রাজস্থানের বারমেঢ়ে ধর্মগুরুদের সভায় মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে বিতর্কিত মন্তব্যের জেরে ইতিমধ্যেই খবরের শিরোনাম কেড়েছেন যোগগুরু বাবা রামদেব। এরপর রবিবার তাঁর বিরুদ্ধে এই মন্তব্যের জেরে দায়ের করা হয়েছে এফআইআর। ধর্মীয় ভাবাবেগে আঘাত ও উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
রাজস্থানের চৌহাতান পুলিশ স্টেশনে দায়ের হয়েছে এফআইআর। জনৈক পারহাই খান নামের এক ব্যক্তি এই এফআইআর। এই মামলা দায়ের হয়েছে ভারতীয় দণ্ডবিধির ২৫৩এ, ২০৯৫এ, ২৯৮ ধারায়। বাবা রামদেবের বিরুদ্ধে শত্রুতা জাগানো মূলক বার্তা দেওয়া,ধর্মীয় ভাবাবেগে আঘাত করা জেনে বুধে, ধর্মীয় বিশ্বাসে আঘাত করা সমেত একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে বিদ্বেষ ছড়ানো ঘিরেও। উল্লেখ্য রাজস্থানের বারমেঢ়ে সন্ন্যাসীদের বৈঠকে মুসলিম সম্প্রদায়কে ঘিরে কিছু বিতর্কিত মন্তব্য করেন বাবা রামদেব। রাজস্থান ছাড়াও বিহারের মজফ্ফরপুরে একটি মামলা দায়ের হয়েছে বাবা রামদেবের বিরুদ্ধে। সেখানে বাবা রামদেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মানবাধিকার কর্মী তমন্না হাশমি। তামান্নার দাবি, সাধারণের দৃষ্টি আকর্ষণ করতেই বাবা রামদেবর এই ধরনের মন্তব্য করে যাচ্ছেন। এদিকে যে মন্তব্যকে কেন্দ্র করে পর পর মামলা দায়ের হচ্ছে, সেই মন্তব্যে রামদেব ইসলামধর্মাবলম্বীদের নমাজ পাঠ ইস্যুকে কেন্দ্র করে বক্তব্য রাখেন। বিতর্কিত ওই মন্তব্যে বাবা রামদেব বলেন,'আমি কারোর সমালোচনা করতে চাইনা, তবে কেউ কেউ চান গোটা বিশ্ব ইসলাম ধর্মে আর খ্রিস্টান ধর্মেই ধর্মান্তরিত হোক।' তিনি বলেন, ‘মুসলিমরা প্রতিদিন ৫ বার নমাজ পাঠ করেন। তারপর যা ইচ্ছে তাই করেন। অপহরণ করেন হিন্দু মহিলাদের।' রামদেবের এমন মন্তব্যের জেরেই বিতর্কের আগুন ছড়িয়েছে। ( 'সরকার বনাম বিচারব্যবস্থা বলে কিছু নেই', কলেজিয়াম বিতর্কের মাঝে বার্তা রিজিজুর)
বাবা রামদেবের বক্তব্য সদ্য এক ভিডিয়োয় ভাইরাল হয়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। এই ভিডিয়োয় ইসলাম ধর্ম ও খ্রিস্টান ধর্ম নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, এর আগে সদ্য মহিলাদের পোশাক নিয়ে এক বিতর্কিত মন্তব্য উঠে আসে বাবা রামেদেবের তরফে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রী অমৃতা ফড়নবীশের সামনেই সেই বিতর্কিত মন্তব্য করেন রামদেব। এরপর নতুন করে এই ধর্ম সংক্রান্ত মন্তব্যে তিনি পড়ে যান আইনি জটিলতায়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup