ফের কানাডার হিন্দু মন্দিরে হামলার হুমকি খলিস্তানিদের। এই আবহে মন্দিরে অনুষ্ঠিত হতে চলা ভারতীয় কনস্যুলেটের ক্যাম্প বাতিল করে দেওয়া হল। ব্র্যাম্পটনের ত্রিবেণী মন্দিরে বসার কথা ছিল এই ক্যাম্পের। উল্লেখ্য, সম্প্রতি খলিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনের একটি হুমকি বার্তা ভাইরা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে অযোধ্যার রামমন্দির সহ কানাডার দুই হিন্দু মন্দিরে হামলার হুমকি দিতে শোনা গিয়েছে পান্নুনকে। প্রসঙ্গত, এর আগেও ভারতীয় কমস্যুলেটের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বাতিল করা হয়েছিল কানাডার মন্দিরে। (আরও পড়ুন: বকেয়া ডিএ মামলা নিয়ে নয়া আপডেট, সুপ্রিম কোর্টে নয়া প্রধান বিচারপতি আসতেই...)
আরও পড়ুন: বাংলাদেশি অনুপ্রবেশ মামলায় সাত সকালে ইডির অভিযান বাংলা-ঝাড়খণ্ডের ১৭ জায়গায়
সম্প্রতি নিষিদ্ধ গোষ্ঠী 'শিখস ফর জাস্টিস'-এর প্রধান দাবি করেন, আগামী ১৬ এবং ১৭ নভেম্বর অযোধ্যার রামমন্দির এবং অন্যান্য আরও বেশ কয়েকটি হিন্দু মন্দিরের 'ভিত নাড়িয়ে দেওয়া হবে'। এদিকে কানাডার হিন্দু সাংসদ চন্দ্র আর্য্যকে উদ্দেশ্য করেও হুমকি দিয়েছেন পান্নুন। পান্নুন বলেন, 'ভারতীয় কূটনীতিকদের জন্যে পরবর্তী চ্যালেঞ্জ হবে: ১৬ নভেম্বর মিসিসাউগার কালিবাড়ি মন্দির এবং ১৭ নভেম্বর ব্র্যাম্পটনের ত্রিবেণী মন্দির।' এর আগে খলিস্তানি হুমকির প্রতিবাদে ভারত সরকারের তরফ থেকে অভিযোগ জানানো হলে তা কার্যত 'উপেক্ষা' করেছে ট্রুডোর সরকার। 'বাকস্বাধীনতার' আছিলায় খলিস্তানিদের প্ররোচণামূলক বক্তব্যে বাধা দেওয়া হয়নি। এবারও ট্রুডোর সরকার পান্নুনের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি। (আরও পড়ুন: ভারতীয় ককাসের প্রধানকে মার্কিন NSA হিসেবে নিয়োগ করবেন ট্রাম্প: রিপোর্ট)
আরও পড়ুন: 'উধাও' সরকারের ৪০ লাখ, ভাতা পাচ্ছে না মানুষ, বিস্ফোরক অভিযোগ TMC কাউন্সিলরেরই
উল্লেখ্য, কয়েকদিন আগে দিওয়ালির আবহে ব্র্যাম্পটনের হিন্দু সভার মন্দিরে এই ধরনেরই একটি ক্যাম্পের আয়োজন করেছিল ভারতীয় দূতাবাস। এই আবহে সেখানে হামালা চালিয়েছিল খলিস্তানিরা। এরপর কানাডার প্রশাসন ভারতীয় দূতাবাসকে জানায়, তারা এই ধরনের ক্যাম্পে ন্যূনতম নিরাপত্তাও দিতেও পারবে না। এই আবহে ভারতীয় দূতাবাস এর আগেও পূর্বনির্ধারিত ক্যাম্পগুলি বাতিল করেছে। আর এবার পান্নুনের হুমকির আবহে ফের এই ক্যাম্প বাতিল করা হল। উল্লেখ্য, এই ক্যাম্পগুলি থেকে প্রবাসী ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত কানাডাবাসীদের লাইফ সার্টিফিকেট দিয়ে থাকে ভারতীয় দূতাবাস। (আরও পড়ুন: কাজের জন্যে মেট্রোর পরিষেবায় পরিবর্তন, নাজেহাল নিত্যযাত্রীরা, কী বলছে রেল?)
আরও পড়ুন: বাংলায় জুড়েছে ২ রেলপথ, নয়া রুটে ট্রেন চালুর আগে অবশ্য ভোগান্তি লোকাল যাত্রীদের
এদিকে পান্নুনের এই হুমকি ভরা অডিয়ো ক্লিপ সোশ্যল মিডিয়ায় ভাইরাল হতেই অযোধ্যায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সেখানে সতর্কতা বাড়িয়েছে প্রশাসন। অযোধ্যা রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল (আইজি) প্রবীণ কুমার বলেছেন, 'অযোধ্যা ইতিমধ্যেই সুরক্ষিত। এবং এখানে মোতায়েন পুলিশ এবং আধাসামরিক বাহিনী চব্বিশ ঘণ্টা সজাগ। যে কোনও সন্ত্রাসবাদী হুমকির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত তাঁরা।'