Google Pay-তে পেমেন্টের সময় গোলমাল হলে টাকা কেটে নেওয়া হবে কি? তা নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঘুরে বেড়াচ্ছিল। যা পুরোপুরি ভুয়ো বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে স্পষ্টভাবে জানানো হল, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার অনুমোদিত পেমেন্ট সিস্টেমের তালিকায় আছে গুগল পে।
সম্প্রতি প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেকের তরফে টুইটারে একটি ছবি পোস্ট করা হয়েছে। ওই ছবিতে বলা হয়েছে, 'লেনদেনের ব্যবস্থার অপারেটর নয় গুগল পে, দিল্লি হাইকোর্টে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। আরবিআই ঘোষণা করেছে, গুগল পে'র মাধ্যমে টাকা লেনদেনের সময় যদি কোনও সমস্যা হয়, তাহলে কোনও দাবি জানাতে পারবেন না ব্যবহারকারীরা। কারণ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার অনুমোদিত পেমেন্ট সিস্টেমের তালিকায় নেই। তাই গুগল পে ব্যবহারের আগে সতর্ক থাকুন। কারণ গুগল পে সংক্রান্ত লেনদেন বা জালিয়াতি সংক্রান্ত বিষয় আরবিআইয়ের আওতার বাইরে পড়বে।'
আরও পড়ুন: Safe online payment tricks: UPI, অনলাইন লেনদেন করলে এই ৫টি বিষয়ে থাকুন সাবধান
ওই ছবির বয়ান যে ভুয়ো, তা স্পষ্ট করে দিয়েছে পিআইবি। সরকারের প্রেস ব্যুরোর তরফে বলা হয়েছে, ‘দাবি করা হচ্ছে যে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এনপিসিআই) অনুমোদিত পেমেন্ট সিস্টেমের তালিকায় গুগল পে'কে স্বীকৃতি দেয়নি আরবিআই। এই দাবি ভুয়ো। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, গুগল হল অনুমোদিত পেমেন্ট সিস্টেম প্রোভাইডার।’
তবে গুগল পে'কে নিয়ে এই প্রথম নয়, আগেও ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল। ২০২০ সালে ছড়িয়ে পড়েছিল সেরকম ভুয়ো খবর। সেইসময় এনপিসিআইয়ের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছিল, গুগল পে'র মাধ্যমে অর্থ লেনদেনের বিষয়টি আইনের মাধ্যমে সুরক্ষিত নয় বলে যে সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হচ্ছে, তা মোটেও ঠিক নয়। গুগল পে'কে অনুমোদন দেওয়া হয়েছে বলে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছিল।