আমি শিলিগুড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করি। বাবা-মায়ের সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকি। তবে কলকাতায় একটি ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছি। তার জন্য গৃহ ঋণের আবেদন করছি। আমি কী HRA আর গৃহঋণ, দুইতেই কর ছাড় পাব?
HRA-এর কর ছাড় তখনই মেলে যখন কর্মী কোনও ভাড়াবাড়িতে থাকেন। এই করছাড় পেতে তাই ভাড়া দিতে হবে। যদি কোনও কর্মী নিজের বাড়িতেই থাকেন, সেক্ষেত্রে HRA-তে করছাড়ের আবেদন করতে পারবেন না। আরও পড়ুন: 7th Pay Commission: ভাতা নিয়ে বড় ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর, সরকারি কর্মীদের মুখে ফুটবে হাসি
আয়কর আইন ১৯৬১-র 10(13A) ধারা, আয়কর বিধি, ১৯৬২-র 2A বিধি অনুসারে, নিয়োগকারীর কাছ থেকে প্রাপ্ত HRA-তে কর ছাড় প্রাপ্য।
এক্ষেত্রে মনে রাখতে হবে, ভাড়ার টাকা করদাতাকে নিজেকেই দিতে হবে।
আয়কর দফতর এইচআরএ এবং গৃহঋণে একত্রে কর ছাড় দেয়। একই বছরে বিশেষ কিছু শর্তে এটি ক্লেইম করা যেতে পারে।
গৃহ ঋণের ক্ষেত্রে সুদে ছাড় দেয় আয়কর দফতর। যে কাজের জন্য বাড়িটি নির্মাণ/কেনা হচ্ছে, তার উপর ভিত্তি করে করছাড়ের পরিমাণ স্থির হয়। অর্থাত্ ভাড়া দেওয়ার ক্ষেত্রে ও নিজে ব্যবহার করার ক্ষেত্রে করছাড়ের পরিমাণ ভিন্ন হয়।
কোনও ব্যক্তি যে শহরে ভাড়া থাকেন, তার বাইরে কোথাও বাড়ি বানান বা কেনে, সেক্ষেত্রে তিনি HRA ও গৃহ ঋণ, উভয় ক্ষেত্রেই ছাড় পাবেন। তাই হ্যাঁ, আপনার ক্ষেত্রে উভয়তেই মিলবে করছাড়।
মনে রাখবেন, আপনি যদি আপনার মাসিক বেতনের মাধ্যমে HRA কর ছাড় ক্লেইম করতে চান, তাহলে আপনার নিয়োগকারীকে TDS পর্যায়েই এই ধরনের ছাড় প্রদানের নীতি গ্রহণ করতে হবে। সেটি আপনার নিয়োগকারীর নিয়মের উপর নির্ভরশীল। প্রয়োজনীয় ডকুমেন্টেশন করলে তবেই আপনি পরে আপনার ট্যাক্স রিটার্নে এটি ক্লেইম করতে পারবেন। আরও পড়ুন: Income Tax Exemption on Allowances: এই ৭ ভাতার ওপর মেলে কর ছাড়ের সুবিধা, আইটি রিটার্ন ফাইলের আগে জানুন বিশদ
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup