
CamScanner Alternatives: ব্যান CamScanner, দেখে নিন স্ক্যান করার ৫ বিকল্প অ্যাপ ও ডাউনলোড লিঙ্ক
১ মিনিটে পড়ুন . Updated: 30 Jun 2020, 03:22 PM ISTএমন একাধিক অ্যাপ আছে যা দিয়ে সহজেই স্ক্যান করা যায়। একনজরে দেখে নিন সেইসব বিকল্প অ্যাপ -
এমন একাধিক অ্যাপ আছে যা দিয়ে সহজেই স্ক্যান করা যায়। একনজরে দেখে নিন সেইসব বিকল্প অ্যাপ -
স্কুলের ছাত্রছাত্রী থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া - শিক্ষকদের নোটের ফোটোকপির পথে হাঁটতেন না অনেকেই। বরং ক্যাম স্ক্যানার অ্যাপ দিয়ে পুরো নোট পিডিএফ আকারে ফোনে রেখে তা দিয়েই চলত পড়াশোনা। কিন্তু সেই অ্য়াপে নিষেধাজ্ঞা চাপানোর পর মাথায় হাত পড়েছে পড়ুয়াদের।
তবে আশঙ্কার কিছু নেই, এমন একাধিক অ্যাপ আছে যা দিয়ে সহজেই স্ক্যান করা যায়। এমনকী ফোনে ‘গুগল ড্রাইভ’-এও (Google Drive) সেই স্ক্যানের সুবিধা রয়েছে। একনজরে দেখে নিন সেইসব বিকল্প অ্যাপ -
১) Google Drive
সাধারণত অ্য়ান্ড্রয়েড ফোনে Google Drive থাকে। প্রথমে Google Drive খুলতে হবে। ডানদিকে নীচের দিকে 'Plus'-এ ক্লিক করুন। সেখানে ‘Scan’ ক্লিক করুন। তারপর ছবি তুলতে হবে। সাদা-কালো, রং, কালার ড্রয়িং ফিল্টারের মধ্যে বেছে নিন। সেই স্ক্যান করা পিডিএফ Google Drive-এ আপলোড করে নিন।
২) Adobe Scan
ছবি এবং ভিডিয়ো এডিটিংয়ের জন্য বেশি পরিচিত Adobe Scan। একইসঙ্গে মার্কিন সংস্থার অ্যাপে স্ক্যানেরও সুবিধা আছে। অনেকের মতে, ক্যাম স্ক্যানারের সঙ্গে সবথেকে বেশি মিল রয়েছে Adobe Scan-এর।
৩) Microsoft Office Lens
টেক জায়ান্ট মাইক্রোসফটেও স্ক্যান করার অ্যাপ রয়েছে। সেটি হল - Microsoft Office Lens। তা যথেষ্ট নির্ভরযোগ্য এবং যে কোনও নোট, নথি সহজেই স্ক্যান করা যায়। সে নথির ছবি তুলে পিডিএফ, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট ফাইল তৈরি করা যায়। যা মাইক্রোসফটের OneNote, OneDrive সেভ করা যাবে। লোকাল ড্রাইভেও সেভ করা যাবে।
৪) PhotoScan by Google Photos
Google Drive দিয়ে তো ছবি স্ক্যান করাই যায়। তবে ছবি ভালোভাবে স্ক্যান করার জন্য PhotoScan by Google Photos অ্যাপ অত্যন্ত কার্যকারী। Google Photos-এর সঙ্গে এটির সংযোগ ভালো এবং যে কোনও সময় নিজের ছবি ব্যবহার করতে পারে।
৫) Notebloc Scanner
স্পেনের বার্সেলোনার দুই মহিলা এই অ্যাপ চালান। এই অ্যাপে ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলার সুযোগ রয়েছে। আবার ফোনের গ্যালারি থেকেও ছবি বেছে নেওয়া যাবে। দ্রুত নথি স্ক্য়ান করে পিডিএফ বা ছবি আকারে তা ফোনে সেভ করা যাবে।