়, সেদিকে নজর দিয়ে এই পদক্ষেপের কথা বলা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে ভারতীয় সেনায় মহিলাদের সংখ্যা ছিল ১৬৪৮। যা ফোর্সের মোট শক্তির ৪ শতাংশ ছিল। এরপর সেনায় মহিলাদের নিযুক্তি নিয়ে সরকার বহু পদক্ষেপ নেয়.। বর্তমানে ভারতীয় সেনায় ৭,৭০০ জন অফিসারের কমতি রয়েছে। সেই জায়গা থেকে মহিলাদের নিযুক্তি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এদিকে, ন্যাশনাল অডিটার সংসদে যে রিপোর্ট পেশ করেছে তাতে বলা হয়েছে, মেধাবী ও মডিক্যালের দিক থেকে ফিট মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে এগিয়েছে সেনা। ভারতীয় সেনায় মহিলাদের বিভিন্ন এন্ট্রি কোর্সের জায়গা প্রায় সম্পূর্ণ হয়েছে। প্রসঙ্গত ২০২২ সালের জুনমাসে প্রথমবার ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে মহিলাদের প্রথম ব্যাচ উত্তীর্ণ হতে চলেছে।

ক্যাগের রিপোর্টে দেখানো হয়েছে মহিলা ও পুরুষদের আনুপাতিক হারে কীভাবে সেনায় বেড়েছে মহিলাদের চাহিদা। ২০১৫ সালে যা ২৯ শতাংশ ছিল তা ২০১৫ সালে ৫০ শতাংস হয়েছে। রিপোর্টে বলা হয়েছে ভারতীয় সেনায় যাতে মহিলাদের নিযুক্তির বিষয়টি নিয়ে আরও খতিয়ে দেখে প্রতিরক্ষা মন্ত্রক। এদিকে, ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনা থেকে নৌসেনায় মহিলাদের গুরুত্ব বেড়েছে। সেই দিক থেকে প্রতিরক্ষা মন্ত্রকও জানিয়েছে যে তারা ক্যাগের রিপোর্ট খতিয়ে দেখছে।

 

 

 

বন্ধ করুন