কানাডার ব্র্যাম্পটনে হিন্দু সভার মন্দিরে হামলা চালানোর ঘটনায় নাম জড়িয়েছে সেদেশের এক পুলিশ অফিসারের। রিপোর্ট অনুযায়ী, পিল রিজিওনাল পুলিশের সার্জেন্ট হরিন্দর সোহি হামলাকারীদের মধ্যে ছিলেন। এক ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, তিনি ভারত বিরোধী খলিস্তানি স্লোগান তুলছেন। এই আবহে হরিন্দরকে পুলিশ সারজেন্ট পদ থেকে সাসপেন্ড করা হয়েছে। এদিকে এই প্রসঙ্গে পিল পুলিশ দফতরের মুখপাত্র রিচার্ড চিন জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। এদিকে এরপর থেকে বিক্ষোভ যাতে শান্তিপূর্ণ থাকে, তা নিশ্চিত করতে আরও বেশি সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হবে বলে আশ্বাস দিয়েছে পিল রিজিওনাল পুলিশ ডিপার্টমেন্ট। (আরও পড়ুন: চুপ থাকবে না ভারত, বোঝালেন মোদী, কানাডার মন্দিরে হামলার জবাবে ট্রুডোকে বললেন কী?)
আরও পড়ুন: LAC-তে স্থিতাবস্থা বজায় রাখতে 'ইতিবাচক পদক্ষেপ',এবার কোথায় পা পড়ল ভারতীয় সেনার?
উল্লেখ্য, কানাডার অন্টারিওর ব্র্যাম্পটন (গ্রেটার অন্টারিও এলাকা) হিন্দু মন্দিরে হামলার অভিযোগ ওঠে খলিস্তানিদের বিরুদ্ধে। সেখানে দর্শনার্থীদের ওপর নাকি হামলা চালায় তারা। কানাডার সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল টেলিগ্রাফ সাংবাদিক ড্যানিয়েল ব্রডম্যান সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) পোস্ট করেছেন। তাতে দেখা গিয়েছে, লাঠি নিয়ে ছুটে এসে কয়েকজন হামলা চালাচ্ছে। তারইমধ্যে এক মহিলাকে চিৎকার করতে শোনা যায়। অভিযোগ ওঠে, মন্দির চত্বরে ঢুকে দর্শনার্থীদের ওপর চড়াও হয় কট্টরপন্থী শিখরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে দাবি করা হয়। তবে ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, খলিস্তানিরা পতাকা নিয়ে ঢুকে পড়ে মন্দির চত্বরে। সেখানে দর্শনার্থীদের পতাকার লাঠি দিয়েই মারতে শুরু করে তারা। ভাইরাল ভিডিয়োতে হামলাকারী খলিস্তানিদের আটকাতে দেখা যায়নি। (আরও পড়ুন: মণিপুর হিংসায় এবার নয়া মোড়, কুকির পর এবার নাগা গোষ্ঠীর সঙ্গে সংঘাত মৈতৈদের)
এই আবহে আবার কড়া পদক্ষেপের পথে হাঁটার ঘোষণা করেন ব্র্যাম্পটনের মেয়র প্যাট্রিক ব্রাউন। তিনি দাবি করেছেন, সিটি কাউন্সিলে তিনি শীঘ্রই প্রস্তাব পেশ করবেন যাতে প্রার্থনাস্থলের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হয়। এই নিয়ে তিনি শহরের সলিসিটরদের পর্যালোচনা করতে বলেছেন। আগামী সিটি কাউন্সিলের বৈঠকে এই সংক্রান্ত আইনি ধারার বৈধতা নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে অপর এক ঘটনায় সারে-র লক্ষ্মীনারায়ণ মন্দিরে খলিস্তানি এবং ভারতীয় বংশোদ্ভূতদের মুখোমুখি বিক্ষোভ দেখা যায়। সেই ঘটনায় তিন হিন্দুকে জোরপূর্বক গ্রেফতার করতে দেখা যায় সারে পুলিশকে। রিপোর্ট অনুযায়ী, লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে খলিস্তানিরা ভারত বিরোধী বিক্ষোভ দেখাচ্ছিল। সেই সময় লক্ষ্মীনারায়ণ মন্দিরে আগত ভক্তরাও পালটা প্রতিবাদ দেখায়। সেই সময় হিন্দু ভক্তদের মধ্যে থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে কোন চার্জ আনা হয়েছে, তাও বলেনি তারা। যার জেরে উত্তেজনা ছড়ায়। এই আবহে মন্দির কমিটির সভাপতি সতীশ কুমার বলেছেন, এরপর থেকে সারে পুলিশকে আর মন্দির চত্বরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এদিকে সেখানে কানাডা পুলিশ এবং খলিস্তানিদের বিরুদ্ধে প্রতিবাদ আরও তীব্র হয়। ভারতীয় পতাকা উড়িয়ে ভক্তরা স্লোগান তোলেন খলিস্তানিদের বিরুদ্ধে।