বাংলা নিউজ > ঘরে বাইরে > Cancelled Trains: আগামী ১০ দিনে ১৪ দূরপাল্লার ট্রেন বাতিল করল ভারতীয় রেল, দেখে নিন পুরো তালিকা
আগামিকাল থেকে আগামী ২ জানুয়ারি পর্যন্ত ১৪ টি ট্রেন বাতিল করল ভারতীয় রেল। পূর্ব উপকূলীয় রেলের (ইস্ট-কোস্ট রেল) তরফে জানানো হয়েছে, ওড়িশার ব্রজরাজনগর স্টেশনের আধুনিকীকরণের কাজের জন্য সাত জোড়া ট্রেন বাতিল থাকবে। দেখে নিন বাতিল ট্রেনের তালিকা -
- ২০৯১৭ ইন্দোর জংশন-পুরী: ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) বাতিল থাকবে।
- ২০৯১৮ পুরী-ইন্দোর জংশন: ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাতিল থাকবে।
- ২২৯০৯ ভালসাদ-পুরী: ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাতিল থাকবে।
- ২২৯০৯ পুরী-ভালসাদ: ২৬ ডিসেম্বর (রবিবার) এবং ২ জানুয়ারি (রবিবার) বাতিল থাকবে।
- ২০৪৭১ বিকানের জংশন-পুরী: ২৬ ডিসেম্বর (রবিবার) বাতিল থাকবে।
- ২০৪৭২ পুরী-বিকানের জংশন: ২৯ ডিসেম্বর (বুধবার) বাতিল থাকবে।
- ২২৮৬৬ পুরী-লোকমান্য তিলক: ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) বাতিল থাকবে।
- ২২৮৬৫ লোকমান্য তিলক-পুরী: ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাতিল থাকবে।
- ১২৮৮০ ভুবনেশ্বর-লোকমান্য তিলক: ২৭ ডিসেম্বর (সোমবার) এবং ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাতিল থাকবে।
- ১২৯৭৯ লোকমান্য তিলক-ভুবনেশ্বর: ২৫ ডিসেম্বর (শনিবার), ২৯ ডিসেম্বর (বুধবার) এবং ১ জানুয়ারি (শনিবার) বাতিল থাকবে।
- ২০৮০৭ বিশাখাপত্তনম-অমৃতসর জংশন: ২৪ ডিসেম্বর (শুক্রবার), ২৫ ডিসেম্বর (শনিবার) এবং ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) বাতিল থাকবে।
- ২০৮০৮ অমৃতসর-বিশাখাপত্তনম জংশন: ২৫ ডিসেম্বর (শনিবার), ২৬ ডিসেম্বর (রবিবার) এবং ২৯ ডিসেম্বর (বুধবার) বাতিল থাকবে।
- ০৮২৬৪ বিলাসপুর-তিতলাগঢ়: ২৪ ডিসেম্বর (শুক্রবার) থেকে ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বাতিল থাকবে।
- ০৮২৬৩ বিলাসপুর-তিতলাগঢ়: ২৪ ডিসেম্বর (শুক্রবার) থেকে ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বাতিল থাকবে।
পরবর্তী খবর