বাংলা নিউজ > ঘরে বাইরে > Case Filed Against Cricketer Prithvi Shaw: উলটো ঝামেলায় ফাঁসলেন পৃথ্বী, তাঁর বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের হল ১০ ধারায়

Case Filed Against Cricketer Prithvi Shaw: উলটো ঝামেলায় ফাঁসলেন পৃথ্বী, তাঁর বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের হল ১০ ধারায়

ক্রিকেটার পৃথ্বী শ (PTI)

পৃথ্বী শ’কে নিগ্রহের অভিযোগে গ্রেফতার হওয়া সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল জামিন পেয়েছেন। এহেন স্বপ্না জেলে থেকে বেরিয়েই ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে পালটা ১০ ধারায় মামলা দায়ের করলেন। অভিযোগ করা হয়েছে পৃথ্বীর বন্ধু আশিস যাদবের বিরুদ্ধেও।

পৃথ্বী শ’কে নিগ্রহের অভিযোগে গ্রেফতার হওয়া সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল জামিন পেয়েছেন। এহেন স্বপ্না জেলে থেকে বেরিয়েই ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে পালটা ১০ ধারায় মামলা দায়ের করলেন। অভিযোগ করা হয়েছে পৃথ্বীর বন্ধু আশিস যাদবের বিরুদ্ধেও। জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩৪, ১২০বি, ১৪৬, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৪, ৩৫১, ৩৫৪ ও ৫০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে পৃথ্বীদের বিরুদ্ধে। পুলিশের কাছে স্বপ্নার অভিযোগ, পৃথ্বীই প্রথমে তাঁদের মারধর করেন। (আরও পড়ুন: 'সাধারণ কর্মীদের ৩%, মুখ্যমন্ত্রীর সচিবকে কেন্দ্রীয় হারে DA', উঠল বৈষম্যর অভিযোগ)

এদিকে এর আগে পৃথ্বী অভিযোগ করেছিলেন, বন্ধুদের সঙ্গে সান্তাক্রুজের একটি পাঁচতারা হোটেলে নৈশভোজের সময় এবং পরে তাঁকে নিগ্রহ করা হয়। ঘটনার সূত্রপাত গত ১৬ ফেব্রুয়ারি। পৃথ্বী দাবি করেন, নৈশভোজের সময় অচেনা কয়েকজন ব্যক্তি তাঁদের টেবিলে চলে আসেন এবং সেলফির জন্য জোরাজুরি করতে শুরু করেন। প্রাথমিকভাবে দু'জনের সঙ্গে সেলফি তোলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। কিন্তু কিছুক্ষণ পরে সেখানে ফিরে আসেন ওই দলের আরও একাধিক সদস্য। তাঁরা ফের সেলফি তোলার দাবি করতে থাকেন। তাতে এবার সেলফি তুলতে অস্বীকার করেন পৃথ্বী। তিনি বলেন যে বন্ধুদের সঙ্গে খেতে এসেছেন। তাই বারবার কেউ বিব্রত করুক, সেটা মোটেও চান না।

আরও পড়ুন: ডিএ নিয়ে চরম অস্বস্তিতে শাসকদল, হকের দাবিতে গণপদত্যাগ তৃণমূলপন্থী শিক্ষকদের

কিন্তু তারপরও সেলফি তোলার জন্য পৃথ্বীকে জোরাজুরি করতে থাকেন বলে অভিযোগ ওঠে। অভিযোগপত্রে জানানো হয়েছে, সেই পরিস্থিতিতে বিরক্ত হয়ে হোটেলের ম্যানেজারকে ডাকেন পৃথ্বীর বন্ধুরা এবং পুরো বিষয়টি নিয়ে অভিযোগ জানান। তারপর অভিযুক্তদের হোটেল থেকে বেরিয়ে যেতে বলেন। কিন্তু তারপরও সেলফি তোলার জন্য পৃথ্বীকে জোরাজুরি করতে থাকেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, জনপ্রিয় ক্রিকেটারের অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে যে একটি পেট্রোল পাম্পের সামনে তাঁদের ফের আটকে দেন স্বপ্না। গাড়ির কাছে এসে গালিগালাজ করেন তিনি। ৫০ হাজার টাকা দাবি করেন তিনি। নাহলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনার পর ওশিওয়ারা থানায় অভিযোগ দায়ের করেন পৃথ্বীরা। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ১৪৯, ৩৮৪, ৪৩৭, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়। আটজনের বিরুদ্ধে এফআইআর রুজু করা হলে তাঁদের গ্রেফতারও করা হয়। এখন অবশ্য তাঁরা জামিনে মুক্ত। এবার অভিযুক্ত স্বপ্না পালটা পৃথ্বীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন।

ঘরে বাইরে খবর

Latest News

তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.