১৯৮৪ সালে ভারতে শিখ বিরোধী দাঙ্গাকে 'গণহত্যা' আখ্যা দেওয়ার প্রস্তাব পেশ হল কানাডার সংসদে। সেদেশের নিউ ডেমোক্র্যাটিক পার্টি এই প্রস্তাব পেশ করেছিল এই প্রস্তাব। বিগত কয়েক বছর ধরে কানাডার রাজনীতিতে যেভাবে পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে খলিস্তানিদের প্রভাব বেড়েছে। এই আবহে কানাডার সংসদে এই ধরনের প্রস্তাব অবাক করে দেওয়ার মতো নয়। বরং সেই প্রস্তাব প্রত্যাখান হওয়াই যেন কিছুটা অবাক করে দেওয়ার মতো ঘটনা। এবং সেটাই হল কানাডার সংসদে। ১৯৮৪ সালের দাঙ্গাকে 'গণহত্যা' আখ্যা দেওয়ার প্রস্তাব গ্রহণ করা হল না কানাডার সংসদে। এর নেপথ্যে বড় ভূমিকা পালন করেছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান সাংসদ চন্দ্র আর্য্য। তিনি অভিযোগ করেন, এই প্রস্তাব খলিস্তানি লবির কারসাজি। (আরও পড়ুন: উপাসনাস্থল আইনের বৈধতা নিয়ে শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে, গঠিত বিশেষ বেঞ্চ)
আরও পড়ুন: ভারতকে 'অস্থিতিশীল করার' চেষ্টায় আছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট: বিজেপি
রিপোর্ট অনুযায়ী, কানাডার সংসদের হাউজ অফ কমনসের বিদেশ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সামনে ১৯৮৪ সালের হিংসা সংক্রান্ত এই প্রস্তাবটি এনেছিলেন নিউ ডেমোক্র্যাটিক পার্টির সাংসদ সুখ ঢালিওয়াল। চন্দ্র আর্য্য সঙ্গে সঙ্গে সেই প্রস্তাবটির বিরোধিতা করেন। তিনি দাবি করেন, সেই সময় সংসদে উপস্থিত সাংসদদের মধ্যে একমাত্র তিনিই এই প্রস্তাবের বিরোধিতা করেন। এর জেরে এই প্রস্তাবটি আটকে যায়। এই নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ চন্দ্র লেখেন, 'ভারতে ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গাকে গণহত্যা আখ্যা দেওয়ার চেষ্টা করলেন সারে-নিউটাউনের সাংসদ। তিনি এই প্রস্তাব নিয়ে হাউজ অফ কমনসের সর্বসম্মতি চেয়েছিলেন। তবে সংসদে একমাত্র আমি দাঁড়িয়ে উঠে এই প্রস্তাবকে 'না' বলি। আর আমার সেই একটা 'না' এই প্রস্তাবকে খারিজ করতে সমর্থ হয়।' (আরও পড়ুন: ইউনুস জমানায় বাংলাদেশ থেকে কতজন অনুপ্রবেশ করেছে ভারতে? জানাল BSF)
আরও পড়ুন: শহিদ ভগৎ সিংকে 'সন্ত্রাসবাদী' মনে করে পাকিস্তান! কী বলছে ভারত?
এরপর চন্দ্র আর্য্য অভিযোগ করেন, তিনি এই প্রস্তাবের বিরোধিতা করায় সংসদের বাইরে তাঁকে হুমকির মুখে পড়তে হয়। তিনি বলেন, 'সংসেদের ভিতরে এবং বাইরে একাধিকবার চেষ্টা করা হয়েছে যাতে আমি হিন্দু কানাডিয়ানদের উদ্বেগের বিষয়গুলি তুলে ধরতে না পারি। আমি আজকে এই এজেন্ডা আটকাতে পেরে গর্বিত। তবে আমাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। পরবর্তী কালে আমরা হয়ত এতটা সৌভাগ্যবান হব না। রাজনৈতিক ভাবে শক্তিশালী খলিস্তানি লবি আবারও এই প্রস্তাব পাশ করানোর চেষ্টা করবে।' উল্লেখ্য, চন্দ্র নিজে লিবারেল পার্টির সাংসদ। জাস্টিন ট্রুডোর দলের সদস্য হয়েও খলিস্তানি প্রচারের বিরুদ্ধে বারংবার সরব হয়েছেন চন্দ্র। এমনকী নিজের দলের সরকারের বেশ কিছু নীতি এবং সিদ্ধান্তের বিরুদ্ধেও কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। (আরও পড়ুন: ধার নিল, প্রাণও নিল! বাংলাদেশে হিন্দু মহিলাকে কুপিয়ে খুন, অভিযুক্ত প্রতিবেশী)
আরও পড়ুন: ইউনুসের সঙ্গে বৈঠকের পরই চিন্ময় প্রভুর হয়ে সরব বাংলাদেশের ফাদার রোজারিও, বললেন…
এদিকে এই ঘটনা নিয়ে নিউ ডেমোক্র্যাটিক পার্টির প্রধান জগমিৎ সিং অভিযোগ করেন, কনজারভেটিভ এবং লিবারেলরা মিলে এই প্রস্তাবকে ঠেকিয়েছে সংসদে। তাঁর অভিযোগ, কনজারভেটিভ এবং লিবারেল, উভয় দলই কানাডায় বসবাসরত শিখ সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় ব্যর্থ। তিনি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে লেখেন, 'এই বিষয়টি নিয়ে তারা বিগত বেশ কয়েক মাস ধরেই অবগত ছিলেন। তারা সময় দিয়ে আমাদের সম্প্রদায়ের উদ্বেগের কথাগুলি শুনতে পারতেন। তবে তারা সেটা না করে বিচারকে পিঠ দেখিয়েছেন।'