২০২৪ সালেরই গাড়ি কেনার প্ল্যান ছিল? কিন্তু তা হয়ে ওঠেনি? তাহলে খুব একটা সুসংবাদ আপনার জন্য নেই! কারম ২০২৫ সালের ১ জানুয়ারি, অর্থাৎ আগামিকাল মঙ্গলবার থেকেই দাম বেড়ে যাচ্ছে বহু গাড়ি। মারুতি সুজুকি, হুন্ডাই অডি, মার্সিডিজ বেঞ্জ সহ একাধিক গাড়ির দাম রাত পোহালেই বাড়তে চলেছে।
উল্লেখ্য, গাড়ি উৎপাদনে বিভিন্ন রকমের খরচ খরচা ও বাজারের পরিস্থিতির সাপেক্ষে এই দামের বৃদ্ধি হচ্ছে। বিভিন্ন সংস্থার একাধিক মডেলের দাম বাড়তে চলেছে। ফলে ক্রেতাদের গাড়ি কেনা নিয়ে সিদ্ধান্তের ওপরেও তা প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে আজই প্রাইস লক বুকিং এর সুবিধা কোথায় কোথায় রয়েছে, তার খোঁজ করে চলেছেন অনেকেই। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কোন কোন সংস্থা গাড়ির দাম বাড়াতে চলেছে, দেখা যাক।
হুন্ডাই মোটর
ভারতে গাড়ি নির্মাতাদের মধ্যে হুন্ডাই মোটরই প্রথম, যারা ঘোষণা করে যে তারা তাদের অনেক কয়টি মডেলের দাম বাড়াতে চলেছে।মডেলের প্রেক্ষিতে দাম বাড়ানোর পথে হাঁটছে তারা। সর্বোচ্চ দাম ২৫ হাজার বাড়তে পারে। এক্সচেঞ্জ রেট, ইনপুট কস্ট সহ বেশ কয়েকটি বিষয়ের সাপেক্ষে এই দাম বৃদ্ধি।
মারুতি সুজুকি
মারুতি তার সব কয়টি মডেলের দাম বাড়াতে চলেছে। এরিনা বা নেক্সা আউটলেট থেকে বিক্রি হওয়া গাড়ির ক্ষেত্রেও দাম বাড়বে। দাম বৃদ্ধি সর্বোচ্চ ৪ শতাংশ পর্যন্ত হতে পারে। মারুতির এরিনায় রয়েছে, অল্টো, অল্টো কে১০, ওয়াগন আর, সেলেরিও, সুইফ্ট, এসপ্রেসো, ডিজায়ার, ইকো, এরটিকা, ব্রেজ্জা। নেক্সাতে রয়েছে, ইগনিস, বালেনো, গ্র্যান্ড ভিতারা, ফ্রঙ্জ, সিয়াজ, এক্সেল সিক্স সহ বহু গাড়ি।
মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা
৩ শতাংশ পর্যন্ত গাড়ির দাম বৃদ্ধি করতে চলেছে গাড়ি নির্মাতা সংস্থা মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। মুদ্রাস্ফীতি ও জিনিসপত্রের দাম বৃদ্ধির দিকে তাকিয়ে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা বাড়াচ্ছে তাদের নির্মিত গাড়ির দাম।
টাটা মোটোর্স
টাটা মোটর্সও তাদের গাড়ির দাম সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে নিচ্ছে। তবে তা মডেলের ওপর নির্ভর করছে। এই সংস্থাও মুদ্রাস্ফীতি ও ইনপুট খরচকে সামনে রেখে বাড়াচ্ছে গাড়ির দাম। বর্তমানে টাটা মোটর্সের টিয়াগো, অল্টরোজ, টাইগোর, নেক্সন, হ্যারিয়ের, সাফারি, সহ নানা মডেল রয়েছে। ইলেকট্রিক গাড়ির সেগেমেন্টেও একাধিক মডেল রয়েছে সংস্থার।
বিএমডাব্লিউ
ভারতে বিএমডাব্লিউ সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত বাড়াচ্ছে গাড়ির দাম। এদের মডেলের মধ্যে রয়েছে ২ সিরিজ গ্র্যান কৌপ,৩ সিরিজ এলবিডাব্লিউ, ৫ সরিজ, ৭ সিরিজ সহ বহু গাড়ির মডেল।
শুধু এই সংস্থাগুলিই নয়, অডি ইন্ডিয়া, মার্সিডিজ বেঞ্জ, স্টেলান্টিস ইন্ডিয়া, স্কোডা অটো ইন্ডিয়া, কিয়া ইন্ডিয়া সহ একাধিক গাড়ির সংস্থা তাদের মডেলের দাম বাড়াচ্ছে ১ জানুয়াকরি ২০২৫ থেকে।