মিউচুয়াল ডিভোর্সের পর রায় পুনর্বিবেচনার আবেদন শুনবে না আদালত। এক রায়ে একথা জানিয়েছে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। নির্দেশে বিচারপতি বলেন, মিউচুয়াল ডিভোর্সের পর ফের একবার একসঙ্গে থাকার আবেদন আসলে আদালতের সঙ্গে রসিকতা।
আরও পড়ুন - নার্সিং প্রবেশিকা পরীক্ষায় ছাত্রীদের গোপনাঙ্গ থেকে উদ্ধার হল মোবাইল ফোন
পড়তে থাকুন - বাংলাদেশে হিন্দু কোতল চলছে, ১ কোটি শরণার্থী নেওয়ার জন্য তৈরি থাকুন: শুভেন্দু
বিচারপতি সুরেশ্বর ঠাকুর ও বিচারপতি সুদীপ্তি শর্মার বেঞ্চ নির্দেশে জানিয়েছে, ‘মিউচুয়াল ডিভোর্সের পর আদালতের কাছে কোনও যুগল যদি সেই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করে জানান যে তাঁরা ভুল বুঝতে পেরে ফের একসঙ্গে থাকতে চান তাহলে সেই আবাদনকে আদালত ও বিচারব্যবস্থার অবমাননা বলে বিবেচনা করা হবে।’ তবে তারা যদি হিন্দু ম্যারেজ অ্যাক্টের অধীনে ফের বিয়ে করে সহবাস করতে চান তাতে আদালতের কোনও আপত্তি নেই।
এক যুগলের মিউচুয়াল ডিভোর্সের নির্দেশ পুনর্বিবেচনার আবেদনের ভিত্তিতে আদালত এই মন্তব্য করেছে। ২০১৬ সালের নভেম্বরে বিয়ে হয় ওই যুগলের। ২০২১ সাল ডিসেম্বর থেকে আলাদা থাকা শুরু করেন তাঁরা। ২০২৩ সালের নভেম্বরে তাঁরা পারস্পরিক সহমতির ভিত্তিতে বিবাহবিচ্ছেদ করেন। তাদের একমাত্র সন্তানের দায়িত্ব মা-কে দেয় আদালত। কিন্তু এর পর আদালতে আবেদন করে তাঁরা জানান, তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। সন্তানের কল্যাণে তাঁরা একসঙ্গে থাকতে চান।
আরও পড়ুন - বিধানসভায় বেনজির সৌজন্য, বঙ্গভঙ্গের বিরোধিতায় শুভেন্দুর প্রস্তাব মেনে নিলেন মমতা
আদালত হিন্দু ম্যারেজ অ্যাক্ট খতিয়ে দেখে জানিয়েছে, একবার মিউচুয়াল ডিভোর্স হয়ে গেলে তা আর প্রত্যাহার করা সম্ভব নয়। এই ধরণের আবেদন আদালত অবমাননার সামিল। শুধুমাত্র ডিভোর্সের ক্ষেত্রে বলপ্রয়োগ, প্রতারণার ঘটনা ঘটে থাকলেই তা প্রত্যাহার করার উল্লেখ রয়েছে আইনে। ফলে এই যুগলের বিবাহবিচ্ছেদের নির্দেশ প্রত্যাহার করতে পারবে না আদালত। তবে তাঁরা নতুন করে বিয়ে করে সহবাস করতে পারেন।