বাংলা নিউজ > ঘরে বাইরে > ক্যালিফোর্নিয়ার রেল ইয়ার্ডে ৮ সহকর্মীকে গুলি করে খুন, পরে আত্মহত্যা প্রৌঢ়ের

ক্যালিফোর্নিয়ার রেল ইয়ার্ডে ৮ সহকর্মীকে গুলি করে খুন, পরে আত্মহত্যা প্রৌঢ়ের

গুলি চালনার ঘটনার পর নিরাপত্তায় পুলিশ। (ছবি সৌজন্য রয়টার্স)

করোনাভাইরাস মহামারীর মধ্যে মার্কিন মুলুকে গণহত্যার ঘটনা ক্রমশ বাড়ছে। চলতি বছরে এখনও পর্যন্ত ১৫ টি গণহত্যার ঘটনা ঘটেছে।

আবারও গণহত্যার সাক্ষী থাকল আমেরিকা। বুধবার ক্যালিফোর্নিয়ায় গুলি করে আটজন সহকর্মীকে গুলি করলেন ক্যালিফোর্নিয়ার সান জোস রেল ইয়ার্ডের এক কর্মী। পরে নিজেও আত্মঘাতী হন তিনি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কী কারণে ওই ব্যক্তি গুলি চালিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

বুধবার সকাল ৬ টা ৩০ মিনিট নাগাদ (স্থানীয় সময় অনুযায়ী) ভ্যালি ট্রান্সপোর্ট অথরিটির (ভিটিএ) রেল পরিষেবার কাজে ব্যবহৃত জায়গার দুটি বাড়িতে সেই গুলিচালনার ঘটনা ঘটে। সান ফ্রান্সিসকো বে এলাকায় সবথেকে জনবহুল কাউন্টি সান্তা ক্লারায় বাস, রেলের মতো পরিষেবা দেয় ভ্যালি ট্রান্সপোর্ট অথরিটি। জেলার অ্যাটর্নি জেফ রসেন জানান, খুব সম্ভবত বৈঠক চলছিল। সেই সময় গুলি চালানো হয়েছে।

সান্তা ক্লারা কাউন্টির শেরিফ লরি স্মিথ স্থানীয় সংবাদমাধ্যমে বলেন, ‘যখন আমাদের লোকজন দরজা দিয়ে ভিতরে ঢোকেন, তখনও আততীয়া গুলি চালাচ্ছিলেন। আমাদের লোকজনদের দেখতে পেয়ে আত্মঘাতী হন।’ তিনি জানিয়েছেন, সেই সময় আততায়ী জানতেন যে তাঁর গুলি শেষ হয়ে গিয়েছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আততায়ীর বয়স ৫৭-এর মতো। তবে ভ্যালি ট্রান্সপোর্ট অথরিটির তরফে মৃত বা আহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

তারইমধ্যে শেরিফের উপ-মুখপাত্র রাসেল ডেভিস জানিয়েছেন, গুলি চালনার ঠিক আগে একটি বাড়িতে অগ্নিকাণ্ডেরও তদন্ত করে দেখছেন আধিকারিকরা। রেকর্ড অনুযায়ী, আততায়ীর দু'তলা বাড়ি ছিল। সেখানে আগুন লাগার খবর পেয়ে দ্রুত পৌঁছায় দমকল বাহিনী।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারীর মধ্যে মার্কিন মুলুকে গণহত্যার ঘটনা ক্রমশ বাড়ছে। একটি সংবাদসংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরে এখনও পর্যন্ত ১৫ টি গণহত্যার ঘটনার সাক্ষী থেকেছে আমেরিকা। মৃত্যু হয়েছে ৮৫ জনের। যেখানে গত বছর ১০৫ জনের মৃত্যু হয়েছিল। তাও কোনও ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হলে সেটিকে গণহত্যা হিসেবে ধরা হয়েছে। তা থেকে স্পষ্ট যে আরও প্রকৃতপক্ষে গুলি চালানোর ঘটনার সংখ্যা আরও বেশি।

ঘরে বাইরে খবর

Latest News

বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন? আসছে রাম নবমী, কোন দিন পালিত হবে ভগবান রামের জন্মদিন? জেনে নিন পুজোর শুভ সময় বারাসতে BJP প্রার্থীর বিরুদ্ধে কমিশনে দলের নেতারা, পিছনে তৃণমূল বলছেন প্রার্থী পুরনো গাড়ি হইহই করে কিনছেন মহিলারা, সমীক্ষা রিপোর্টে চমক! কোন Brand পছন্দ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.