সম্প্রতি কানাডায় খুন হয়েছেন তিনজন ভারতীয় পড়ুয়া। এই আবহে এবার কানাডায় যাওয়ার ক্ষেত্রে ভারতীয়দের সতর্ক করল দিল্লি। এদিকে কানাডার সংবাদমাধ্যমে রিপোর্ট প্রকাশ করে দাবি করা হয়েছে, ভারত নাকি কানাডিয়ান নাগরিক এবং খলিস্তাতনপন্থীদের ভিসা দিচ্ছে না। এই নিয়ে ভারত সরকারের সাফ বক্তব্য, ভারতের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হচ্ছে এই ধরনের মন্তব্যের মাধ্যমে। এই নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'কানাডার মিডিয়া কীভাবে ভারতের বদনাম করতে ভুয়ো খবর ছড়ায়, তার আরও এক নিদর্শন এটা। ভারতীয় ভিসা ইস্যু করা আমাদের সার্বভৌম অধিকার। কাউকে যদি ভিসা না দেওয়া হয়, তার পরিপ্রেক্ষিতে আমাদের নির্দিষ্ট কারণ ও যুক্তি থাকবে। কেউ আমাদের দেশের সার্বভৌমত্ব স্বীকার না করলে তাঁর ভিসার আবেদন নাকচ করতেই পারি আমরা।' (আরও পড়ুন: আরাকান আর্মির দখলে রাখাইন, 'রোহিঙ্গা' নামক মাথাব্যথা কীভাবে দূর করবেন ইউনুস?)
আরও পড়ুন: ভারতে কি 'ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ' ভিত্তিতে বণ্টন হবে স্যাটেলাইট স্পেকট্রাম?
আরও পড়ুন: ভারতের থেকে 'মোস্ট ফেভারড নেশন'-এর তকমা ছিনিয়ে নিল সুইৎজারল্যান্ড! তবে কেন?
এদিকে তিন ভারতীয় পড়ুয়ার খুনের প্রসঙ্গে রণধীর বলেন, 'এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। কানাডায় বসবাসকারী ভারতীয়দের এই ঘটনা নাড়িয়ে দিয়েছে। এই আবহে আমাদের হাই কমিশন যতটা পারছে সাহায্য করছে। এর পরিপ্রেক্ষিতে কানাডায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং পড়ুয়াদের জন্যে নির্দেশিকা জারি করা হয়েছে। তাঁদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে থাকতে বলা হয়েছে। কানাডায় নিরাপত্তা ব্যবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। সেখানে অপরাধমূলক ঘটনা ক্রমেই বাড়ছে।' (আরও পড়ুন: 'বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও...', ভারতকে কি ভয় পাচ্ছে জামাতে ইসলামি?)
উল্লেখ্য, বিগত দিনে ব্র্যাম্পটনে কনস্যুলার ক্যাম্প অনুষ্ঠিত করার আবহে সেখানে খলিস্তানিদের হামলা হয়েছিল। এছাড়াও বিগত দিনে একাধিক ক্ষেত্রে হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটেছে সেই দেশে। প্রধানমন্ত্রী মোদী সহ ভারতীয় নেতাদের প্রাণনাশের হুমকি দিয়েছে সেদেশের খলিস্থানিপন্থীরা। এদিকে কানাডা পুলিশ হাত তুলে নেওয়ার জেরে পূর্বপরিকল্পিত বেশ কয়েকটি কনস্যুলার ক্যাম্প বাতিল করতে হয়েছিল ভারতীয় হাই কমিশনকে। তবে এত কিছুর পরও ট্রুডো সরকারের টনক নড়েনি।
প্রসঙ্গত, বর্তমানে কানাডায় প্রায় ১৮ লাখ ইন্দো-কানাডিয়ানের বাস। যা তাদের মোট জনসংখ্যার প্রায় ৪.৭ শতাংশ। এছাড়াও সেখানে আরও প্রায় ১০ লাখ অনাবাসী ভারতীয় থাকেন। তাদের মধ্যে থেকে ৪ লাখ ২৭ হাজার জনের মতো হলেন ভারতীয় পড়ুয়া। এদিকে কানাডার সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণ বার্ষিক (২০২৩) ৯.৪ বিলিয়ন ডলার। এর মধ্যে কানাডায় ভারত ৫.৬ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি করে এবং কানাডা থেকে ৩.৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করে। বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের মাধ্যমে ভারতে বিনিয়োগ করা দেশের তালিকায় কানাডা ১৭তম স্থানে আছে।