মর্মান্তিক ঘটনা। একটি আবাসনের নিচে গ্যারেজে ঘুমিয়ে পড়েছিল তিন বছরের এক শিশুকন্যা। আর সেই সময়ই একরত্তিকে পিষে দিল একটি এসইউভি গাড়ি। পুরো ঘটনাটির দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের হায়াতনগরের লেকচারার্স কলোনিতে। গ্যারেজে গাড়ি পার্কিং করছিলেন চালক। কিন্তু ঘুমন্ত শিশুকে দেখতে না পেয়ে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন ওই চালক। ঘটনার পর থেকে চালক পলাতক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার রাত্রি দশটা নাগাদ। তিন বছরের শিশুর নাম লক্ষ্মী। তার মা পেশায় একজন শ্রমিক। গরমের কারণে ওই অ্যাপার্টমেন্টের গ্যারেজে ওই শিশুকে রেখে দিয়েছিলেন তার মা। শিশু ঘুমিয়ে পড়ায় তাকে কাপড় দিয়ে ঢেকে রেখেছিলেন। তারপরেই কাজে চলে যান ওই মহিলা। কিছুক্ষণ পরেই গাড়ি চালক হরিরাম কৃষ্ণ সেখানে গাড়ি পার্কিং করার সময় ঘটে বিপত্তি। পার্কিং করার জন্য তিনি আস্তে আস্তে গাড়িটি চালাচ্ছিলেন। তখন গাড়ির সামনের চাকা শিশুটির ওপর উঠে যায়। যার ফলে মাথায় আঘাত পায় শিশুটি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। গাড়ি চালকের বক্তব্য, মেয়েটিকে কাপড় দিয়ে ঢেকে রাখায় তিনি তাকে লক্ষ্য করেননি। ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, হায়দরাবাদে এমন দুর্ঘটনা এই প্রথম নয়। সম্প্রতি, হায়দরাবাদের চিত্রপুরী কলোনিতে একটি আবাসনের গ্যারেজ থেকে বেরোনোর সময় একটি এসইউভি দুটি শিশুকে পিষে দেয়। সেখানে তিন শিশু খেলছিল। গাড়িটি বাঁদিকে ঘোরানোর সময় ওই দুই শিশুকে পিষে দেন চালক। দুজনেরই মৃত্যু হয়। অন্য এক শিশু সামান্য আহত পেলে তাকে হাসপাতালে ভরতি করা হয়। ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে আবাসনের গ্যারেজে গাড়ি পার্কিং বা বের করার সময় চালকদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে মনে করছেন অনেকেই।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup