কোভিড নিয়ে আম জনতাকে সতর্ক এবং সচেতন করতে কোভিড পোর্টালের লিঙ্ক টুইট করতে গিয়ে পর্নহাবের লিঙ্ক টুইট করল কানাডার কিউবেক প্রদেশের স্বাস্থ্য মন্ত্রক। লিঙ্কে ক্লিক করতেই কোভিড পোর্টালে যাওয়ার বদলে আম জনতার সামনে খুলল পর্নহাবের ভিডিয়ো। এই ঘটনায় নাক-কান কাটা গিয়েছে কিউবেকের স্বাস্থ্য মন্ত্রকের। ভুল শুধরে তড়িঘড়ি পদক্ষেপও নেয় মন্ত্রক। তবে ততক্ষণে বিষয়টি নজরে চলে আসে বহু ইন্টারনেট ব্যবহারকারীর। এ নিয়ে ঠাট্টা করতে থাকেন নেটিজেনরা।
পর্নহাবের লিঙ্ক পোস্টের বিষয়টি সামনে আসতেই কিউবেকের স্বাস্থ্য মন্ত্রক সেটিকে ডিলিট করে বলে জানা গিয়েছে। পরে বিষয়টি সম্পর্কে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে ইমেলে স্বাস্থ্য মন্ত্রকের তরফে লেখা হয়, ‘পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণে আমাদের টুইটার অ্যাকাউন্টে অনুপযুক্ত বিষয়বস্তুর একটি লিঙ্ক পোস্ট করা হয়েছিল।’ ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয় কিউবেকের স্বাস্থ্য মন্ত্রকের তরফে।
উল্লেখ্য, কিউবেকের টুইটার অ্যাকাউন্টটিকে ফলো করেন প্রায় এক লক্ষ মানুষ। এদিকে পর্নোগ্রাফির অত্যন্ত একটি ওয়েবসাইট হল পর্নহাব। এই পর্নোগ্রাফি ওয়েবসাইটটির সদর দফতর কানাডার মন্ট্রিয়ালে স্থিত। মাইন্ডগিক নামক একটি সংস্থা এই ওয়েবসাইটের মালিক। কিউবেকের স্বাস্থ্য মন্ত্রকের এই ‘ভুল’ সামনে আসতেই নেটিজেনরা তা নিয়ে ঠাট্টা করতে শুরু করেন। হাসির রোল পড়ে নেট পাড়ায়। মুহূর্তে ঘটনার কথা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে তৈরি হয় বিভিন্ন ‘মিম’। ভাইরাল খবরে পরিণত হয় স্বাস্থ্য মন্ত্রকের এই ‘ভুল’।